নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
আবারো 'বিবিসি' মাহামুদুরের ভুমিকায়।
কোন নির্ভরযোগ্য তথ্যপ্রমান ছবি-ভিডিও ছাড়া সুধু ইউটিউব দেখে বিবিসি কিভাবে বানোয়াট নিউজটি দিল।
বাম পাশে বসা টাকলা জাহিদ সাফাদিকে শিখিয়ে দিচ্ছে। ইনি লন্ডন পলাতক খালেদা পূত্র তারেক চোরার খাস লোক। সবাই তাকে জালিয়াত জাহিদ নামেই চেনে। এ হলো সেই জাহিদ যে কিনা ৬ কংগ্রেসম্যানের সাক্ষর জাল করে কঠিন ধরা খেয়েছিল। এবং কঠোর সমালোচনার মুখে বিএনপি তাকে বহিষ্কারের করতে বাধ্য হয়েছিলো। নামমাত্র বহিষ্কার।
তিনি খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন, আছেনও। লন্ডনে খাম্বারও উপদেষ্টা।
আর মাঝে মডারেটর জ্যাকব কট্টর জমাতপন্থি হিসেবে পরিচিত।
বিম্পি-জামাতের ভাড়া খাটা ষড়যন্ত্রকারি হিসেবে পুর্বে অভিযুক্ত ধুর্ত ইসরাইলি সাফাদি এখন বিশেষ ফরমায়েশে নতুন স্টোরি তৈরি করছে। এই লোক এতদিন কি ঘুমিয়ে ছিলো? আগে আসলামের ঘটনার পর এত সাংবাদিক সম্মেলন, তখন বিবিসিও সাক্ষাতকার নিয়েছিল। তখন হট টাইমে কিছু বললো না, এখন কেন এই কথা?? কোন মিডিয়াতে, সাংবাদিককে না বলে বানানো ভিডিও কেন আপলোড করলো?
কোন ছবি, ভিডিও বা ভিন্ন প্রমান যদি থাকে তাঁর কাছে, সে প্রমান না দেখায়ে সোর্স না দেখায়ে মুখে মুখে বললো কেন?
টিভি চ্যানেলে না বলে ইউটিউব ভিডিও কেন আপলোড দিলো?
তার নিজস্য ফরমায়েসি বানোয়াট ভিডিওতে সাফাদি ২/৩ বার কাগজ দেখে দেখে সজীব ওয়াজেদের নামটি পড়ল।
ভিডিও সাক্ষাতকারটি তে একটি ডিসপ্লে লাগানো ছিল, জয়য়ের একক একটি ছবি দেখানো হচ্ছিল। যেই নাম কাগজ দেখে মাত্র জানা গেল, সেটা ডিসপ্লেতে আগেই থাকলো কিভাবে?
একটি নিশ্চিতই বানোয়াট ও দুরভিসন্ধিমুলক।
২| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:১২
সবুজ সাথী বলেছেন: আমি আগেই কইছিলাম, খাওয়ামী লীগের লোকদের মুখ দুইটা। উপরে একটা আর নীচে একটা। সাফাডি নিজেই যখন বলছে তার বৈঠক হয়েছে জয় এর সাথে। এখন উল্টা গীত গাওয়া শুরু করছে। খাওয়ামী লীগ চ্রম বিনুদুনও দেয় বটে।
২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ইহুদির বাচ্চা মোসাদ নেতা সাফাদি কি আল্লার অলি নাকি? যা বলবে তাই মাইনা নিতে হবে?
আমি নিজেই একটি ভিডিও আপলোড করে বলতে পারি "অমুকের স্ত্রী গতরাতে আমার সাথে ছিল" বা এরচেয়ে খারাপ কিছু দাবি করতে পারি। সেইটা সত্য হইয়া যাবে?
৩| ২৮ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৯
বন্দী কন্ঠস্বর। বলেছেন: জয়ের সাথে মিটিং হইছে,কিন্তু জয়ের কোনো বক্তব্যনাই।যদি মিথ্যা হতো,তাহলে এতক্ষনে মিনিমাম ৩ টা ফেবুতে ষ্টাটাস দিতো, আর লীগের নেতারা আকাশ বাতাস কাঁপিয়ে ফেলতো।আপনার কষ্ট ককরে পোষ্ট দেয়া লাগতো না।যেহেতু ঘটনা সত্যি এবং অস্বিকারের উপায় নাই,তাই জয় সাহেব ষ্টাটাস না দিয়া চুপ আছে।
২৮ শে মে, ২০১৬ দুপুর ১:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
জয়ের কি কাম কাজ নাই, আজাইড়া ইউটিউবে খুইজা বেড়াইবো?
