নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি দু-দুবার আটকে গেছিল আদালতের রায়ে।
এইবার আটকাইলো স্বাস্থ্যনীতি বিল।
যুক্তরাষ্ট্রের জনপ্রীয় এফোর্ডেবল স্বাস্থ্যনীতি বহুল আলোচিত "ওবামা কেয়ার" বন্ধ করে নতুন একটি গরিব মারা কর্পোরেট বান্ধব স্বাস্থ্যনীতির বিল পাস হওয়ার কথা ছিল আজ (২৪ মার্চ)।
কিন্তু ৫২ মিলিয়ন ইন্স্যুরেন্স বাতিল হলে অর্থনীতি কোন দিকে ধস নামবে কেউ বলতে পারবে না, প্রস্তাবিত নতুন স্বাস্থ্য বিলটি প্রতিস্থাপন করতে হিমসিম খেয়ে অত্যন্ত জটিল বিধায় বিলটি সংসদ থেকে তুলে নিয়েছে ট্রাম্পের দল রিপাবলিকানরাই। রাজনীতি অনভিজ্ঞ ট্রাম্প পাগলামি করলেও অভিজ্ঞ মার্কিন লমেকাররা তো আর পাগল হতে পারে না।
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি, স্বাস্থ্যনীতি ভেস্তে যাওয়ায় প্রমানিত হলো যে - আরো নব্য হিটলার আসলেও মানবতা, গনতন্ত্র, ন্যায়বিচার আমেরিকায় আরো বহুদিন অটুট থাকবে।
২৫ শে মার্চ, ২০১৭ রাত ৮:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ।
আমরা মুখে আমেরিকাকে হারামি বললেও এখানে আসলে বোঝা যায় মানবতা, গনতন্ত্র, ন্যায়বিচার এখানে অনেক উচ্চে।
২| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৪
কানিজ রিনা বলেছেন: ময়লার ট্রাক নীতি দুরহোক,
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ময়লার ট্রাক .... বালুর ট্রাক .. আরো কিছুদিন থাকবে ... ...
৩| ২৫ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
কিছু কিছু দরকারী বিষয় বুঝার চেস্টা করছেন আপনি, ভালো।
২৬ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি যতটুক জানি বুঝি ততটুকুই লিখি।
আপনি বুঝেও হঠাৎ উলটা দিকে হাটা দেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০০
সুমন কর বলেছেন: মানবতা, গনতন্ত্র, ন্যায়বিচার আমেরিকায় আরো বহুদিন অটুট থাকুক.......