নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
কিসের হরতাল?
রামপাল বাদে বাকি অন্যান্ন পরিবেশ সেক্টরে কবে ওরা পরিবেশ সচেতনতা দেখাইছে?
রামপাল ছাড়া দেশের অন্য একটি দুষনের বিরুদ্ধে আমরা কখনো তাদের কোন রিএকশান দেখেছি?
১। গাড়ীর কালধোঁয়া, অন্যান্ন সভ্য দেশে গাড়ীর একজষ্ট পাইপে বাধ্যতামুলক ক্যাটালাইটিক কনভার্টার লাগাতে হয় বছরে একবার এমিশন টেষ্টে পাশ করতে হয়।
আমাদের দেশে হাজার হাজার গাড়ী প্রতি বছর যোগ হয়ে যানজট বাড়াচ্ছে,
কবে এদেশে যানবাহনের কালোধোয়ার বিরুদ্ধে আন্দোলন হয়েছে?
ক্যাটালাইটিক কনভার্টার এর নাম শুনেছে বামাতি-জামাতিরা?
২। ফ্রিজ এসি ব্যাবহার করি, কিন্তু রেফ্রিজারেন্ট গ্যাস CFC নিষিদ্ধ করা উচিত, ভাবি না। (অন্যান্ন সভ্য দেশে CFC নিষিদ্ধ। বিকল্প HFC ও HCFC ও ক্ষতিকর বলে নিষিদ্ধের সুপারিশ) হরতাল ওয়ালারা কি এসবের খবর জানে?
শুশিল লোকদের মোটা চামড়া ঠান্ডা করতে এখনো ৯০% এসিতে নিষিদ্ধ Freon R-22 গ্যাস ব্যাবহৃত হচ্ছে। যা CFC.
(মন্ট্রিয়েল প্রটকলে ২০০ দেশ স্বাক্ষর করলেও ভারত, চীন বাংলাদেশ সহ অনেক দেশ এখনো নিষিদ্ধ CFC ব্যাবহার করে যাচ্ছে।)
CFC নিষিদ্ধ করার আন্দোলন কবে হয়েছে এদেশে? কয়টা হরতাল হয়েছে?
৩। দেশের সব নদী দুষিত হয়ে সুয়ারেজ ট্যাঙ্কে পরিনত হচ্ছে, চোখের সামনে বুড়ীগঙ্গা নদী পৃথিবীর বৃহত্তম গুয়ের ট্যাঙ্কে পরিনত হল!
এজাবৎ বামাতি-জামাতিরা কখনো বুড়ীগঙ্গা তীরে ড্রেনের মুখে ইটিপি লাগানোর দাবী করেছে শুনেছেন? নদী বাচাতে কবে হরতাল হয়েছে?
গাড়ীর কানফাটানো হাইড্রলিক হর্ন . ...
নগর কেন্দ্রে হাজারিবাগ ট্যানারি ..
পলিথিন ব্যাগে সারাদেশ সয়লাব হয়ে যাওয়া ... ইত্যাদি .. ইত্যাদি ...
এসবের জন্য কবে কয়টা হরতাল হয়েছে ভাই?
২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৭
হাসান কালবৈশাখী বলেছেন:
অন্যগুলো ব্যাবহার কমাতে নিয়ে এজাবৎ কেউ কোন দাবি করে নি। কখনো কেউ কথা বলেনি। এখনো বলবে না।
এরসাথে বিদ্যুৎ উৎপাদনের ব্যাপার না থাকলে রামপাল নিয়ে কোন আন্দোলন হতই না।
শেখ হাসিনা এখন এইসব ফালতু অবান্তর কোন কথা শোনার প্রশ্নই আসে না।
২| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৭
ঢাকাবাসী বলেছেন: আপনার সা্থে একমত। পলিথীণ ইটের ভাটা গাড়ির কালো ধোয়া নদি দূষন নিয়ে কেউ কোন কথা বলেনা!
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০১
পদ্মপুকুর বলেছেন: একটা কিছু নিয়ে তবুতো আন্দোলন হচ্ছে, গ্লাসের অর্ধেকটা ভর্তি দেখতে চেষ্টা করি...
২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
মতলবি আন্দোলন।
কয়লার চেয়েও শতগুন গুরুতর ক্ষতিকর CFC ও বিকল্প HFC ও HCFC এবং যানবাহনের কালোধোয়া ইত্যাদি নিষিদ্ধের দাবি না করে ফালতু মতলবি আন্দোলন করে বাংলাদেশ বিরোধী 'একটি মহলের' এজেন্ডা বাস্তবায়ন করছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
আপনি চান যে, রামপালের সাথে সাথে অন্যগুলো নিয়েও কথা বলুক, এই তো?
আমার মনে হয়, শেখ হাসিনা এখন কারো কোন কথা আর শুনবেন না; উনি এমন এক পর্যায়ে গেছেন যে, সেখানে শুধু তিনি আছেন।