আমার একটা প্রশ্নের জবাব দেন, বিম্পি নেতা জাহিদ, আসলাম ও খাম্বায় এই ইহুদির বাচ্চা সাফাদির লগে কি কাম?
৪| ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:১২
নতুন বলেছেন: ইসরাইলি সাফাদি তো বলছে যে তিনি জয়ের মিটিং ও উপস্হিত ছিলো...
এখন আপনার সাথে আমি মিটিং করলে সাথে যদি সোলাইমানকে নিয়ে যাই তবে আপনি তো আর সোলাইমানের কুল্লী দেখে ঘরে ঢুকাবোন না তাইনা....
হয়তো সেটাই হয়েছে... তেমনি হয়তো সাফাদিও সেদিন উপস্হিত ছিলো...
আর সাফাদির কথা বিএনপির জন্য সত্য হইলে আয়ামিলিগের ব্যপারে কেন মিথ্যা মনে করবেন?
তবে তার বলা ২টাই মিথ্যা ভেবে নিন।
২৮ শে মে, ২০১৬ দুপুর ২:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে সাফাদি আগেই অভিযুক্ত একটি পক্ষ, আসলামমের-খাম্বার সাথে ধরা খাওয়া আসামি।
তার সমস্ত কার্যকলাপ ষড়যন্ত্র হিসেবেই ধরতে হবে। সে এখন যা বলবে সব মিথ্যা হতে বাধ্য। সবাই তাই বলবে।
আপনার দাবি কি? এই কুত্তায় যা বলবে সব সত্য, বিনা প্রমানে বিনা তর্কে মাইনা নিতে হবে?
৫| ২৮ শে মে, ২০১৬ দুপুর ২:১৮
বন্দী কন্ঠস্বর। বলেছেন: জয় সাহেবের কি কাম আইজ পর্যন্ত পাবলিক খুইজা পাইলো না।সারা বছর আমেরিকায় থাকে,আর মাঝে মাঝে হাবিজাবি ষ্টাটাস দিয়া হাম্বাগো নাচায়।আর বিরোধী সাংবাদিকদ আর নেতাদের রিমান্ড ও জেল খাটায়।তবে তার ষ্টাটাস মানুষের মনে হাসির খোরাক জোগায়,তা তার চরম বিরোধীরাও স্বীকার করে।
তবে তিনি যে ব্যাপারে জড়িত,সেটার ব্যাপারে চুপ থাকেন।খেয়াল করে দেখুন,রিজার্ভ চুরির ব্যাপারে তার একটা আবাল সুলভ বক্তব্য ছাড়া আর কোনো ষ্টাটাস নাই।দেশে আসার গরজও বোধ করে নাই।অথচ তিনি তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা!!!
আর বিবিসি ইউ টিউব নয়,সরাসরি সাফাদির সাক্ষাতকার প্রচার করেছে।যেভাবেই হোক,বিবিসিতে প্রচার হয়েছ এবং তার নামে বলা হয়েছে,তাই জড়িত না থাকলে,অবশ্যই তিনি প্রতিবাদ করতেন।বিবিসির খবর তিনি জানেন না,এটা একমাত্র আপনার মত হাম্বারাই বিশ্বাস করে।ও হ্যা,দেশি কোনো মিডিয় া এখনো প্রকাশ করেনি,তার মানে ধরে নেয়া যায়,এখানে কিন্তু আছে।সরকারি চাপ কতদুর এতেই বোঝা যায়।
৩১ শে মে, ২০১৬ সকাল ১১:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
বিবিসি কখনোই সাফাদি-মিল্টন সাক্ষাতকার প্রচার করেনি।
জ্যাকব মিল্টন বিবিসির কেউ না
বিবিসি বাংলা রেডিওতেও সাফাদি-মিল্টন সাক্ষাতকার প্রচার হয়নি, এমনকি এসম্পর্কিত খবরটিও ব্রডকাষ্ট হয় নি।
সুধু বিবিসি বাংলা অনলাইন সাইটে প্রথম পাতায় এসম্পর্কিত (সাফাদি-মিল্টন সাক্ষাতকার) খবরটি গুরুত্ত দিয়ে ছাপে।
তবে লেখক বা প্রতিবেদকের নাম ধাম ছাড়া।
সাংবাদিক নামধারি জ্যাকব মিল্টন মুলত লন্ডনে প্যকেজ প্রোগ্রাম নির্মাতা। "উই আর তা পিপল" নামে লন্ডনের ছোট ছোট কমুনিটি টিভি, হোমচ্যানেল ইত্যাদিতে ভিডিও সাপ্লাই দেন, পরে ইউটিউবে দেন।
৬| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৩:০১
বিদ্রোহী চাষী বলেছেন: চোরের মনে যেমন পুলিশ তেমনি আপনারা সবখানে মাহমুদুরকে দেখেন।এসব কিচ্ছাকাহিনী বাদ দেন।
৭| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:৪২
নতুন বলেছেন: লেখক বলেছেন:
এখানে সাফাদি আগেই অভিযুক্ত একটি পক্ষ, আসলামমের-খাম্বার সাথে ধরা খাওয়া আসামি।
তার সমস্ত কার্যকলাপ ষড়যন্ত্র হিসেবেই ধরতে হবে। সে এখন যা বলবে সব মিথ্যা হতে বাধ্য। সবাই তাই বলবে।
আপনার দাবি কি? এই কুত্তায় যা বলবে সব সত্য, বিনা প্রমানে বিনা তর্কে মাইনা নিতে হবে?
