নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
এখন রসুলুল্লাহের(স) অবমাননা কে করলো?
যারা ফটোকপি করে মসজদে মসজিদে টিটুর স্ট্যাটাসের নামে নবীর কুৎসা বিলি করলো এরা? না টিটু রায়?
টিটু একজন নিরিহ নিরক্ষর, দরিদ্র হিন্দু লোকটি ফুটপাতে কবিরাজি করে, থাকে এলাকার বাইরে, শত শত মাইল দূরে নারায়নগঞ্জে।
তার কোন স্মার্টফোন নেই, ফেবুতো দুরের কথা।
মুলঘটনা হচ্ছে পোষ্টটি ছিল এক মাওলানা আসাদুল্লাহ হামিদির টাইমলাইনে। পোষ্টটি অনেকদিন তার ওয়ালে ছিল, হয়তো এখনো আছে।
উনি অথবা তার চ্যালারা বা অন্যকেউ রংপুরে মোঃ টিটু নামে একব্যক্তির আইডি খুলে,
পরে নামটি এডিট করে টিটু রায়, প্রোপিক টিটুর। রসুল (স) অবমাননা কারি সেই স্যাটাসটি হুবুহু পোষ্ট করে।
এর পর পরিকল্পিত ভাবে সেই পোষ্টটি ফটোকপি করে ৫দিন জাবত মসজিদে মসজিদে প্রচারনা চালায়। মসজিদের মাইকও ব্যাবহার হয়।
এখন রসুলুল্লাহের(স) অবমাননা কে করলো?
যারা ফটোকপি করে মসজদে মসজিদে নবীর কুৎসা বিলি করলো এরা, না টিটু রায়?
মেনে নিলাম এই স্ট্যাটাস টিটুই দিয়েছে, কিন্তু রসুলুল্লার নামে এই অকথ্য নোংড়া জিনিষ মসজিদের মত পবিত্র স্থানে নামাজিদের ভেতর বিতরন করলে, মসজিদের মাইকে সেইসব নোংড়ামি পঠিত হলে ইসলামের সম্মান বাড়ে না কমে?
এর আগে ব্রাহ্মনবাড়ীয়ায়ও রসরাজের নামে এক নিরক্ষর জেলের আইডি খুলে সেই একই রকম তান্ডোব চালিয়েছিল এইসব মিথ্যুক মোল্লারা।
এই ভিডিওটি ও দেখুন
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৯
হাসান কালবৈশাখী বলেছেন:
বিলি করা বা জনে জনে জানানোটা সুধু খারাপ না পাপের কাজ হয়েছে।
এই পাপিষ্ঠ রসুল অবমাননাকারি মিথ্যুক মোল্লাদের সাস্তি কেউ দাবি করছে?
কেউ কি এখনো রিয়েলাইজ করে রসুলকে গালাগালি করা কন্টেন্ট ফটোকপি করে হাতে হাতে ছড়িয়ে দিলে রসুলের আরোবেশী অবমাননা হয়?
পুলিশ টিটুরায়কে গ্রেফতার করবে কিভাবে? সে তো দীর্ঘদিন এলাকার বাইরে থাকে।
আর পোষ্টটিতো মাওলানা আসাদুল্লাহ হামিদি ও তার চ্যালারা করেছিল, তার ফাসি কেউ দাবি করছে?
২| ১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
পরিকল্পিত
১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সুধু পরিকল্পিত না সুপরিকল্পিত।
মাওলানা আসাদুল্লাহ হামিদি ও তার চ্যালারা।
পরিকল্পিত ভাবে নিরিহ নিরক্ষরের নামে মিথ্যা স্ট্যাটাস বানিয়ে মোল্লা, মুসুল্লি, ইমাম, মোয়াজ্জেন এই মিথ্যার পাহাড়ে বসে বাড়িঘড়ে আগুন দিয়ে ফ্যাসাদ করে অশেষ সাওয়াব হাসিল ..।
সোসাল মিডিয়ায় এই মিথ্যুকদের সমর্থকরাও বিন্দুমাত্র অনুতপ্ত নয়।
বরং নিরপরাধ টিটুকে ধরা হচ্ছে না কেন দাবি জানিয়ে যাচ্ছে।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
সাংগঠনিক শক্তি পরীক্ষা করা হচ্ছে, মনে হয়
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৩
হাসান কালবৈশাখী বলেছেন: সাংগঠনিক শক্তি? .. হুজুরদের না আম্লিগের?
৪| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১৪
গরল বলেছেন: দেশে একটা অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, সরকারের ক্ষতি করতে যেয়ে দেশের বড় কোন ক্ষতি হয়ে না যায় আবার।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সরকারের ক্ষতি?
