নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বিচারপতি ছুটিতে, বাংলাদেশী পাকিস্তানীদের কান্নাকাটি কেন?

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৮

উনি ছুটি না নিলে দেশের এমন কি াল উদ্ধার কইরা ফালায় দিতেন?
ঈদের সময়েও তো দেখেছি উনি রাষ্ট্রপতির সাথে হাসিমুখে, শেখ রেহেনার সাথে পর্যন্ত খোশআলাপে মসগুল ছিলেন।
ওনার যা দেয়ার তা দেয়া হয়ে গেছে, উনি পাকি স্টাইলে করবেন! এতটা আশা করা উচিত না।
এটা পাকিস্তান না। এটা বাংলাদেশ!
এটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। উনি ছুটিতে গেলেও কিছুনা, না গেলেও কিছুনা।

ফাইনাল রায়ে বিচারপতিদের অপসারন ক্ষমতা যার কাছেই থাকুক, প্রকৃত বাস্তবতা হচ্ছে এদেশে বিচারপতিদের অপসারন হয় না,
৯০এ সব সামরিক সরকার বিদায়ের পর আর কখনোই বিচারক বর্খাস্ত হয়নি।
বংগবন্ধু হত্যামামলার আপিল শুনানি করতে তালবাহানা, মাসের পর মাস কালক্ষেপন, শুনানি সুরুর আগে জজসাহেব 'বিব্রত' ... পরে পরবর্তি জজও 'বিব্রত' ... এরপর শুনানি করতে সরাসরি অস্বীকৃতি। বিক্রুদ্ধ আওয়ামী সমর্থকরা লাঠিমিছিল করলেও আওয়ামী সরকার সেই
ইচ্ছাকৃত কালক্ষেপনকারি জজদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়নি, এদের কালক্ষেপনে আওয়ামীলীগের টার্ম শেষ হয়ে গেছিল।

পরে ক্ষমতায় এসে আওয়ামী সরকার সেই ইচ্ছাকৃত বিলম্বকারি বেয়াদব জজদের বিরুদ্ধে কোন ব্যাবস্থাই নিতে দেখা যায় নি।, বরং চাকুরি পদন্নতি সাভাবিক গতিতেই হয়েছে। এমনকি তাদের দুজনকে প্রধান বিচারপতি হতেও কোন বাধা দেয়া হয়নি।
২০০৫ এ জালসনদ ধরা খাওয়ার পরও জজ বর্খাস্ত হয়নি। তবে ২০০৭ এ তত্তাবধায়ক সরকার ক্ষমতায় আসলে সেই জাল সনদের জজসাহেব বাসা ছেড়ে পালিয়ে গেছিল, তাকে আজও খুজে পাওয়া যায় নি, এরপরও কাগজে কলমে চাকুরি বহাল।

ড্রয়িং রুম শো-ডাউন, প্রেস ব্রিফিং, বিবৃতি, ...
এখন পিছনের দরজা খোঁজা .. খুজতে খুজতে .. কান্নাকাটি ...

মন্তব্য ৪৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: সময়ই বলে দিবে সব। সবাই বলছে ছুটির নামে তাকে সরায় দিল। আমিও দ্বিধায় আছি। প্রধান বিচারপতিকে অপসারণ করা এত সহজ! তাকে সরাতে হলে আম্লীগ কি যুক্তি দিবে! সেটা তো ধোপে টিকবে না।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:


বর্তমান আওয়ামী লীগ সাপোর্টারদের মাঝে হয়তো আপনিই সবচেয়ে যোগ্য ব্যক্তি; তবে, আপনার কথাবার্তা 'মধুর ক্যান্টিনের গ্রাজুয়েটের' মতো; আপনি বাংলাদেশকে একটা দেশ হিসেবে গণ্য করেন না, আপনার কথায় মনে হয়, এটা আপনার জমিদারী।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
অনেকেরই পাকিদের মত ভাবনা চিন্তা
তবে এটা পাকিস্তান নয়। এটা বাংলাদেশ!

