নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

কিছু মানুষতো পারলে যেহাদের ডাক দেয়!

০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪২

ক্রিকেটে ফার্স্ট বোলারদের মারমুখি ভাব অস্বাভাবিক কিছু না।
মাঠে এই ধরনের উত্তেজিত রিয়্যাকশন দেখানো সুধু পাড়ার মাঠে না, আন্তর্জাতিক বহু খেলায় দেখা যায়।
তীব্র প্রতিদ্বিতাপুর্ন এমন পর্যায়ে যখন দুই দলই জেতার জন্য মরিয়া তখন এমনটা হতেই পারে। এসব খেলারই একটা অংশ। বেশী বাড়াবাড়ি হলে জরিমানা হবে, ব্যাস।

কিন্ত আজকে অন্য পক্ষে লোকটা আমাদের মাশরাফি ছিল বলেই ব্যাপারটা অন্যরকম দেখাচ্ছে।
যাই হোক খেলার মাঠে এসব বড় কোন ব্যাপার না।
কিন্তু হলুদ আলো গায়েপড়ে অখেলোয়ারোচিত ভাবে এসব ভিন্ন ভাবে হাইলাইট করছে। সাম্প্রদায়িকতা উষ্কে দিচ্ছে।
আর কিছু মানুষতো পারলে যেহাদের ডাক দেয়!
মাশরাফি নিজেই ঘটনা নিয়ে বাড়াবাড়ি করতে না করেছেন, বার বার বলছেন। এরপরও থামছে না হলুদরা ...

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: যে বেয়াদবী করছে সে কোথাকার কোন বা** ? সরি ইজ নট অলওয়েজ ইনাফ।

০৯ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
খেলা বুঝেন?
এটা খেলার ভেতর।
তীব্র প্রতিদ্বিতাপুর্ন খেলায় জেতার মুহুর্তে বাকবিতন্ডা হতেই পারে। সিনিয়র জুনয়ররা খেলার ভেতর সবাই জেতার জন্য মরিয়া।
অখেলোয়ারসুলভ কিছু হলে মাঠে আম্পায়ার আছে, ক্যামেরা আছে, ম্যাচ রেফারি আছে।
মাশরাফি-শুভাশিসের ভিডিওটা দেখলাম । এটাকে তেড়ে আসা বলে না। শুভাশিসের ভঙ্গি ছিল অনুযোগের - আক্রমনের নয় । খেলায় এমন দৃশ্য খুবই স্বাভাবিক, তাই আম্পায়ার বা ম্যাচ রেফারিদের কাছে এসব মামুলি ।
তবে যেহাদিরা খেলা নাবুঝলেও তাদের হাত থেকে রক্ষা নাই । ছুরি কাচি চাপাতি নিয়ে দাঁড়িয়ে যায় ধর্ম বাঁচাতে ।

২| ০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: মানুষের কি আজাইরা খাইয়া দাইয়া আর কাজ নাই?

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু জেদাহি আছে জীবনেও ক্রিকেট ব্যাট হাতে নেয় নি, এক ওভারে কয় বল সেটাও হয়তো জানে না।
কিন্তু এরপরও গালাগালি করে ফেবু ভাসিয়ে ফেলেছে

৩| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা পরিস্কার হয়নি, আরো গুছিয়ে লেখার দরকার।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি দেশের চলমান সংবাদে আপডেট নেই বুঝা যাচ্ছে।

মুল ঘটনা, রংপুর রাইডার্সের বিপক্ষে চিটাগং ভাইকিংস, সিলেটের মাঠে বিপিএল ক্রিকেটের একটি ম্যাচ।
চিটাগং ভাইকিংসের প্লেয়ার শুভাশিসের একটা আক্রমনাত্বক ভঙ্গির ছবি দিয়ে দেশের একটি বহুল প্রচারিত পত্রিকা একটি উষ্কানিমুলোক নিউজ প্রচার করে। অন্য কোন পত্রিকা বা টিভিতে এইসব আসেনি।
পরে ফেবুতে তোলপার হওয়ার পর কিছুটা আসে।



এর প্রতিক্রিয়ায় গতকাল সমগ্র সোসাল মিডিয়ায় যেহাদিরা ঝাপিয়ে পড়ে -
৯০ ভাগ স্ট্যাটাস কমেন্টেই তাকে মালাউন , হিন্দুর বাচ্চা বলে জঘন্ন গালাগালি হয়েছে । আমি জানি না এসব কমেন্টকারিরা দেশের অন্যান্ন ইশুর জন্য কতটা অবদান রাখে।

মাশরাফি সংবাদ সম্মেলন করেও জেহাদিদের সান্ত করতে পারেন নি। পরে ফেবু লাইভে দুজন এসে .. সরি ... নো ম্যাটার এভ্রিথিং অলরাইট, দুজন একত্রে প্রফাইল পিক ... এরপরেও থামছেনা জেহাদিরা ...

৪| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

সুমন কর বলেছেন: আমরা আবার সব কিছুতে একটু বেশি খুঁজতে পছন্দ করি..........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.