আরে ভাই সরকারি দলের স্থানিয় পান্ডাদের মদত না থাকলে এলাকায় এতবড় তান্ডোব করা সম্ভব?
৫| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৪
নিরাপদ দেশ চাই বলেছেন: তাকে কি ধরা হয়েছে? তাদের ধরে বিচারের আওতায় আনা হচ্ছে না কেন?
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭
হাসান কালবৈশাখী বলেছেন:
তাকে ধরার কি দরকার।
সে তো একজন নিরিহ নিরক্ষর, ফুটপাতে কবিরাজি করে, এলাকার বাইরে।
তার কোন স্মার্টফোন নেই, ফেবুতো দুরের কথা।
মাওলানা আসাদুল্লাহ হামিদি ও তার চ্যালারা বা কেউ একজন পরিকল্পিত ভাবে এই হিন্দু লোকটির নামে নামে ভুয়া ফেবু একাউন্ট খুলে।
পরিকল্পিত ভাবে নিরিহ নিরক্ষরের নামে মিথ্যা স্ট্যাটাস বানিয়ে মোল্লা, মুসুল্লি, ইমাম, মোয়াজ্জেন এই মিথ্যা স্ট্যাটাস ফটোকপি করে মসিজিদে মসজিদে বিতরন করে লোক জড়করে শুক্রবার হিন্দু পাড়ায় মহাতান্ডোব চালায়,
দুটি মুল্যবান প্রান ও একটি হিন্দু পাড়া পুড়ে ছাই হয়ে যায়।
৬| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আইডি মোঃ টিটু নামে, প্রোপিক ছিল টিটু রায়ের। পুরাই পরিকল্পিত।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
আপনি ঠিকই বলেছেন লিটন ভাই।
ফেবু তে যে কেউ যে কোন নামে একাউন্ট তৈরি করতে পারে, নামও চেইঞ্জ করা যায় যখন তখন। যেকোন ছবি প্রোপিক হিসেবে দেয়া তো কোন ব্যাপার না।
মোল্লারা নিরিহ নিরক্ষর লোকটির নামে মিথ্যা স্ট্যাটাস বানিয়ে এরপর এই মিথ্যা স্ট্যাটাস ফটোকপি করে মসিজিদে মসজিদে বিতরন করে লোক জড়করে শুক্রবার নামাজের পর হিন্দু পাড়ায় তান্ডোব চালায়,
দুটি মুল্যবান প্রান ও একটি হিন্দু পাড়া পুড়ে ছাই হয়ে যায়।
একটা নিরিহ লোকের নামে মিথ্যা অপবাদ দেয়া!
স্থানীয় মাওলানাদের ধর্ম, নৈতিকতা কোথায়?
৭| ১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০২
মোঃ মাইদুল সরকার বলেছেন: ফেসবুকের ব্যবহারে অনেক বেশি সচেতন হওয়া ছাড়া উপায় নেই।
১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে ফেবু সমস্যা না, এই ভুয়া স্ট্যাটাসটি ফেসবুকে খুব একটা ছড়াতে পারেনি।
নতুন ভুয়া একটি একাউন্ট, মোল্লা মুসুল্লিরা এই আইডিতে তখনো এড হয় নি,
কুচক্রিরা বার বার শেয়ার দেয়ার পরও যেহাদি চেতনা জাগ্রত করতে না পেরে পরে স্ট্যাটাসটি ফটোকপি করে মসজিদে মসজিদে বিতরন করে মসজিদের মাইকে শুক্রবার সবাইকে জড় হতে বলে।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
আহমেদ জী এস বলেছেন: হাসান কালবৈশাখী ,
এটা যদি মোল্লারা বুঝতেন তবে বিশ্বজুড়ে মুসলমানদের এমন লেজে গোবরে অবস্থায় পড়তে হতোনা !
১৪ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা, সেটাই আহমেদ ভাই।
একটা নিরিহ দরিদ্র লোকের নামে জেনেশুনে মিথ্যা অপবাদ দেয়া!
স্থানীয় মাওলানাদের ধর্ম, নৈতিকতা কোথায়?
মিথ্যার মাধ্যমে দাংগাহাংগামা করলে ইসলামের মহিমা বাড়বে না কমবে?
