নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ধর্মপ্রাণ হাজীদের হজের টাকায় মচ্ছব করা 'মাগীবাজ' সৌদি রাজদের ধিক্কার। সৌদি রাজতন্ত্র ধ্বংশ হোক!
হজ দুর্ঘটনার পরের দিনের খবর, লসএঞ্জেলসে একজন অনিচ্ছুক নারীকর্মিকে ধর্ষন করতে গিয়ে ধরা খেয়ে একজন সৌদি যুবরাজ জরিমান দিয়েছেন ৩ লক্ষ ডলার । এর আগে মডেল কিম কার্দাশিয়ানের সুধু পাছা দেখার বিনিময়ে একজন সৌদি যুবরাজ এক রাতে খরচ করেছেন ১০ লক্ষ ডলার।
প্রতি হজ মৌসুমে হজ ফি ও ওমরা ফি থেকে প্রতি বছর আয় হয় ৮ থেকে ১০ বিলিয়ন ডলার।
তেলব্যাবসা ৩ বছর জাবত মন্দা। তাই এইসব লুলামি করার অধিকাংশ ডলারই হাজিদের হজ ফি এর টাকা।
লুলামি ছাড়াও এদের অপচয়ের মাত্রা ভয়াবহ। ফ্রান্স সফরে সৌদি প্রিন্সের জন্য একটি বিচ সহ গোটা পর্যটন এরিয়াকেই খালি করতে হয় ।সৌদি বাদশার জন্য একটা গোটা হোটেলই ভাড়া করা লাগে । গিফট করে সোনায় মোড়ানো টয়লেট। বিশ্বের বড় বড় জুয়ার ক্যাসিনোতে এদের প্রায়ই দেখা যায়। লাসভেগাসের জুয়ার আড্ডায় এজাবত সবচেয়ে বড়, মিলিয়ন ডলারের বাজি হেরে বিশ্ব রেকর্ড এক সৌদি প্রিন্সের ই।
দান এরা করে বটে বেশিরভাগই জামাতি ফান্ডে, জঙ্গি ফান্ডে, আর মসজিদ তৈরিতে। (এই .. মসজিদ আমরাই বানাতে পারি দশটা)
নাগরিকদের বাসস্থানেও বৈধ লুলামি করার নিমিত্তে গৃহকর্মিদের জন্য প্রচলিত শ্রমআইন প্রযজ্য নয় বলে। বলে কর্মি নয়, পরিবারের সদস্য!
এরা বিদেশী ভিজিটর, পর্যটক, কর্মিদের সাথে এরা কখনই ভাল ব্যাবহার করেনা। ব্যাতিক্রম আমেরিকান।
নারীদের মানুষই মনে করে না। নারী শিক্ষা চায় না, সব আরব দেশে নারীদের গাড়ী চালানোর অধিকার থাকলেও কোন সৌদি নারী নিজ দেশে ড্রাইভিং করতে পারে না, লাইসেন্স নিষেধ, একক চলাচল নিষিদ্ধ।
সুধু জীবিত মানুষ না, মৃতরাও এদের কাছে পর্যাপ্ত সম্মান পায় না। এবার হজ দুর্ঘটনায় মৃত হাজীদের যেভাবে নিক্ষেপ করে স্তুপ করে ফেলে রাখে, লাশের সাথে মোবাইল, আইডি কার্ড, টাকা-পয়শা, লাশের সাথে মিলিয়ে লিপিবদ্ধ করে নি। বরং বর্জ্য অপসারনের এক্সাভেটর দিয়ে লাশের স্তুপ ট্রাকে লোড করে বর্বরতার নজির শৃষ্টি করেছে।
ধিক্কার। সৌদি রাজতন্ত্রকে।
ধিক্কার এদের সমর্থকদের। বর্বর সৌদি রাজতন্ত্র ধ্বংশ হোক।
১১ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
আপডেট: ০০:২৪, ডিসেম্বর ১১, ২০১৫ | প্রিন্ট সংস্করণ । প্রথম আলো
মিনায় নিহত হাজির সংখ্যা সৌদির দাবির তিন গুণ
সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হওয়ার ঘটনায় মারা যাওয়া হাজির সংখ্যা দেশটির স্বীকার করা সংখ্যার তিন গুণ বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিজস্ব তথ্যের ভিত্তিতে এপি বলছে, পদদলনের ঘটনায় কমপক্ষে ২ হাজার ৪১১ জন হাজি নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েক শ লোক। সৌদি আরব অবশ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, নিহতের সংখ্যা ৭৬৯ জন। বার্তা সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকা এই খবর জানিয়েছে।