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:২০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এনাদার স্যাভেজ কমেন্ট বাই গাজী আংকেল। =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
কান্নাকাটি করে লাভ নেই।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


২৬ লাখ সরকারী কর্মচারীর মাঝে, গড়ে ১০/২০ হাজার ছুটিতে থাকেন; সেটা নিয়ে ব্লগারদের মাথা ব্যথা নেই; শধুমাত্র বিচারপতির ছুটি নিয়ে যখন মাথাব্যথা দেখা দিচ্ছে, নিশ্চয় এর পেছনে লজিক আছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ওনার কাছে বাংপাকিদের কি প্রত্যাশা ছিল?
আপনার লাজিক নিয়ে না হয় পরে আলাপ করা যাবে।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:২৮

নতুন বলেছেন: দেশের প্রধান বিচারপতিকে যদি আপনার কাছে এতটাই অযোগ্য মনে হয়?

তাকে যদি তাড়ানোর জন্য ছুটিতে পাঠানো হয়ে থাকে তবে আপনার মন্তব্য কি?

সরকার যখন দেশের প্রধানবিচারপতিকে ছুটিতে(তাড়িয়ে) দিতে পারে তবে কি দরকার সেই রকমের সরকারকে গনতন্ত্রান্তিক সরকার বলবেন?

বলুন... শেখের তালুক!

দল যাই করুক তাই সমথ`ন করাকে দলকানা বলে...

যদি প্রধানবিচারপতি ছুটিতে যায় তবে ভালো... নতুবা সরানো হলে অবশ্যই এটা খুবই খারাপ কাজ করেছে সরকার।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
না বুঝে কথা বলবেন না।
ওনার চাকুরি আছে আর ২ মাস। এক মাস ছুটি নিতেই পারেন।

কোন বিচারক বা জেনারেলদের কাছে অবৈধ ফরমায়েস আশা না করাই উচিত।
যারা কোন কিছুর বিনিময়ে তাকে নোংড়া ফরামায়েস দিয়েছিল, শুশিলরাও অনুরোধ করেছিল।
সেটা বাস্তবায়ন সম্ভব নয় বলে উনি নিজেই ছুটিতে গেলেন।
দেশে ২৭ টি টিভি চ্যানেল ৫০ এর অধিক পত্রিকা এত উম্মুক্ত স্থানে কাউকে জোড় পুর্বক কিছু করানো অসম্ভবের উপর অসম্ভব।
একজন টোকাইকেও জোড়পুর্বক কিছু বলানো সম্ভব না।
যারা এসব ভাবছে তাদের একচোখ না, দুচোখই কানা।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৯

চাঁদগাজী বলেছেন:


প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সব মন্ত্রী শেখ হাসিনার আদেশে হয়েছে, উনি না চাইলে থাকবে না; শেখ হাসিনার কথাকেই প্রতিস্ঠিত করার জন্য উনাদের নিয়োগ দেয়া হয়েছে; উনারা সরকার প্রধানের কথা না শুনলে সরায়ে দেয়া হবে, রিজাইন করতে বলা হবে; তা'হলে দেশবাসীর কাছে শেখ হাসিনা পরিস্কার থাকলেন; ম্যাঁও প্যাঁও অসুখ বিসুখের দরকার কি?

সরকারের নিজস্ব এজেন্ডা আছে; কারো অন্য এজেন্ডা থাকলে, তারা ক্ষমতায় এসে তা কার্যকরী করবে, সোজা ব্যাপার

০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
কারো অন্য এজেন্ডা থাকলে, তারা ক্ষমতায় এসে তা কার্যকরী করবে।
ম্যাঁও প্যাঁও বন্ধ হোক

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ২:৫৩

কলিমুদ্দি দফাদার বলেছেন: বাপের বেটি শেখ হাসিনা, তার ব্যক্তিত্বর কাছে সবাই পরাজিত কিছু দলীয় নেতাকর্মী আর ছাএলীগ বাদে।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিচারপতি অসুস্থ হয়ে ছুটিতে, তারেক রহমান অসুস্থ হয়ে লন্ডনে। চলছে, চলবে, চলবেই...

