নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
যেহাদি চেতনার কত পাওয়ার!
"লোকজন মাইকে ঘোষনা শুনে স্কুলে প্রধান শিক্ষককে ঘিরে রেখেছিল, যাতে মাষ্টার মশাই পালিয়ে যেতে না পারে।
এজন্য তারা জুম্মার নামাজ পর্যন্ত পড়তে পারেনি"
আজ নারায়নগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংসদ সেলিম ওসমানের একটি বক্তব্যে
জুম্মার নামাজের চেয়ে কাফের মারা বেশী সোয়াব!
অতচ ফজরের নামাজে মুয়াজ্জিন এত ডাকাডাকি করার পরও এসি লাগানো মসজিদেও দুই কাতার পুরে না।
১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩১
হাসান কালবৈশাখী বলেছেন:
আমিও ইনডিপেন্ডেন্ট টিভিতে সরাসরি এই বেকুবটার বক্তব্য মন দিয়ে শুনছিলাম।
সত্যিই আজব দুনিয়া!
২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩১
আহলান বলেছেন: মুনাফিকদের জন্য ফজর আর এশার জামাত খুবই কষ্টদায়ক ...
৩| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৪:৫২
কৌশিক মোদক বলেছেন: একটা জিনিস কিছুতেই বোঝা যাচ্ছে না মসজিদের মুয়াজ্জিন নাকি কিছুই জানেনে না, কে ব কারা এসে মাইকে হুমকি দিল, গ্রাম বাসি র ভেজা গরম করল, তিনি তাদের দেখতেই পাননি, অনেকে বলছে তিনি কানেও কিছু শোনেন নি, তাহলে হয় তিনি অন্ধ আর কালা নয়ত মসজিন ছেড়ে কোন বিদাত কাজ করতে গেছিলেন।
২০ শে মে, ২০১৬ রাত ১২:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
"আল্লাহর কটাক্ষকারীর সাজা হয়েছে। আমি যদি মরেও যাই .. ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না"
সাংসদের এই দম্ভক্তি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে মসজিদের মাইকে কার নির্দেশে ব্যাবহৃত হয়েছিল, শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটানো হয়েছিল ।
মসজিদের ইমাম মুয়াজ্জিন উপস্থিত! এরপরও বলে - "কে বা কারা এখান থেকে মাইকিং করলো আমরা জানি না, মাইকে কি বলা হয়েছিল তাও মনে নেই"!
হ্যা, যেহাদি প্রয়জনে মিথ্যা বলাও জায়েজ।
৪| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫৩
বাংলার জামিনদার বলেছেন: আরে ভাই দেশটা ছাগল দিয়া ভরে গেছে, তাও মারখোর ছাগল। এই যদি হবে, ফাকিস্তানের সাথে যদি আমাদের কোনো তফাৎ না থাকে, তাহলে ৭১ কি জন্য???
২০ শে মে, ২০১৬ রাত ২:২৮
হাসান কালবৈশাখী বলেছেন:
শুশিলরাও ছাগল হয়ে গেছে। শিবির নেতা অসুস্থ হয়ে মারা গেছে, রিমান্ডে ছিলনা। তিন দিন জাবত রাজশাহি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিল, তার পরিবার বলেছে দীর্ঘদিন ধরে সে অসুস্থ ছিল। ৫ বছর বয়স থেকে রক্ত স্বল্পতায় ভুগছিলেন হাফিজুর। বছরে তিন বার তাকে রক্ত দেয়া লাগতো।
তাকে রিমান্ডে নিয়ে হত্যা করা হয়নি। স্বাভাবিক মৃত্যু। অতচ ইমরান কল্লোলরা কান্নাকাটি করেই যাচ্ছে।
২০ শে মে, ২০১৬ রাত ২:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
শিবির, জেম্বি, হিজবুতি, হেমকতি, আনসারুল সবই একই রসুনের।
আলোচিত আসলাম চোধুরিও ৯০দশকের চট্টগ্রাম কলেজের শিবির ক্যাডার ছিল। খুনে সন্ত্রসিদের প্রতি কোন দরদ থাকা উচিত নয়।
২১ শে মে, ২০১৬ রাত ১:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
যেকোন মৃত্যুই দুখজনক।
তবে এজাবৎ প্রাপ্ত সংবাদে শিবির নেতার চিকিতসার কোন বড় কোন অবহেলা ছিলনা। রামেক স্ট্যান্ডার্ডে যতটুকু ট্রিটমেন্ট এর বেশি না। হাসপাতালে তার পরিবার খাবার-অসুধ নিতে পারতো (তবে ঘুশের বিনিময়ে) রক্তও দেয়া হচ্ছিল। শেষদিনেও পরিবারের কাছে রক্ত চাওয়া হয়েছিল। যেসমস্ত ধুর্ত বদমায়েস বলছে তাকে পুলিশ হত্যা করেছে, তদেরকে ধিক্কার জানাই।
৫| ২১ শে মে, ২০১৬ ভোর ৫:০৩
মোস্তফা ভাই বলেছেন: মসজিদে ধর্ম অবমাননার ঘোষণা দিয়ে সংখ্যালঘুদের উপর ঝাপিয়ে পড়ার স্টাইলটা জিহাদীদের নতুন আবিষ্কার।
©somewhere in net ltd.
১| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমিও এটা শুনে খুব অবাক হইছিলাম। কি আজব ব্যাপার বলেন। আজান শুনে পাবলিক মসজিদে যায় না, নায়েরে তাকবীর শুনলে জিহাদী জোসে রাস্তায় নামে।
এই সব হিপোক্রেট পাবলিক থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। ধর্ম নিয়া যে পাবলিক ভন্ডামি করে, এটা আবারও পরিষ্কার হইয়া গেলো।