এপির তথ্যমতে, এটি হজের ইতিহাসে ভয়াবহতম হতাহতের ঘটনা। বার্তা সংস্থাটি এবারের হজে এসেছিল এমন ৩৬ দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং দেশগুলোর গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে নিহতের এই সংখ্যা পেয়েছে বলে জানিয়েছে।
বার্তা সংস্থাটির হিসাবে পদদলনে
নিহত হাজিদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ইরানের ৪৬৪ জন।
এ ছাড়া উল্লেখযোগ্য হলো মালির ৩০৫ জন,
নাইজেরিয়ার ২৭৪ জন,
মিসরের ১৯০,
বাংলাদেশের ১৩৭ জন,
পাকিস্তানের ১০২ জন,
নাইজারের ৯২ জন,
সেনেগালের ৬১ জন,
ইথিওপিয়ার ৫৩ জন,
আইভরি কোস্টের ৫২ জন,
বেনিনের ৫০ জন,
আলজেরিয়ার ৪৬,
চাদের ৪৩ জন,
মরক্কোর ৪২ জন,
সুদানের ৩০ জন,
তানজানিয়ার ২৫ জন।
বিপুলসংখ্যক হাজির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাপের মুখে পড়ে সৌদি আরব। এ ঘটনার জন্য দেশটির হজ ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিল ইরান। সৌদি আরব ওই দাবি নাকচ করে। সৌদি বাদশা সালমান বিন-আবদুল আজিজ ঘটনার নিজস্ব তদন্তের ঘোষণা দিলেও তদন্তের সামান্য তথ্যই প্রকাশ করা হয়েছে।
সুত্র - প্রথম আলো ও এসোসিয়েটেড প্রেস
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
মালেক বিশ্বাস বলেছেন: আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো যারা এই মিনারের দুর্ঘটনা কবলে পড়েছে আল্লাহ তায়ালা যেন তাদের সকলকে সুস্থ রাখেন এবং তাদের নিজ নিজ বাড়ীতে ফেরত যেতে পারেন। আমীন
৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৮
waled ahmed বলেছেন: সৌদি রাজাই যদি এসব করে বেড়ায় তাহলেত সৌদি আরবের মািটকে
অপবিএ করে তুলবে তারা
৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
সৌদি গ্রান্ড মুফতি সাহেব বলেছেন, মিনার ঘটনা সম্পুর্ন আল্লাহর ইচ্ছা এবং এরা বেহেশতে গেছেন।
সৌদি সরকারের কিছুই করার নেই।
৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ধিক্কার। সৌদি রাজতন্ত্রকে।
ধিক্কার এদের সমর্থকদের। বর্বর সৌদি রাজতন্ত্র ধ্বংশ হোক।
++++++++++++++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৪
হাসান কালবৈশাখী বলেছেন:
অসংখ্য ধন্যবাদ বিদ্রোহী ভাই।
রাজনৈতিক ভাবে ব্যাপক মতপার্থক্য থাকলেও আপনি ন্যায়ের পক্ষে সোচ্চার থাকেন জানি।
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৫
সেয়ানা ০১ বলেছেন: আতিরিক্ত যাত্রী তুলে লন্চ ডুবিতে যখন ৪০০ যাত্রী ডুবে মরে তখন ধিক্কার কই থাকে...?? আগে নিজের পাছা ঢাকি, তার পর না হয় পরের পাছার দিকে আংগুল দেই .....??
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
এতটা বিবেকহীন হতে পারে কোন মানুষ? এত লাত্থি-গুতো খেয়েও সৌদি রাজদের পদলেহন করতে একটুও লজ্জাও হয় না?