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিচারপতি একমাস ছুটিতে।
কিছু বিরোধী রাজনৈতিক এমন ভাব নিচ্ছে যে উনি গুম হয়ে গেছে বা তার চেয়ে বড় কিছু।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৩:০৫

নতুন বলেছেন: লেখক বলেছেন:
না বুঝে কথা বলবেন না।
ওনার চাকুরি আছে আর ২ মাস।


একটু ভদ্রতা করে মন্তব্য করা উচিত। আমি বুঝে বলেছি না বুঝে বলেছি সেটা আমাকে না বোঝালেও চলবে। :)

আমি কোন উপসংহারে যাইনি। কিন্তু আপনি অনেক কিছুই প্রমান ছাড়াই অভিযোগ করে যাচ্ছেন।
দেশে ২৭ টি টিভি চ্যানেল ৫০ এর অধিক পত্রিকা এত উম্মুক্ত স্থানে কাউকে জোড় পুর্বক কিছু করানো অসম্ভবের উপর অসম্ভব


এতো নজররের পরেও জেনারেলের কথায় এতো সব হয় কিভাবে?

আপনি বলুন যদি সত্য বলার অভ্যাস থাকে<<< এটা কি দলের চাপে উনি করছেন না কি নিজের ১ মাসের ছুটি বাকি আছে সেটা নিয়ে নিচ্ছেন???

দলের চাপে যদি করে থাকে তবে সেটা কি ঠিক করেছে দল?

গনতান্ত্রিক বলে গলাবাজী করা দল যদি সত্যি প্রধানবিচারপতিকে ছুটি নিতে বলে তবে সেটা কি ঠিক?

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথমেই সরি বলে নিচ্ছি।
আপনি পুরাতন ব্লগার, বুঝদার মানুষ। ভাল লেখেন।

এটা কি দলের চাপে উনি করছেন? না কি নিজের ১ মাসের ছুটি বাকি আছে সেটা নিচ্ছেন? দলের চাপে যদি করে থাকে তবে সেটা কি ঠিক?

সরকারি দল আওয়ামীলীগের একটা প্রবল চাপ ছিল সত্য, একচুয়ালী সে ধরনের চাপ অবস্যই না। সেটা তিরষ্কার বা তীব্রনিন্দা।
যে যাই বলে থাকুক সেটা পদত্যাগ বা বর্খাস্ত করার মত কোন চাপ ছিলনা।
মুল রায়ে মুলত কোন আপত্তি ছিলনা। আপত্তি ছিল সুধু পর্যবেক্ষনের দুএকটি অবান্তর অপ্রয়জনীয় অংশ।
আওয়ামীলীগের নেতারা গোপন কোন চাপ বা দাবী জানায়নি, পর্যবেক্ষনের আপত্তিকর অংশ নির্দিষ্ট ভাবে তুলেধরে প্রকাস্য সোচ্চার ছিল। শুশীলদের মত মুখে এক অন্তরে সুধু আরেকই না, সেই কথা উচ্চারনযোগ্য না।

সরকারি দল ওনাকে জোড়পুর্বক সরিয়ে দিলে কি লাভ? উনিতো এমনিতেই দুমাস পর থাকছেন না।
উনি এই দুমাসে দেশ উলটে ফেলতেন, এমনটা আশাকরা আহাম্মকি ছাড়া কিছু না।
আর বিচারকরা ছুটিতে এমনকি অবসরের পরও ৬ মাস পর্যন্ত রায় লিখতে পারেন।
যদিও ওনার কোন মামলা বা রায় পেন্ডিং নেই।
এরপরওওরা (অপশক্তি) এখনো অধৈর্য না হয়ে আরো ৮ মাস বুকে আশানিয়ে থাকা উচিত।

