নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

রিটা কাৎজ - "সাইট ইন্টেলিজেন্স" ঘটনাটা কি?

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫



রিটার "সাইট ইন্টেলিজেন্স" কি হাবিজাবি বালছাল থাকে আমার তাতে আমার আগ্রহ নেই,
কিন্তু রিটা কাৎজ সয়ং যখন বাংলাদেশের সামান্য কিছু ঘটনা নিয়ে গুনে গুনে ৮ বার একক ভাবে বাংলাদেশ কে নিয়ে টুইট করে, আইএস জরিত অযুহাত বের করে, যুক্তি খুজে দেয়, তখন সেটা চিন্তার কথা।
হোসেনি দালান শিয়া মিছিলে বোমা হামলার খবর শোনার পর থেকে অপেক্ষায় ছিলাম ব্লাডি রিটা কাৎজ কি বলে। বার বার চোখ রাখছিলাম টুইটারে। জানি দায় স্বীকার করলে তো আইএস বাংলাদেশে না জানিয়ে এই খাঙ্কি রিটাকেই আগে জানায়!
বিম্পি জামাতের মিলিয়ন ডলারের ভাড়াটে লবিষ্টরা এন্টি বাংলাদেশ প্রপাগান্ডার অংশ হিসেবে রিটাকে টাকার বিনিময়ে ব্যাবহার করছে। নইলে তার কি ঠ্যাকা পরেছে ঢাকার কোন চিপা গলিতে দুইটা না ৩টা পটকা ফুটেছে এইসব নিয়ে গুতাগুতি করার। যেখানে সৌদি শিয়া মসজিদে গত মাসে জোড়া আত্নঘাতি বোমা হামলায় ৯০জন নিহত হয়েছিল, রক্তেলাল হয়ে গেছিল মসজিদের মেঝে। পাকিস্তানে প্রতি শুক্রবারই মসজিদে বোমাহামলায় শত শত লাশ হচ্ছে। সেসব নিয়ে তো রিটার ৮বার দূরে থাক একবারও ব্যক্তিগত টুইট করতে দেখা যায় না।
শুয়োরের বাচ্চারা আমাদের দেশটাকে অনিরাপদ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। যে করেই হউক তাদের প্রমাণ করতেই হবে যে এই দেশে তাদের স্বজাতি আল-কায়দার জারজ সন্তান আইএস নামদারী কুকুরদের জন্ম হয়ে গেছে।
তা বিশ্ববাসীকে গুলে খাওয়াতে পারলে কাদের লাভ তা সহজেই অনুমেয়।

এদেশে শিয়া-সু্ন্নির মধ্যে এমন কোন বিভেদ-আক্রোশ ছিলনা যার ফলে সুন্নি সম্প্রদায়ের কেউ শিয়া সম্প্রদায়ের উপর বোমা হামলা করবে। এটা অবস্যই রাজনৈতিক ভাবে আয়োজিত ও সংগঠিত পরিকল্পিত ঘটনা।
মধ্যপ্রাচ্যে ও পাকিস্তানে এসব ঘোষনা দিয়েই এসব বোমাবাজি হয়। বুক ফুলিয়ে বলে আমরাই করেছি।
সৌদি-ইয়ামেনে তো এই ইশু নিয়ে কামান বিমান নিয়ে যুদ্ধই চলছে।
বাংলাদেশে মাজার বিরোধী, পির বিরোধী কট্টর শিয়া বিরোধী হিসেবে আছে একটি গোষ্ঠিই, সবাই জানে সেটা ওহাবি আদর্শে "মাউদুদিবাদি" জামাত।
এরা বা এদের জেহাদি সমর্থকরা কদিন আগে হত্যা করেছে পির খিজির খানকে। তার আগেও এধরনের কয়েকজন ভিন্নমতাবলম্বি হুজুরদের জবাই করেছে।
এখন এককাঠি বাড়িয়ে একটা মাঝারি বোমাহামলা হলো। এরপর এরা পাকি স্টাইলে বড় বোমাহামলা করবে। নিশ্চিত থাকেন।
আর প্রচারনার জন্য রিটারাও টুইট চালিয়ে যাবে যতদিন ডলার সাপ্লাই থাকে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৮