তাহলে বিএনপি সম্পকে তার কথা সত্য আর আমলিগের ব্যাপারে কথা মিথ্যা এইটা তো বলা যাবে না তাই না??
অবশ্যই তাকে প্রমান দিতে হবে...।
কিন্তু যদি তিনি সত্যিই জয়ের সাথে বৈঠক করে থাকে তবে জয়ের নামে কি একই মামলা করা যাবে?
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
আসলাম-সাফাদির ঘটনা ঘটার পর জানা গেছে। আসলে ধরা খাওয়ার পর জানা গেছে।
আর জয়ের ব্যাপারটা ঘটেনি, সুধু বলেছে।
একটা জিনিস 'ঘটা' আর 'বলা' কি এক হল। ঘটিয়ে ধরা খাওয়ার পর ২৭ দিন পর বুঝতে পারল কিছু একটা করা দরকার। আর খাম্বার কথা মুখ ফসকে বের হয়ে গেছিল। পরে জয়কে খাম্বার সমকক্ষ বানাতে বিম্পি-জামাতের ফরমায়েসে এই কাহিনী তৈরি করল।
তা না হলে বিম্পির জোচ্চর নেতা জাহিদ এই টেবিলে উপস্থিত কেন?
আর সঞ্চালক জ্যাকভ জয়ের নাম শুনে হতবাক! .. এই ঘটনা প্রথম শুনলো।
এইমাত্র জানা নামটির ছবি ডিসপ্লেতে আগেই রেডি থাকে কিভাবে?
আর কি প্রমান দিলে বিশ্বাস করবেন এই সাক্ষাতকার বিম্পি নেতার শিখিয়ে দেয়া কথা বলার জন্যই "সাজানো সাক্ষাতকার" ইউটিউবে লোড।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
সত্যিই জয়ের সাথে সাক্ষাত হয়ে থাকে তবে জয়ের নামে কি একই মামলা করা যাবে?
না।
১০-১২ মিনিটের সাক্ষাত আর 'ষড়যন্ত্র' একজিনিস না।
আসলাম ও খাম্বার সাথে বৈঠকে, ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্কের সর্তে এই সরকার পতন ঘটিয়ে বিম্পি জামাত সরকার আনা হবে বলা হয়েছিল।
আর জয়ের সাথে কথা বলেছিল হিন্দু (সংখালঘু) হত্যা বন্ধ করা নিয়ে, সাফাদি কথা তেমন বলে নি, জয়ই বেশী বলেছে। বলেছে হিন্দু হত্যা সরকার বা আওয়ামীলীগ করছে না, সরকার বিরোধিরাই করছে। এটা সাফাদিরই ভাস্য।
যে কোন আইন বিষারদই বলবে এই কথপোকথনে মামলা আনা যায় না। আনলেও টিকবে না।
৮| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১২:৪৭
নতুন বলেছেন: আর কি প্রমান দিলে বিশ্বাস করবেন এই সাক্ষাতকার বিম্পি নেতার শিখিয়ে দেয়া কথা বলার জন্যই "সাজানো সাক্ষাতকার" ইউটিউবে লোড।
ভাই রাজনিতিকদের কখনোই বিশ্বাস করতে নাই। কারন তারা সাথে`র জন্য পারেনা এমন কিছুই নাই। আর রাজনিকিতরা সদা সত্য কথা বলে সেই রকমের লোক আমাদের দেশের ইতিহাসে নেই।
আর আমার কাছে এই বিষয়ে জয়ের সাথে সাক্ষাতকার বা বিএনপি নেতার বৈঠক দুইটাই বাড়াবাড়ী মনে হয়েছে।
মোসাড সরকার পরিবত`নের জন্য কিছই করবেনা। কারন ভারতের সাথে তাদের খুবই ভাল সম্পক...