৯| ১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০৯
ফাহমিদা বারী বলেছেন: অন্তরের অন্তঃস্তল থেকে তুমুল নিন্দা জানাই যারা প্রিয় নবীজি কে হেয় করার দুঃসাহস দেখিয়েছেন।
১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ১৫ ই নভেম্বর, ২০১৭ ভোর ৬:৫২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সমস্যাটা হচ্ছে নৈতিক মূল্যবোধের অভাবের | এই সকল সো কল্ড ধর্মীয় নেতাদের অন্তর জুড়ে থাকে লোভ-লালসা এবং ধান্দাবাজি | তাই ধর্মের বিশালতা এদের অন্তরে কোনো স্থান দখল করতে পারে না | নিজের স্বার্থের জন্যমহানবী (সা এর অবমাননা করতেও এদের অন্তর একটুকুও কম্পিত হয় না | এরাই কারো সহায় সম্পত্তি দখল করার জন্য দাঙ্গা-ফ্যাসাদ বাধায়, কারো প্রতি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দেয়ার চেষ্টা করে | খুব গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় যে এই সকল কীটগুলোর আসলে কোনো ধর্মই নেই | ধর্মটা সে ব্যবহার করে শুধুমাত্র ইহকালের স্বার্থসিদ্ধির জন্য |
১৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
সোকল্ড কিছু ধর্মীয় নেতাদের অন্তর জুড়ে থাকে লোভ-লালসা এবং ধান্দাবাজি। শুধু ইহকালের স্বার্থসিদ্ধির জন্য ।
হ্যা, সেটাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:০৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: এমনও হতে পারে মাওলানা আসাদুল্লা আর তার চ্যালারা কারো প্ররোচনায় এই কান্ডটি ঘটিয়েছে | রাসূলুল্লাহ (সা) নামে নোংরা শব্দ উচ্চারণ করে প্রচারণা চালানোর মতো ধৃষ্টতা একজন প্রকৃত ঈমানদার মুসলিম ব্যক্তির কখনো হতে পারে না |
১৫ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
মাওলানা আসাদুল্লাহ আর তার চ্যালারা এই কান্ডটি ঘটালেও পেছনে মৌলবাদিদের ব্যাকিং ছিল।
আরো ছিল লোকাল সরকারি দলের মৌন সমর্থন, পুলিশ ও প্রশাসনের অবহেলা
সরকারি দলের স্থানিয় পান্ডাদের মৌন সমর্থন না থাকলে এলাকায় এতবড় তান্ডোব করা সম্ভব হত না।
ধন্যবাদ।
১২| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:০০
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর ছবি পোস্ট করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন টিটু রায়।
রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার টিটু রায়কে আদালতে হাজির করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে এতথ্য জানা গেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে টিুটু রায়কে কারাগারে পাঠানো হয় বলেও জানা যায়।---
শীর্ষনিউজ/এসএসআই
কেম্নে কি ভাইজান????
২৩ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন:
কেম্নে কি ভাইজান ????
স্বীকারোক্তিমূলক জবানবন্দি?
আপনারা এত বোকা কেন?
জবানবন্দি, যা ঘটেছে সেটাই তো দিবে।
সে তো স্ট্যাটাস দেয় নি, দিবে কিভাবে তার একাউন্টই তো নেই। নিজের নামই লিখতে পারতো না।
একাউন্ট ছিল একজন মোসোলমানের, মোঃ টিটু নামে, সেই মোসোলমান নামধারি কুলাঙ্গার নাম বদল করে, স্থানিয় কম্পুটার দোকান বা ভিন্ন কায়দায় ছবি সংগ্রহ করে সেই মোঃ টিটু নাম পরিবর্তন করে টিটু রায় করে।
সে একসময় কিছু টাকা ধার নিয়েছিল স্থানিয় পান্ডাদের কাছে, ধার শোধ দিতে না পেরে এলাকা ছেড়ে নারায়ঙ্গঞ্জে থাকতো, পাওনাদাররা টাকা না পেয়ে তার জমি দপখল করতে যা করতে হয় তাই করেছে। জবানবন্দিতে সেসবই বলেছে।
ঠিকভাবে তদন্ত হলে পাছার ছাল একটারও থাকবে না।
১৩| ২২ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:০২
