নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ওরা লক্ষ লক্ষ টাকা ফি নিয়েও হাজীদের অমানুষিক ভাবে গাদাগাদি করে রাখে

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৭


অধিক অর্থ হাসিলের আশায় প্রতিবছরই ধারনক্ষমতার অতিরিক্ত হাজী আনছে।

আল্লাহ মহান, তারা সৌভাগ্যবান এবং জান্নাতে যাবে!
এসব অব্যাবস্থাপনা, অবহেলা থেকে দৃষ্টি সরানোর দায়সারা কথাবার্তা।
ওরা লক্ষ লক্ষ টাকা ফি নিয়েও হাজীদের অমানুষিক ভাবে গাদাগাদি করে রাখে, চরম তাচ্ছিল্লের সাথে নির্মান যন্ত্রপাতি ফোল্ডি না করে অবহেলামুলক ভাবে খাড়া করে রাখে। দুর্ঘটনা হলে বলে আল্লার ঘর, ওরা বেহেস্তে চলে গেছে।
নন-আরব হাজীদের ওরা মানুষই বলে মনে করে না। হজে চরম অব্যাবস্থাপনা বছরের পর বছর। প্রতি বছরেই কমবেশী পদদলিত হয়ে, আগুনে পুড়ে হাজী মরছে
প্রতি বছর হাজীদের থেকে ফি বাবদ ৪ হাজার কোটি টাকা আয় হয়। আর করে অবিশ্বাষ্য অপচয়।
ফ্রান্স সফরে একটি গোটা পর্যটন এরিয়াকেই সৌদি প্রিন্সের জন্য খালি করতে হয় ।সৌদি বাদশার জন্য একটা গোটা হোটেলই ভাড়া করা লাগে ।সোনায় মোড়ানো টয়লেট গিফট করে।
কোটি কোটি ডলার ফি নিচ্ছে পিলগ্রিমসদের কাছ থেকে। সেই অনুযায়ী কতটুকু সার্ভিস তারা দিচ্ছে?
বাংলাদেশ দরিদ্র দেশ হলেও কখনোই ধর্মিয় অনুষ্ঠানে আসা পিলগ্রিমদের থেকে কোন ফি বা সার্ভিস চার্জ নেয় না।
প্রতি বছর লাখ লাখ বিদেশী এজতেমায় আসে, লক্ষাধিক ভারতীয় ও নেপালী লাংগলবন্ধে আসে স্নান করতে, কারো কাছ থেকে একটি পয়শাও ফি নেয়া হয় না। তাদেরকে বিনা মুল্যে সম্মানের সাথে সর্বচ্চ নিরাপত্তা দেয়া হয়।

আপডেট - ২৫/৯/২০১৫
350 জন নিরাপত্তা কর্মী সহ এক VIP যুবরাজের জন্য হাজীদের ব্যবহার করার ৩ টি রাস্তার দুটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়।
এই অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনা বেশী।
আজ প্রথমআলো পত্রিকা বলছে -
ভয়াবহ ওই পরিস্থিতির হাত থেকে মা সহ বেঁচে গেছেন লিবিয়ার এক হাজি আহমেদ আবু বকর (৪৫)।
তিনি ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, ‘প্রচণ্ড ভিড় ছিল। পুলিশ অজ্ঞাত কারনে প্রবেশ ও নির্গমন ফটক বন্ধ করে দিয়েছিল।’
মক্কা ভিত্তিক ইসলামিক হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা ইরফান আল-আলাবি বলেন, প্রচুর পুলিশ ছিল, কিন্তু তাঁরা যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন না। এমনকি বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের সঙ্গে কথা বলার মতো ভাষাজ্ঞানেরও অভাব ছিল তাঁদের।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল মনসুর আল-তুর্কি ও স্বীকার করেন হঠাৎ ৩ টি পথের ২ টি হঠাৎ বন্ধ হয়ে যায়,
মিনা থেকে জামারায় পাথর ছোড়ার জন্য লাখো হাজি চলেন কাতারে কাতার। হঠাৎ দুটি সড়কের সংযোগস্থল থমকে যায়। কিন্তু পেছন থেকে একই গতিতে আসা হাজিরা বিষয়টি বুঝতে পারেননি। তাই তাঁরা সামনেই অগ্রসর হতে থাকেন। ফলে মাঝখানের হাজিরা ভিড়ে চাপা পড়েন ও পদদলিত হয় শত শত মানুষ। সামনে বা পেছনে যাওয়ার কোনো উপায় না থাকায় সেখানকার পরিণতি ছিল ভয়াবহ শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া।
সুত্র - রয়টারস ও প্রথমআলো।
লেবাননের আরবী দৈনিক “দৈনিক আদদিয়ার” এব্যাপারে বিস্তারিত লিখেছে,
সৌদি যুবরাজ শাহজাদা মুহাম্মাদ বিন সালমানের গাড়ি বহরই প্রাণঘাতী এই বিপর্যয় সৃষ্টির মূল কারণ। সকালে ২০৪ নম্বর সড়ক থেকে ২২৩ নম্বর সড়কের সংযোগস্থল দিয়ে যুবরাজের গাড়ীবহর পার হওয়ার সুবিধার্থে হঠাৎ করেই কিছুক্ষণের জন্যে থামিয়ে দেয়া হয় হাজিদের মিছিল। তার গাড়ি বহর ও নিরাপত্তায় দেহরক্ষীদের গাড়ীবহর মিনার রাস্তা অতিক্রম কালে হাজী চলাচলের দুটি রাস্তামুখ বন্ধ করে দেয়া হয়েছিল। এরপই হাজিরা ভিড়ে চাপা পড়েন। সৌদি সরকার এ বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য হজের সময় মিনায় সালমানের সফর বা তার উপস্থিতি সংক্রান্ত খবর প্রচার নিষিদ্ধ করেছে বলে লেবাননিজ দৈনিকটি উল্লেখ করেছে।
সর্বশেষ আপডেট - ২৬/৯/২০১৫
ইরান দাবি করছে মৃতের সংখা ২ হাজারের বেশী হওয়ার সম্ভাবনা।
সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো দেশই তাদের কতজন নাগরিক নিহত বা আহত হয়েছে তার হিসাব পায়নি।
সংশ্লিষ্ট দেশ পরিবারের ফোনে প্রাপ্ত ও সংবাদমাধ্যমের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত পাকিস্তান ২৩৬, ইরান ১৩১, মরক্কো ৮৭, ভারত ১৪, মিশর ১৪, বাংলাদেশ ৯, সোমালিয়া ৮, সেনেগাল ৫, তানজানিয়া ৪, তুরস্ক ৪, আলজিরিয়া ৩, কেনিয়া ৩, ইন্দোনেশিয়া ৩, বুরুন্ডি ১ ও নেদারল্যান্ডসের ১ জন মারা গেছেন।


মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৪

সেয়ানা ০১ বলেছেন: ঠিক ঠিক সৌদি বাদ দিয়া এখন থেকে ভারতের মন্দিরে গমন করতে হবে, ওখানে কেউ পায়ের তলায় চাপা খেয়ে মরে না !! রাম নাম, সত্য বল !!

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

হাসান কালবৈশাখী বলেছেন: 'মাগীবাজ' সৌদি যুবজেরদের পা চাটতে লজ্জা হয় না?
হজ দুর্ঘটনার পরের দিনের খবর, লসএঞ্জেলসে একজন অনিচ্ছুক নারীকর্মিকে ধর্ষন করতে গিয়ে ধরা খেয়ে একজন সৌদি যুবরাজ জরিমান দিয়েছেন ৩ লক্ষ ডলার ।
এর আগে মডেল কিম কার্দাশিয়ানের সুধু পাছা দেখার বিনিময়ে একজন সৌদি যুবরাজ এক রাতে খরচ করেছেন ১০ লক্ষ ডলার।
তেলব্যাবসা দু বছর জাবত মন্দা। তাই এই সব ডলারই হাজিদের হজের টাকা। লাসভেগাসের জুয়ার আড্ডার ঘটনা তো এখনো বলিনি।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:

আসলে, হাজীরা চায় মক্কাতে মৃত্যু

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন: কথাটা খারাপ বলেন নাই।
আমাদের দেশের সহজ সরল মানুষেরা খুবই ধর্মপ্রান। এদের অনুভুতিকে পুজি করে আরব শেখরা ভাল ব্যাবসা করছে, ফুর্তি করছে।
এদেশেও ছাগুরা এই নিরিহ ধর্মপ্রাণ মানুষদের অনুভুতিকে কাজে লাগিয়ে রাজনীতি করছে, সুদবিহীন ব্যাঙ্কিংএর নামে সুদের মচ্ছব করে টাকার পাহাড় বানাচ্ছে। আর আরেকটি মহল মাজার ব্যাবসা পীর ব্যাবসা আরো কত কি ...

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৯

মিহির সাহা বলেছেন: আদার বেপারী বালবৈশাখীর জাহাজের খবরে কী দরকার ?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
কি দরকার?
ছাগুগিরি করে বিবেক হারিয়ে ফেললে এরকমই মনে হবে।
এত লাত্থি-গুতো খেয়েও সৌদি রাজদের পদলেহন করতে একটুও লজ্জাও হয় না? খবর নে, তোগো একটা বস গতকাল ধরা পরছে -
যৌন অপরাধের অভিযোগে এক সৌদি প্রিন্স লস অ্যাঞ্জেলেসে আটক

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

ঢাকাবাসী বলেছেন: ব্যাবসা করছে আমাদের দেশের কতগুলো ট্র্যাভেল ব্যাবসায়ী আর সংস্লিস্ট সরকারী দপ্তর। ঘুষ আর অসৎ উপায়ে মাল কামাচ্ছে দুজনেই। ওদের অসৎ উদ্ধ্যেশ্যের কারণে শত শত হজ্ব গমনেচ্ছুরা এবার টাকা দিয়েও যেতেই পারেনি!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
এই সেই যুবরাজ - প্রিন্স মোহাম্মদ সালমান আল সৌদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.