আহলান বলেছেন: আমাদের দেশে আগে কখনোই এমন অনেক ঘটনাই ঘটেনি, যা এখন ঘটছে .... আমরা কি বড় কোন বিপদে পড়তে যাচ্ছি ? মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন সবাই যার যার ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে পালন করেছে ... এখন হঠাৎ কেন সব অসহিষ্ণু হয়ে পড়লো সেটাই বুঝতেছি না ....আবার কবে আগের মতো সব স্বাভাবিক হবে?

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আমাদের দেশে আগে কখনোই এমন ঘটনা ঘটেনি। এখন ওরা সিরিয়াস।
মাজার বিরোধী, পির বিরোধী, কট্টর শিয়া বিরোধী হিসেবে বাংলাদেশে আছে একটি ফ্যাসিস্ট গোষ্ঠি। একমাত্র তাদেরই আছে অর্থবিত্ত ও শক্তিসালী সংগঠন, বৈদেশিক লিঙ্ক, আন্তর্জাতিক প্রচারমাধ্যম। সাধারন সুন্নিরা এসব করবে না। পারবে না।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫০

ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
ঠিক কথা, জামাতেরই আছে প্রয়জনিয় অর্থবিত্ত ও শক্তিসালী সংগঠন, বৈদেশিক লিঙ্ক, আন্তর্জাতিক প্রচারমাধ্যম।
তারাই রিটাকে লাগিয়েছে সত্য।
তবে বোমা হামলায় ISIL জরিত নয় আমি একপ্রকার নিশ্চিত।
টিভিতে একটি অবিষ্ফোরিত বোমার একটি ছবি দেখলাম, সাধারন পানির পাইপের জোড়া দেয়ার অংশটি দিয়ে বানানো নিম্নমানের একটি বোমা, এই পাইপের টুকরা নবাবপুরের দোকানেই পাওয়া যায়। এই ফালতু জিনিস ISIL ব্যাবহার করে না।

২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি ঠিকই বলেছেন।
এরমধ্যে কথিত খুনি ধরেছে পুলিশ।
আপাতত এইটুকু প্রমাণিত যে এসব আইএসের কাজের না।
আধুনিক অস্ত্র ব্যাবহারকারি ভয়ঙ্কর সন্ত্রসি আইএস মানুষ মারতে লোকাল ছ্যাচ্চোর ভাড়া করবেনা,
হাঠহাজারি স্ট্যাইল লোকাল মেইড পটকা ইউজ করার কথা না।
খাঙ্কি রিটা কাৎজ যতই কাকুতিমিনতি করুক, লাভ হবে না।

৩| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
বিদেশী কুটনিতিকদের সুর এখন নেতিয়ে পরেছে।
অষ্টেলিয় ফুটবল দল ও জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন আসছে।
বিদেশীদের চলাচলের ক্ষেত্রে বাংলাদেশে নিরাপত্তাহীনতা আছে বলে মনে করে না ইউরোপিয় ইউনিয়ন ও ফ্রান্স । দুই বিদেশী হত্যার ঘটনায় তারা বলেছে, হত্যাকান্ডে পর তদন্ত ও সরকারের শক্ত পদক্ষেপ ইতিবাচক বলে তাদের সন্তুষ্টি জানিয়েছে।
গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কারবি পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে বলেন,
“আইএস বাংলাদেশে কর্মকাণ্ড চালাচ্ছে কি না"- তা বলা কঠিন। এরা আইএস কি না এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলার মত কিছু নেই। এব্যাপারে বাংলাদেশই তদন্ত করবে এবং করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.