কাউয়ার জাত বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই যা দেখালেন তারপরেও বৈশাখিরা বলবে এটা মোল্লারা করেছে।
টিটুর যেহেতু স্মার্টফোন নেই। অতএব ধরে নিতে হবে, মোল্লারা টিটুরে চান্দার পয়সায় স্মার্টফোন কিনে ফেবু খুলে তার হাতে ধরিয়ে দিয়েছে। টিটু স্ট্যাটাস দেয়ার পর মোল্লারা আবার ফোন ফিরিয়ে নিয়েছে।
আর উদ্দেশ্য তো ওবায়দুল কাদের ভাই আগেই বলে দিয়েছেন।
১৪| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৭
নতুন নকিব বলেছেন:
ভাই কালবৈশাখী,
গতকালকের দৈনিক পত্রিকাগু্লোতে চোখ বুলিয়ে দেখুন। ফেসবুকে মহানবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর পোস্ট দেয়ার ব্যাপারে আদালতে টিটু রায়ের স্বীকারোক্তি]র খবর জানতে পারবেন।
দিন দুপুরে মধ্য গগনের সূর্য যেমন ঢেকে রাখার চেষ্টা বৃথা, তেমনি 'শিক্ষিত টিটু রায়'কে 'নিরক্ষর টিটু রায়' বানিয়ে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও বৃথা। টিটুর ভাই বিপুল চন্দ্র তার পক্ষে প্রচার চালিয়েছিলেন তিনি নিরক্ষর, এটা হয়তো ভাইকে বিপদের হাত থেকে বাঁচানোরই প্রচেষ্টা ছিল বিপুলের। কারন, টিটু ইতোমধ্যেই আদালতে তার সব অপকর্ম স্বীকার করে ফেলেছেন। নয়া দিগন্তের লিংক দিলাম। ইচ্ছে করলে দেখতে পারেন।
[link|http://www.enayadiganta.com/index.php?archive=22-11-2017|
[link|http://www.enayadiganta.com/index.php?archive=22-11-2017|
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
এত উল্লাস এত লাফানোর কি আছে?
একটা নিরিহ দরিদ্র লোকের নামে জেনেশুনে মিথ্যা অপবাদ দিতে একটুকুও বিবেকে বাধছে না আপনাদের?
কারো নামে জেনেশুনে মিথ্যা অপবাদ দিয়ে বিপদে ফেলা সোয়াবের কাজ না গোনার কাজ?
সে যদি সত্যই এধরনের কাজ করতো বেনামেই করত, নিজের নামে নিজের ছবি দিয়ে নিজ এলাকায় এসবকরা আত্নহত্যার সামিল।
লিঙ্কতো দিলেন জামাতি পত্রিকার।
আর সবগুলো পত্রিকায় বলেছে 'জবানবন্দিতে সে কি বলেছে কেউ জানে না, পুলিশ ও আদালত সংগত কারনেই গোপন রেখেছে।
আপনার পত্রিকাও তাই বলেছে, কিন্তু আপনার মতই চিপা দিয়া একটা বলে দিল, স্ট্যাটাস সে দিয়েছে?
মোবাইল টাওয়ার রেকর্ড বলছে স্ট্যাটাস দেয়া হয়েছে রংপুর থেকে, অতচ সে ছিল নারায়নগঞ্জ।
এই অপকর্ম কোন শালারা করেছে বুঝতে বেশী সময় লাগে?
১৫| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৮
এ আর ১৫ বলেছেন: কিছু ফালতু মমিনের ভাব খানা এমন যেহেতু টিটু রায় নাকি তথাকথিত স্বীকারোক্তিমূলক জবান্নদি দিয়েছে তাই হিন্দু পারা আক্রমণ যথাযত এবং যুক্তি সংগত এবং জায়েজ ।
আমি লেখকের সাথে একমত যে ব্যক্তি স্টাটাস দিয়েছে সে যত খানি ধর্ম অবমাননা করেছে তার চেয়ে লক্ষ গুন ধর্ম অবমাননা করেছে যারা মসজিদে মসজিদে লিফলেট বিতরন করেছে এবং মাইকে ঘোষনা দিয়ে সবার কাছে বার্তা পৌছিয়েছে ।
লেখক তার লেখার শেষ পারাতে যা লিখেছেন সেটাই যথাযত । ধন্যবাদ
২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১৪
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ১৪ ই নভেম্বর, ২০১৭ ভোর ৫:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিলি করা বা জনে জনে জানানোটা খারাপ হয়েছে। তবে শুরুর দিকেই যদি পুলিশ তাকে গ্রেফতার করতো তাহলে হয়তো এসব এড়ানো যেত। আর মুসলিমদেরও ভাবতে হবে একজনের স্ট্যাটাসের কারণে তার ঘর পোড়ালে সওয়াব পাওয়া যাবে কিনা বরং তাকে ধরে পুলিশের হাতে দিয়ে দেয়া যেত। সে ওখানে নেই এই কথাটা এলাকাবাসীর জানার কথা। তবুও কেন আগুন লাগালো নাকি তৃতীয় পক্ষ হিন্দু বিতাড়নের সুযোগ নিয়েছে - এসব নিয়ে অনুসন্ধানের দাবী রাখে।