পকিস্তানী আইএস করতে পারে... আমেরিকার সিআইএ পারে... কিন্তু মোসাদের সম্ভবনা খবই কম...
আম্রীগের মোসাদ মোসাদ খেলা শুধু জনগনকে ব্যস্ত রাখা আর বিএনপি কে দৈড়ের উপরে রাখার জন্য করা।
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
মোসাদ মোসাদ খেলা হচ্ছে বললে ভুল হবে।
আসলাম গ্রেফতার হওয়ার পরও লন্ডনে বিম্পি নেতারা এখনো ইহুদি নেতা সাফাদকে নিয়েই চলছে। এখনো সব করে যাচ্ছে, করছে। উপরের ছবিটিই প্রমান।
মোসাদ গুপ্ত হত্যায় পারদর্শি। ২০১০ এ মোসাদ এক হামাস নেতাকে খুন করেছিল দুবাই তে। সেই হামাস নেতা শতাধিক দেহরক্ষী নিয়ে চলত। এত পাহারা থাকার পরও মাত্র ৪ জন মোসাদ সদস্য অতি সুরক্ষিত দুবাই হোটেলে ঢুকে সেই নেতাকে ঘুমন্ত অবস্থায় স্বাসরোধ করে হত্যা করেছিল।
বিম্পি-জামাত কি চায়? জানেন? ক্ষমতা? না। - চাওয়া সুধু একটি লাশ!
২৯ শে মে, ২০১৬ দুপুর ২:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
৬ কংগ্রেসম্যানের সাক্ষর জালকারি বিএনপি নেতা সরদার এফ সাদীর পেইজে গেলে কিছু ছবি পাবেন যেখানে খেয়াল করবেন যে ২৬ তারিখ বাংলাদেশ সময় সকাল ৯ টা ১৭ মিনিটে সে সাফাদির সাথে মদ্য পানরত অবস্থায় ছবি দিয়ে বলছে -
"ভিডিওসহ ব্রেকিং নিউজ আসছে"। সাফাদির কথা বিম্পি বলে!
এরপর সে আরও কিছু ছবি দেয়, যেখানে জালিয়াত জ্যাকব এবং সরদার এফ সাদী একটি হালকা সবুজ ব্যাকগ্রাউন্ডের স্টুডিওতে সাফাদির সাথে বসে আছে।
৯| ২৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৬
নতুন বলেছেন: ভারত যখন আম্লিগরে চায় তখন মোসাদ কেন হত্যার সুপারী নেবে???
আর শতাধিক দেহরক্ষির মাঝে ৪ জন মোসাদের অপারেসনের গল্প চায়ের দোকানের কাহিনি...
নিচে দেখুন... আসল ঘটনা
১১ জন হত্যায় অংশ নেয়... নিচে তার সম্পকে ভিডিও. আর হামাস নেতার শতাধিক দেহরক্ষী ছিলো না
https://www.youtube.com/watch?v=s8ajRErIOsc
২৯ শে মে, ২০১৬ দুপুর ১:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
১১ জন হত্যায় অংশ নেক বা ২২জন নেক, হোটেলে জার্মান পাসপোর্ট সহ ৪ জন মুল পর্বে বোর্ডার হিসেবে ছিল। এরাই হত্যা কান্ডে অংশ নিয়েছে। পত্রিকায় দেখেছিলাম, এরা ৪০ জন হইলেও আমার কথা তো ভুল প্রমানিত হয় না
এদের কামই খুন খারাপি। এটাই মুল কথা।
আর ভারত কি ইসরাইলের মালিক? আর কত হাসাইবেন?
১০| ২৯ শে মে, ২০১৬ দুপুর ২:২৭
নতুন বলেছেন: ভাই বিএনপি খারাপ সেটা প্রমান করতে হবে না। সেটা সবাই জানে।
কিন্তু আম্লগিও তিলকে তাল করতে ওস্তাদ.. তারা জানে How to keep an Idiot Busy...
