নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

নিজামীর ফাঁসি, তুর্কি রাষ্ট্রদূত ড: বুরাক আকচাপার যা বললেন বিবিসিকে

১৯ শে মে, ২০১৬ রাত ১:৩৩

''একজন রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলানো কখনোই সমীচিন নয়"।
দিল্লিতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ড: বুরাক আকচাপার বিবিসি বাংলাকে বলেছেন।

কিন্তু আপনাদের দেশও তো রাজনৈতিক নেতাদের ফাসি দিয়েছিল। এমনকি মামুলি সংবিধান লঙ্ঘনের মত অষ্পষ্ট অভিযোগে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী আদনান মেন্দেরিসকে ফাঁসিতে ঝুলিয়েছিল।

"হ্যা সেজন্য আজও আমরা আদনান মেন্দেরিসকে ফাঁসির জন্য অনুশোচনা করি। এভাবে আসলে কোনও সমাধান হয় না।''

মি: নিজামিকে নিয়ে আপনাদের এই প্রতিক্রীয়া এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে তুরস্কের হস্তক্ষেপ করার সামিল হয়ে যাচ্ছে না?

উত্তরে রাষ্ট্রদুত ড: আকচাপার বলছেন কোনও একটা জিনিস যদি আমরা মনে করি বাংলাদেশের স্বার্থবিরোধী! তাহলে আমাদেরও কিন্তু অধিকার আছে তা প্রকাশ করার।

বিবিসি- কিন্তু বাংলাদেশের মানুষদের একটা বিরাট অংশ বছরের পর বছর ধরে খুনে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে এসেছে- বিশেষ করে যুদ্ধের সময় যারা প্রিয়জনদের হারিয়েছেন, তাদের উপর সেই অন্যায়ের একটা ক্লোসার দেওয়ার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের এই জনগণের থাকার কথা, প্রশ্নটাকে তুরস্ক কীভাবে দেখছে -

এ প্রশ্নের উত্তরে ড: আকচাপার বলেন "বাংলাদেশের কী অধিকার আছে না-আছে তা নিয়ে তিনি এখন ভাবছেন না", এ নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

তিনি আরো বলেন ''মৃত্যুদণ্ড এমনিতেই কোনও ভাল সাজা নয় – আর অমুক কারণ কি তমুক কারণ দেখিয়ে একজন রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলানো কিছুতেই মানা যায় না। আমাদেরও কিন্তু অবশ্যই ক্ষোভ ও প্রতিবাদ জানানোর অধিকার আছে। তবে প্রশ্নটা শেষ পর্যন্ত অধিকারের নয় – আমাদের মূল কথাটা হল এই হত্যাকান্ডর মধ্যে দিয়ে বাংলাদেশ কিন্তু বিরাট একটা ভুল করেছে।''

তুর্কী রাষ্ট্রদূত নানা ভাবে তার কথার মধ্যে দিয়ে এটা স্পষ্ট করে দিয়েছেন – মিঃ নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে যেসব অপরাধ প্রমাণিত হয়েছে সেগুলোকে তারা গুরুত্ব দিতে রাজি নন। তুরস্ক তাকে বাংলাদেশের একজন প্রথম সারির রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই গণ্য করছে, কোনও যুদ্ধাপরাধী বলে মনে করছে না।

বিবিসির শেষ প্রশ্ন -
তাহলে বাংলাদেশে একাত্তরের যুদ্ধের সময়কার নিহত, নির্যাতিত ভিক্টিমদের কি হবে? ওরা কীভাবে বিচার পাবে?

ড: আকচাপারের সংক্ষিপ্ত জবাব – ''টাইম ইজ দ্য বেস্ট হিলার", অর্থাৎ সময়ের চেয়ে ভাল উপশম আর কিছু হতে পারে না''।

সম্পুর্ন সাক্ষাৎকার দেখুন - সম্পুর্ন সাক্ষাৎকার - বিবিসি বাংলা

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ রাত ৩:৩৫

মোস্তফা ভাই বলেছেন: কাদো তুরস্ক কাদো। আগে নিজেদের আইসিস সামলাও,

১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৫

হাসান কালবৈশাখী বলেছেন:
নিহত, নির্যাতিত ভিক্টিমদের কি হবে? বিচার?

আরে বিচারের দরকারটা কি? টাইমপাস হলেই সব ব্যাথা উপশম। ''টাইম ইজ দ্য বেস্ট হিলার"

২| ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:০৬

খোচা বাবা বলেছেন: জেগে উঠ বিশ্ববাসী

১৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৫

হাসান কালবৈশাখী বলেছেন:
উনি বললেন -
''একজন রাজনৈতিক নেতাকে ফাঁসিতে ঝোলানো কখনোই সমীচিন নয়"

কিন্তু ন্যায়বিচার পাওয়ার অধিকার?
"বাংলাদেশের কী অধিকার আছে না-আছে তা নিয়ে তিনি এখন ভাবছেন না", এ নিয়ে তিনি মন্তব্য করতে চান না।

৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:০৮

মশার কয়েল বলেছেন: পাকিস্তান ফাল দিতেছে দিক,কিন্তু তুরস্কের এতো মাথাব্যাথার কারণ বুঝতেছি না ৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.