নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় দুই পা হারানো বাবা শাহানূর বিশ্বাসের চিকিৎসার খরচ রাষ্ট্রকে বহন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট!
কেন? অপরাধটা তো রাষ্ট্র করেনি। রাষ্ট্র চিকিসার খরচ বহন করবে কেন?
এই অর্থ তো করদাতা জনগনের ট্যাক্সের পয়সা।
অপরাধ করেছে কয়েকজন ব্যক্তি।
ওই ঘটনায় করা মামলায় ১৬ আসামির মধ্যে তিনজন আগে গ্রেপ্তার হয়েছিল। ১৩ জন পরে আত্মসমর্পণ করে। টাকার জোরে গ্রেপ্তার হওয়া একজন জামিন নিয়ে বেরিয়ে গেছে, বাকিগুলোও বের হয়ে যাবে।
মাননীয় আদালত, অপরাধীদের জামিন না দিয়ে শাস্তি দেন।
আর শাহানূর বিশ্বাসের সুধু চিকিৎসার খরচ না, ক্ষতিপুরনও দিতে হবে আসামিদের, আসামিরা দিতে না পারলে ব্যাঙ্ক একাউন্ট দরকার হলে জমি ক্রোক করুন। রাষ্ট্রের নামে পাবলিকের উপর চাপিয়ে দিবেন না।
মুল ঘটনা।
গত ১৬ অক্টোবর ঝিনাইদহের কালীগঞ্জ থানার নলভাঙ্গা গ্রামে বখাটেরা নিজ মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতা শাহানূরকে পিটিয়ে গুরুতর আহত করে। আসামিরা প্রথমে লোহার শাবল দিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেন শাহানূরকে। পরে হাতুড়ি ও ছেনি দিয়ে হাঁটুতে আঘাত করেন। অন্যরা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পেটান। এতে শাহানূরের দুই হাটুর বলজয়েন্ট মারাত্মক ক্ষতিগ্রস্থ হয় রক্তক্ষরণ হয়। বিদেশে বা দেশে সঠিক স্থানে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা হলে এই পা রক্ষা করা সম্ভব ছিল।
পেশায় বর্গাচাষি শাহানূরের সেই সামর্থ ছিল না। সরকারি হাসপাতালে নিরুপায় ডাক্তারদের করার কিছু ছিল না, জীবন বাচাতে হতভাগ্য শাহানূরের দুটি পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
এতটা হতাস হওয়ার কিছু নেই
অপরাধীর শাস্তি হয় না বললে ভুল হবে। বিলম্বিত হলেও অনেকেরই সাজা হয়। বিলম্বিত, তবে মন্দের ভাল।
বঙ্গবন্ধু হত্যা।খুনিরা প্রকাশ্য ভাবে স্বীকার করার পরও দ্রুত শাস্তি দেয়া সম্ভব হয়নি। বংগবন্ধুর খুনিদের বিচার করে শাস্তি দিতে ২৫ বছর লেগে গেছে।
সাংবাদিক মানিক সাহার বিচারে লেগেছে এক যুগের বেশী।
২০০৯ এর পর শতাধিক মামলার বিচার শেষ হয়ে ফাঁসির রায় হয়েছে। যুদ্ধাপরাধীরা বাদেও ডজনের বেশী ফাসি দেয়া সম্ভব হয়েছে।
তবে মোটাটাকা ওয়ালাদের শাস্তি দেয়া কঠিন হয়ে গেছে।
বুশরা হত্যার মোক্ষম মোটিভ, আলামত প্রমান থাকার পরও ফালতু কারন দেখিয়ে উচ্চআদালত নিম্ম আদালতের দেয়া ফাঁসি ও কারাদন্ডের রায় বাতিল। আসামীরা খালাস।
বহুল আলোচিত Rid ফার্মাসিউটিক্যালের ভেজাল ঔষধ সেবন করে ২৮ টি শিশুর মৃত্যুর দায়ে আদালত Rid ফার্মার এমডি সহ সকল কর্মকর্তা কর্মচারীকে বেকসুর খালাস দিয়েছে! ভেজাল প্যারাসিটামল প্রস্তুত করে ২৮টি শিশু হত্যা করার পরেও একটি তুচ্ছ অযুহাতে মালিকসহ আসামীদের সবাইকে খালাস দিয়ে দিল আদালত।
এর আগে অস্ত্র হাতে খুনিদের সাথে খোসগল্প করা হাসাহাসি করা তাহামিদকে বিচার তো দুরের কথা সন্দেহই করা যায় নি।
মাহামুদুরের দুরভিসন্ধিতে পত্রিকার প্রথম পাতাজুড়ে বানোয়াট ব্লগটির কন্টেন্ট ছাপিয়ে পরিকল্পিত সহিংসতা ছড়িয়ে ৩০০ লাশ বানানো পাপিষ্ঠ মাহামুদুরকেও ছেড়ে দিতে হল।
২| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: এইবার রাষ্ট্র আসামীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার ব্যবস্থা গ্রহণ করুক।
৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
রাষ্ট্র আসামীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে না।
রাষ্ট্র মামলা করে ... আদালত হুকুম দিলে পারে।
৩| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৩
আহা রুবন বলেছেন: রাষ্ট্র, আদালত কেন অপরাধীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে না? এই সংস্কৃতি আমাদের নেই। এখানে রাষ্ট্র তার দায় এড়াতে পারে না। নাগরিককে নিরাপত্তা দেবে রাষ্ট্র। তাই আদালত এই রায় দিয়েছে। রাষ্ট্রের ক্ষতিপূরণ দেয়াটা প্রতীকী হোক আর অপরাধিরটা হোক ক্ষতিপূরণের চেষ্টা।
০১ লা ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
মামলা সঠিক ভাবে চললে প্রচলিত আইনে ক্ষতিপূরণ না পাওয়ার কোন কারন নেই।
রাষ্ট্র তার দায় এড়াতে পারে না, এটাও সত্য। কারন শিক্ষা ও পর্যাপ্ত স্বাস্থসেবা মানুষের নাগরিক অধিকার
৪| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্যতিক্রম থাকতেই পারে। আবার এটাও ঠিক সবাইকে সাহায্য করাও যাবে না...
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪
শামীম সরদার নিশু বলেছেন: অনেক কিছু জানলাম আপনার পোস্ট থেকে।
ধন্যবাদ একটি সুন্দর পোস্ট দেওয়ার জন্য।
আমি ব্লগে নতুন, পাশে আছি, পাশে থাকবেন।
২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ৩:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ। ব্লগে স্বাগতম।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: সবাই অপরাধী।
রাষ্ট্র কিংবা সেই রাষ্ট্রের মানুষ।