ওনার উপর বড়সড় চাপ একটা ছিল নিশ্চিতই।
সেটা যুদ্ধাপরাধীদের পরিবার ও লন্ডন ভিত্তিক অপশক্তিদের।
সাকা-মিরকা রায়ের আগে যুদ্ধাপরাধীদের পরিবার ও লন্ডন ভিত্তিক ছাগুচিফদের সাথে মিটিং করেছিলেন।
আপনি বলেন - রায়ের আগে গোপনে আসামীপক্ষের সাথে কথাবলা বিচারপতির নৈতিকথা কোথায়?

এখন এসব বিভিন্ন চাপে অস্থির হয়ে উনি নিজের সিদ্ধান্তেই ছুটিতে গেলেন। এটা আমার নিজস্য মত।
ধন্যবাদ।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৬:৩৭

প্রশ্নবোধক (?) বলেছেন: প্রধান বিচারপতি ছুটিতে গেছেন (!)

কি মন্তব্য করব নিজেই ভেবে পাইনা। বিএনপি কি উদবিড়াল নাকি বুঝিনা, দুই একটা সরকারবিরোধী কথা বলল আর সে তাদের বন্ধু হয়ে গেল। এখন উনার জন্য কয়েকটা দিন কথা-বার্তা চলবে।

আমাদের ভাল করেই জানা উচিত যে দেশে এখন সামান্য একটা পিয়েনর চাকরীও স্বাভাবিক প্রক্রিয়ায় হয়না। মাল্লু+দল

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ ভোর ৬:৫৫

মলাসইলমুইনা বলেছেন: গণতন্ত্রের জন্য একটু কান্না আসতে চাইছিলো, প্রধান বিচারপতি ক্যান্সার আক্রান্ত এটা শুনেও মনটা খারাপ হতে চাইছিলো | কিন্তু আপনার বজ্র গর্জনের পোস্টে দেখে কোনো কান্নাই আর এলোনা (নট এ সিঙ্গেল ড্রপ অফ অশ্রু) বয়োবৃদ্ধ বিচারপতির জন্যও মন খারাপ হবার কথা মনে এলো না | আমি চুপ -টোটালি স্পিকটি নট হয়েই থাকলাম | এতে কারো কোনো ক্ষতি হবে না | আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না | আমি গুরুত্বপূর্ণ কোনো ডিসিশনও নেই না দেশের জন্য | কিন্তু এই ক্যান্সার কাণ্ডের জন্য যদি ভবিষ্যতে ন্যায় বিচার না হলেও কোনো বিচারপতি চুপ থাকেন তবে সেদিন দেশের, দেশের গণতন্ত্রেরই ক্ষতি হবে | সেদিন যদি আওয়ামীলীগ ক্ষমতায় থাকে তাদেরও সুনাম তাতে বাড়বে না এটা নিশ্চিত | আবার আওয়ামীলীগ যদি কোনোদিন ক্ষমতায় না থাকে, তখন আজকের ঘটনা (প্রধান বিচারপতির ছুটি সংক্রান্ত) -এর মতো কিছু ঘটলে সেদিন কিন্তু আওয়ামিলীগই ভুগবে বেশি | এটা বলার জন্যই মন্তব্য !!

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আওয়ামিলীগই ভুগবে বেশি?
ভুগার সময়ইতো পাবে না। রহিঙ্গাদের মত সবার দেশ ছেড়ে পালাতে হবে ...