দুর্ঘটনা দুর্ঘটনাই। লঞ্চ দুর্ঘটনা হলে, চালক গ্রেফতার হয়, মালিকের বিরুদ্ধে মামলা হয়, সর্বত্র নিন্দা হয়।
'মাগীবাজ' সৌদি রাজ কোন দুঃখ্য প্রকাশ করেনি বরং হাজিদের দোষারোপ করেছে।
গ্রান্ডমুফতি হুজুর বলে দিয়েছেন এটা আল্লার হুকুমে হয়েছে, এজন্য কাউকে (প্রিন্স সালমান আল সৌদ কে) দায়ী করা যাবে না।
বিবেকহীন বর্বর রাই এ ধরনের মন্তব্য করতে পারে।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০
সেয়ানা ০১ বলেছেন: সৌদি রাজ পরিবারের পদ লেহনে তোমার নেত্রী চ্যাম্পিয়ন, নিজের পোলা, ছোট বোন, বোনের মেয়েরে নিয়া সৌদি বাদশার পা চেটে আাসছে, লাগলে ছবি দিব, লাগবো ??
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩
সেয়ানা ০১ বলেছেন: সৌদি রাজা মাগীবাজ জানার পরও তোমার নেত্রী নিজে, তার ছোট বোন, বোনের মেয়ে নিয়ে রাজার সাথে কি করেছে সেইটা জাতি জানতে চায় !!!
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০
নতুন বলেছেন: বরং বর্জ্য অপসারনের এক্সাভেটর দিয়ে লাশের স্তুপ ট্রাকে লোড করে বর্বরতার নজির শৃষ্টি করেছে।
এইটুকু ঠিক না। ঐটা পুরানো ছবি।
কিন্তু বাকি সবটুকুই সত্য... এরা আগে ঊট চড়াইতো আর খেজুর খাইতো এখন তেলের টাকায় বিএমডাবলু গাড়ীতে চলে...
পাথ`ক্য হইলে... এখন বিএমডাবলতে উটগুলি চলে আর খেজুর খায়...
রাজতন্ত্র চইলা গেলে এদের অবস্তা খুবই করুন হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ওটা পুরানো ছবি। সত্য। আমি পরে নিশ্চিত হয়েছি।
তবে হাজীদের লাশকে অসম্মানজনক ভাবে নিক্ষেপ করে স্তুপ করাটা চরম বর্বরতা।
ঊট চড়ানো আর খেজুর খাওয়ার দিন আবার ফিরে আসছে।
তেলব্যাবসা ৩ বছর জাবত মন্দা। আরো ৩ বছরের মত অব্যহত থাকবে, শেখরা ইসলামী ব্যাঙ্ক থেকে টাকা সরিয়ে শৃলঙ্কা ও ভারতে রাখছে।
হজব্যবসা হাতছাড়া হয় কি না চিন্তিত আছে। চাপ সবদিকেই।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৩৪
নতুন বলেছেন: হুম তেলের দাম আগের মতন ১০০$ তে কখনোই যাবেনা। বিশ্বে সোলার এবং অন্যান্য বিদুতের দিকে যাচ্ছে।
আমেরিকার সাথে সমস্যা করলে সৌদিদের গদি ছাড়া করবে...
এরা যে কত ভোগবিলাশিতা করছে তা আমাদের দেশের ধমান্ধরা দেখতে পায়না। তারা মনে করে আরবরা ফেরেস্তা।
১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৩১
বিজন শররমা বলেছেন:
১২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
বিপরীত বাক বলেছেন: নারীদের মানুষই মনে করে না। নারী শিক্ষা চায় না, সব আরব দেশে নারীদের গাড়ী চালানোর অধিকার থাকলেও কোন সৌদি নারী নিজ দেশে ড্রাইভিং করতে পারে না, লাইসেন্স নিষেধ, একক চলাচল নিষিদ্ধ। !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এর আগে মডেল কিম কার্দাশিয়ানের সুধু পাছা দেখার বিনিময়ে একজন সৌদি যুবরাজ এক রাতে খরচ করেছেন ১০ লক্ষ ডলার।???????????????????????
এইসব চেৌদি প্রিঞ্চ দের ______________________ !
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
ধিক্কার। সৌদি রাজতন্ত্রকে।
ধিক্কার এদের সমর্থকদের। বর্বর সৌদি রাজতন্ত্র ধ্বংশ হোক।
©somewhere in net ltd.
১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
হাজীদের নিজের প্রাণ রক্ষার ঝন্য হুশিয়ার থাকতে হবে।