তাই জনগনকে এই মোসাদ নাটক দেখাইতেছে... জনগনও আগের সব ভুলে মোসাদ মোসাদ করবে...
৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
তিলকে তাল করছে? নিজের চোক্ষেই দেখছেন একের পর এক আকাম কইরা ধরা খাচ্ছে।
গ্রেনেড হামলা,২০০৪, তার আগেও আছে।
২০১২ মেজর জিয়ার ঘটনা, হাসিনা হত্যাচেষ্টা। ইত্যাদি কয়েক ডজন বার হাসিনা হত্যাচেষ্টা হয়েছিল।
এরপর রিজভি সিজার কে দিয়ে এফবিআই ভাড়া করা হয়েছিল।
জয়কে অপহরন করে ফাঁসানোর জন্য। ধরা পরে জেল হয়েছিল সিজার এফবিআই এজেন্টদের।
এখন মোসাদ ভাড়া করেছে। মোসাদের সাথে বিম্পি নেতাদের বার বার দেখা যাচ্ছে। এমন কি ইহুদির বাচ্চা ষড়যন্ত্রকারিদের সাথে দফায় দফায় এ টেবিলে বসা, এমনকি টেবিলে মদের বোতল থাকলেও কিছু বলা যাবে না। কারন বিম্পি-জামাত সাচ্চা ইসলামপন্থি দল।
এসবই আপনার কাছে তিল? কিছুই বলা যাবে না।
১১| ৩০ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৮
নতুন বলেছেন: এই কাহিনি গুলিও সিনেমার কাহিনির মতনই লাগে।
১২| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৫৬
মহা সমন্বয় বলেছেন: বিবিসির এই মিথ্যা উদ্দ্যেশ্যপ্রোনিত নিউজের তীব্র ধিক্কার জানাই।
৩১ শে মে, ২০১৬ সকাল ১০:৩৪
হাসান কালবৈশাখী বলেছেন:
BBC এর আগেও জেনেশুনে ইচ্ছাকৃত মিথ্যা উষ্কানিমুলক প্রতিবেদন ছাপিয়ে দেশে ধর্মিয় দাংগা বাধানোর চেষ্টা করেছিল।
ভাড়াটে লবিষ্টদের কালো হাত BBC পর্যন্ত পৌছেছে। কুচক্রিরা ইকোনমিষ্ট, নিউইয়র্ক টাইমসে ফরমায়েসি প্রতিবেদন ছাপাতে পারলে BBC তে পারবেনা কেন?।
হ্যা, BBC কদিন আগেই চরম ধর্মিয় উষ্কানিমুলক একটা ফরমায়েসি প্রতিবেদন ছাপিয়েছিল।
BBC এটা নিজ দেশে এটা কখনোই পারতো না। একটা শিশুবাচ্চার কথা ("তোর আল্লাহও নাপাক" ছাপিয়ে দিয়ে ধর্মিয় উষ্কানি দিতে আইন এলাও করত না।
সাংবাদিকতার নিতিমালায় গালিগালাজ, কুমন্তব্য শুনলেও ছাপা হয় না ইংগিতে লেখা হয়। কিন্তু বিবিসি সরাসরি সম্পুর্ন বাক্য ছেপে দিল। নৈতিকতা কোথায়? এছাড়াও অপ্রাপ্তবয়ষ্কদের কথা গুরুত্ত দিতে নেই। প্রচলিত আইনেও অগ্রহনযোগ্য। ইসলামি আইনেও প্রাপ্তবয়ষ্ক দুই শাক্ষি লাগে। কিন্তু এই রাস্তার শিশুবাচ্চার 'ভয়ানক কথাটি' সরাসরি ছাপিয়ে দেশে পাকিস্তানের মত পুড়িয়ে হত্যা, ভয়াবহ দাংগা বাধানোর কুচক্রিদের পরিকল্পনা বাস্তবায়ন করে। এখন BBC 'আমারদেশ' পত্রিকার মত মাদার োদ মাহামুদুরের ভুমিকা রাখছে।
এনিয়ে আমি একটা পোষ্ট দিয়েছিলাম - পড়ুন -
নিজ দেশে এটা কখনোই পারতো না BBC
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:০৫
মার্কোপলো বলেছেন:
আওয়ামী লীগ নিজের ছায়াকে ভয় পাচ্ছে?