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪০

নিরাপদ দেশ চাই বলেছেন: বিচারপতি ছুটিতে গেছেন , কেন গেছেন সেটা বিচারপতির মুখ থেকে শুনঅতে চাই। সরকারী দলের লোকদের মুখ থেকে নয়।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
মুলত বিচারপতির মুখ থেকে শুনতে চায়, উনি সত্যই কবে দেশ উলটে দিচ্ছেন!
ফরহাদমাঝারের মুখথেকেও অনেকে কিছু শুনতে চেয়েছিলেন, উনি আর মুখ খুলেন নি।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৮

চাঁদগাজী বলেছেন:


কলিমুদ্দি দফাদার বলেছেন, "বাপের বেটি শেখ হাসিনা, তার ব্যক্তিত্বর কাছে সবাই পরাজিত কিছু দলীয় নেতাকর্মী আর ছাএলীগ বাদে। "

-ভালো করে হিসেব করলে বুঝা যাবে যে, জাতির স্বপ্নও উনার কাছে পরাজিত হচ্ছে; সেই অভিযোগ আসবে একদিন।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯

হাসান কালবৈশাখী বলেছেন:
সাকা-মিরকা রায়ের আগে লন্ডনে যুদ্ধাপরাধীদের পরিবার ও ছাগুচিফদের সাথে মিটিং করেছিলেন।
ইহাই নব্য ছাগীয়তাবাদি জাতির স্বপ্ন!
একজন মুক্তিযোদ্ধা দাবীকরা লোক ছাগুস্বপ্নে বিভোর থাকা দুর্ভাগ্যজনক অধপতন।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৭

কলিমুদ্দি দফাদার বলেছেন: চাঁদগাজী বলেছেন: ভালো করে হিসেব করলে বুঝা যাবে যে, জাতির স্বপ্নও উনার কাছে পরাজিত হচ্ছে; সেই অভিযোগ আসবে একদিন।

এইসব কথা এখন বলেছেন তো ব্লগের চেতনাবাজরা আপনাকে রাজাকার, জামার শিবির সীল মেরে দিবে। আপনি মুক্তিযোদ্ধা নাকি দেখার টাইম নাই, সার্থের কাছে সব পদদলীত। শান্তিতে নোবেল ঘোষনা হবে, পেয়ে গেলে দেখেন কি নাটক হয়??

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এইরকম আদর্শ হারানো মুক্তিযোদ্ধা দেশের কোন উপকার নেই
উনি সাকা মোজা নিজামীদের মল পরিচ্ছন্নতাকারি ও অশিক্ষিত খাম্বাচোরাদের কাছে বড় স্বপ্ন আশা করছেন।
ওনারা নাকি জাতিকে শিক্ষিত বানাবে!
সেটা মুজিব বা মুক্তিযোদ্ধাদের স্বপ্নের চেয়েও বড় স্বপ্ন।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯

মোঃ তানজিল আলম বলেছেন: প্রধান বিচারপতি ক্যান্সারে নয়, সম্ভবত বাকরুদ্ধ রোগে আক্রান্ত।

কেননা, তার ছুটির খবর, বিয়ের খবর, অবসরের খবর, টাকাপয়সার খবর, দুর্নীতির খবর, ক্যান্সারের খবর সবকিছুই আমাদের মন্ত্রীদের দ্বারা প্রকাশ পায়।
মন্ত্রীরাই বিচারকের এসিসট্যান্ট এর দায়িত্ব পালন করতেছেন কিছুদিন ধরেই। অথচ এরাই বেশ কিছুদিন পুর্বে ওনার গুস্টি উদ্ধার করে ফেলেছিলেন প্রায়। :P


{আপনার ব্যাক্তি আক্রমন সহ্য করার জন্য প্রস্তুত আছি। যা খুশি বলতে পারেন। :`> }

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:০২

জ্বলন্ত আলো বলেছেন: চাকরীর মেয়াদ আছে দুমাস। তার আগে একমাসের ছুটি। আপনার কাছে পাকিস্তানি কান্নাকাটি মনে হলেও ব্যাপারটা তা না। বোধহয় আপনি বাংলাদেশে ছিলেন না। বা হয় অন্ধ আওয়ামীলীগার।

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি অন্ধ আওয়ামীলীগার।
এসব পাকিস্তানি কান্নাকাটি না খাটি বংলাদেশী। মেনে নিলাম।

আপনি এখন বুকের পাটা থাকলে আমার প্রশ্নের স্পষ্ট জবাব দেন।

এই এক মাসের ছুটি না নেয়া হলে এই দুমাসে ওনার কাছে কি চেয়েছিলেন? এখন কি চাছেন?
আপনাদের পক্ষে ওনার বেঞ্চে কোন মামলা পেন্ডি আছে?
অন্য কোন মামলা চলমান আছে?
কোন রায় অসমাপ্ত রেখে গেছেন? বা কোন 'কাজ' অসমাপ্ত রেখে গেছেন। কাজটা কি?
কথা না ঘুরিয়ে স্পষ্ট জবাব চাই।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২২

নতুন বলেছেন: আমি জনগন হিসেবে চাই যেন কোন দল একছত্র ক্ষমতা পেয়ে দানব না হয়ে যায়।

শেখ হাসিনা সাহসী কিন্তু গনতান্ত্রীক মনভাবের না। দেশে রাজতন্ত্র চলছে....

বিএনপি এবং তার চামচা গুলি চায় রাজতন্ত্র কায়েম থাক.... এখন আয়ামীলীগও চাইছে রাজতন্ত্র চালিয়ে যেতে....

যেটা জনগন হিসেবে আমি মেনে নিতে পারিনা।

প্রধানবিচারপতিকে সরিয়ে দিতে হবে এমন মনভাব দলের কখন থাকে??????? যখন দল সেই রকমের ক্ষমতা হাতে পেয়ে যায়।

জনগন হিসেবে বিচারব্যবস্হা একটা নিরাপদ যায়গা যেখানে জনগন সরকারের বিরুদ্ধে বিচার চাইতে পারে এবং প্রধানবিচারপতি সেটা জনগনকে দিতে পারবেন সেই বিশ্বাস জনগনের থাকা উচিত।

কিন্তু আপনি আয়ামীলীগের কমী` যখন মনে করেন প্রধানবিচারপতি কি ''াল'' ফেলবেএবং দল তাকে সরিয়ে দেয়ার ক্ষমতা রাখে তখন বাংলাদেশ যে আর গনতান্ত্রীক দেশ নাই সেটাই প্রমান করে।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
আমিও চাইনা কোন দল একছত্র অসিম ক্ষমতা পেয়ে দানব হয়ে যায়।

তবে শেখ হাসিনার নেতৃত্বে শাসক দলকে রাজতন্ত্র বা দালব মনে হয়নি কখনো। সরকারের সিদ্ধান্ত বিভিন্নসময় ত্ররুটিপুর্ন হলেও বেশিরভাব কাজকর্ম এখন পর্যন্ত সন্তোষজনক।
বিরোধী দলের নেতারা লাইভ বকৃতায় সরকারকে উলংগ সমালোচনা করে যেতে পারছে। নুরুলকবির, আসিফনজরুলরা ঘন্টার পর ঘন্টা মিথ্যা গলাবাজি করে যাচ্ছে। লাইভ টিভিতে মৌদুদ বলছিল -
'প্রধান বিচারপতিকে জোড়পুর্বক গৃহবন্দী করে রেখেছে সরকার'।

আপনার কি মনে হয় খাম্বাচোর বিম্পি-জামাতশিবির ক্ষমতায় আসলে আপনার ধারনার চেয়ে বড় দানবের আবির্ভাব হবে না?
তখনতো রহিঙ্গাদের মত পালিয়েও কুল পাবেন না।

তবে সর্বশেষ সংবাদ -
এই ইশুতে বিম্পি-শুশীলদের জারি-জুরি অবশেষে সমাপ্ত হল।
"প্রধান বিচারপতি জোড়পুর্বক গৃহবন্দী" বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু।
এ কথা শোনার কয়েক ঘন্টা পর সিনহা বাবু নিজেই বাসভবন থেকে বের হলেন। বিম্পির উকিলনেতাদের সাথে কথা হল। পুজামন্ডপও ঘুরে আসলেন। ভেস্তে গেল সব স্বপ্ন।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭

নিরাপদ দেশ চাই বলেছেন: লেখক মুখ ফস্কে বলে ফেলছেন যে ফরহাদের মাঝারের মুখ থেকেও শুন্তে চেয়েছিলাম, কিন্তু উনি মুখ খুলেননি। প্রধান বিচারপতির ব্যপারটাও কি তাহলে সেই একই?

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৪

রানার ব্লগ বলেছেন: বেচারা কে কি একটু হাগু করার ও টাইম দেবে না। বেচারা না হয় ছুটি নিছে, পালিয়ে তো যায় নি ।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "একজন মুক্তিযোদ্ধা দাবীকরা লোক ছাগুস্বপ্নে বিভোর থাকা দুর্ভাগ্যজনক অধপতন। "

আমি নিজকে মুক্তিযোদ্ধা দাবী করিনি, আমি মুক্তিযোদ্ধা; মুক্তিযোদ্ধাদের স্বপ্ন আপনার থেকে বড় ছিলো; আসলে, শেখ সাহেব থেকেও অনেক বড় ছিলো!

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

মানুষ জিহাদ হাসান বলেছেন: লেখাটা দেখে মনে হয় কোন মন্চে বসে দেয়া রাজনৈতিক বক্তব্য।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

মলাসইলমুইনা বলেছেন: ঠাট্টা করলেন ! কিন্তু রাজনৈতিক দলগুলো (আমরা দলবাজ সমর্থকরাও) এই মারামারি করতে করতে কবে যে আমাদের দেশটাই পুরো ধ্বংস করে ফেলবে ! তখন মনে হয়, শুধু আওয়ামীলীগ বা বিএনপি নয়, সবাইকেই দেশ ছেড়ে পালাতে হবে ! ধ্বংস হয়ে যাওয়া দেশটাই শুধু পিছে পরে থাকবে | এই ভয়টা আমি সব সময়ই করি !

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

জ্বলন্ত আলো বলেছেন: আমার কাছে লেখকের প্রথম প্রশ্ন: এই এক মাসের ছুটি না নেয়া হলে এই দুমাসে ওনার কাছে কি চেয়েছিলেন? এখন কি চাছেন?
‍উত্তর: ‍ প্রধান বিচারপতি ‍এই দুই মাসে তার রুটিন অনুযায়ি যা করার কথা তাই করবে। ‍এর বাইরে কিছু নয়। ‍এখন ‍আমার প্রশ্ন: কিসের ভয়ে আপনারা তাকে ছুটিতে পাঠিয়েছেন ? ‍কথা না ঘুরিয়ে স্পষ্ট ‍উত্তর দিবেন।

দ্বিতীয় প্রশ্ন: আপনাদের পক্ষে ওনার বেঞ্চে কোন মামলা পেন্ডি আছে?
‍উত্তর: যে মামলার কারণে তাকে ছুটিতে পাঠিয়েছেন সেই মামলার রিভিউ ‍এখনো বাকী ‍আছে। তা ‍এই দু মাসেই নিষ্পত্তি সম্ভব। ‍এছাড়াও ১৫৩ জনের বিনাপ্রতিদ্বন্দ্ধীতায় নির্বাচিতের বৈধতা চ্যালেঞ্জের মামলাটি শুনানির কথা ছিলো। ‍এছাড়া ‍আরো মামলা ছিলো। ‍উল্লেখযোগ্যগুলো দিলাম। যেগুলো সরকারের সমস্যার কারণ হতে পারে সেগুলো দিলাম।

তৃতীয় প্রশ্ন: অন্য কোন মামলা চলমান আছে?
উত্তর: ‍আমাদের দেশে প্রচুর মামলা হয়। তাই হাইকোর্টেও অনেক মামলা রয়েছে। ‍এই সময়ে যদি তিনি কোন শুনানি করেন বা মামলা নিষ্পত্তি করেন তাহলে দেশেরই ‍উপকার হবে। ‍আপনার কোন ক্ষতি ‍আছে কিনা সেটা বলবেন?

চতুর্থ প্রশ্ন: কোন রায় অসমাপ্ত রেখে গেছেন? বা কোন 'কাজ' অসমাপ্ত রেখে গেছেন। কাজটা কি?
‍উত্তর: এই প্রশ্নের ‍উত্তর ‍উপরের উত্তরে রয়েছে।

মোদ্দা কথা হলো- ‍এস কে সিনহা হলো ‍আওয়ামী কোটায় হাইকোর্টের বিচারপতি হয়েছেন। ‍এবং প্রধান বিচারপতিও ‍একই কোটায় হয়েছে। ‍এরপরও সে ষোড়শ সংশোধনীতে যে পর্যবেক্ষণ দিয়েছেন। তাতে ‍আওয়ামী সরকার যে ক্ষিপ্ত হয়েছে সেটা তো ‍আর গোপন নয়। ‍এ কারণে ‍এখন ‍আর তাকে বিশ্বাস করতে না পারায় তাকে ছুটিতে পাঠিয়েছেন। ‍এটা দিবালোকের ন্যায় সত্য। ‍এমনকি ভারতীয় পত্রিকায় ‍এসকে সিনহার পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছে বলে খবর বেরিয়ে ছিলো। কিন্তু ‍এই বিশ্বাসী মানুষটি হঠাৎ অবিশ্বাসী হওয়ায় তার ‍এই ছুটি। সবথেকে ‍আসল কথা খুব বেশি বিশ্বাসী লোক অবিশ্বাসী হলে অবিশ্বাসটা অনেক বড় হয়ে দাড়ায়। ‍আর সেটাই হয়েছে ‍এসকে সিনহার বিষয়ে। ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি আমার প্রশ্নের জবাব না দিয়ে উলটো প্রশ্ন ছুড়ে দিচ্ছেন ...

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

এম আর তালুকদার বলেছেন: হায়রে বিচারপতিরা নিজের বিচার করতে পারেননা অন৽ের কিভাবে বিচার করেন !

২৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: সরকারী দলের দৃশ্যমান চাপ, আর পাকিমনাদের অদৃশ্য চাপ, এই দুদিকের চাপ সহ্য করা উনার জন্য হয়তো অসহ্য হয়ে উঠেছিলো, তাই রিটায়ারমেন্টের আগে এছাড়া আর কিই বা করার ছিলো বেচারার..........।

২৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩৫

আমপাবলিক বলেছেন: বিচারকের রায়কে কেন্দ৾ করে যখন বিচারককেই কাঠগড়ায় তুলেছেন তখন বিচারকের কি করা উচিত !?

২৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪১

জ্বলন্ত আলো বলেছেন: বাংলায় ‍উত্তর দেয়ার পরও যদি বলেন ‍উত্তর পাইনি। তাহলে ‍আমার বলার কিছু নেই।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
জবাব শুনে আর এখন লাভ নেই। টাইম ওভার।

সর্বশেষ সংবাদ -
এই ইশুতে বিম্পি-শুশীলদের জারি-জুরি অবশেষে সমাপ্ত হল।
"প্রধান বিচারপতি জোড়পুর্বক গৃহবন্দী" বিচার বিভাগের স্বাধীনতার মৃত্যু।
মৌদুদ-জয়নালদের হুংকার শোনার কয়েক ঘন্টা পর সিনহা বাবু নিজেই বাসভবন থেকে বের হলেন।
বিম্পির উকিলনেতাদের সাথে কথা হল। পুজামন্ডপও ঘুরে আসলেন। ভেস্তে গেল সব ছাগু স্বপ্ন।

২৮| ০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

জ্বলন্ত আলো বলেছেন: সেই কামান দাগিয়েছেন। ‍আওয়ামী লীগের কোন নেতা ‍এই ব্লগে থাকলে ‍আপনাকে হয়ত কোন পোস্ট দিতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.