নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
তুচ্ছ একটি ব্যাপার নিয়ে পাকিস্তানে ধার্মিকরা সারা দেশ অচল করে দিয়েছে। রাজধানী ইসলামাবাদ, লাহোর, করাচি সহ সবগুলো শহর অচল দুই সপ্তাহ জাবৎ।
অপরাধ?
শপথ বাক্য থেকে হজরত মুহাম্মদ (সা.) এর নাম বাদ থাকায় পাকি আইনমন্ত্রী জাহিদ হামিদ কথিত ধর্ম অবমাননা করেছেন।
যদিও পাকি সরকার বলছে এটা ক্লারিকেল ভুল। এতেও তান্ডব থামছে না বরং বাড়ছে।
পাকি মিডিয়াতে এই রিলেটেড খবর প্রকাশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বাংলাদেশী মিডিয়াতেও 'পাকিস্তান অচল' খবরটি চোখে পড়ছে না। বিবিসি বাংলা খবরটি একদিন পরেই সরিয়ে ফেলেছে।
পাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার শনিবার সন্ধ্যায় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যাপ্ত সৈন্য মোতায়েনের অনুমতি দিয়েছে। কিন্তু সেনাবাহিনী আসছে না, তামাসা দেখছে।
এর আগে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের অবস্থান ধর্মঘট ভেঙ্গে দিতে চেষ্টা চালায়। শনিবারের ওই সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটে। কয়েক সপ্তাহ ধরে এই ধর্মঘট চলছিল। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে যানবাহনে আগুন ধরিয়ে দেয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানো গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে মারে। শনিবারের ওই সহিংসতায় অন্তত ছয় জন নিহত ও প্রায় হাজার জনের বেশি আহত হয়েছে, দাবি করা হলেও নিহতের সংখা আরো অনেক বেশী হবে বলছে বিদেশী মিডিয়া।
নিরুপায় আইনমন্ত্রি পদত্যাগ করলেন,
এরপরও বিক্ষোভ থামেনি, বরং বেড়েছে।
আমাদের রাষ্ট্রপতি, মন্ত্রি, মেয়র, বিচারপতি, চেয়ারম্যান, মেম্বার প্রভৃতির দায়িত্ব গ্রহন কালে শপথ বাক্যে আল্লার নামই নেই, মুহাম্মদ (স) আরো দুরের ব্যাপার।
এতবড় নাফরমানি!
তা আমাদের মোল্লারা কোথায়?
শালার পাকির বাচ্চা, রসুলের নাম নিয়া তোরা যদি এতই ধর্মপরায়ন এতই সৎ হইসস!
দুর্নিতিতে, খুনখারাপি, শয়তানিতে তোরা বিশ্ব চ্যাম্পিয়ান ক্যান?
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
Hatred policy এটা কোন মতেই না।
আমি এই পোষ্ট লিখেছি মুলত বাংলাদেশ পকিস্তান সহ সবদেশের ইসলামিষ্ট জেহাদিদের হিপোক্রেসি নিয়ে।
শপথবাক্যে আল্লাহ বা রসুলের নাম বাদ/যোগ নিয়ে খুনোখুনি করছে।
তারা জীবনযাপনে যদি সুধু 'নাম' নিয়েই এত সংবেদনশীল এতই সততা?
কিন্তু বাস্তব জীবন তাদের সবটাই মিথ্যার উপর ভিত্তি করে, তাদের মত জঘন্য, দুশ্চরিত্র জাতী আর কোথাও খুজে পাওয়া যায় না।
২| ২৭ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
হঠাত ক্ষেপে গেলেন যে নকিব সাব।
এই বিষয়টা নিয়ে লিখলাম, কারন এই হটনিউজটা আমাদের দেশী পত্রিকাওয়ালারা অন্ধকারে রেখেছে।
অতচ কদিন আগেই পাকিদের আফ্রিদি, পানামাপেপার্স,বিচারপতি ইত্যাদি নিয়ে মেতে ছিল।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৭:১০
কাউয়ার জাত বলেছেন: ধরে নিলাম এদেশের মোল্লারা খারাপ। কিন্তু এদের মধ্যে একজনও যদি ভালো মানুষ থাকে। তবে মনে রাখবেন, সেই একজন মোল্লার পায়ের ধুলির মর্যাদাও আপনার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার চেয়ে হাজারগুণ বেশি। অন্তত আল্লাহর নিকট।
আর আমাকে নকিব সাহেব মনে করছেন কিসের ভিত্তিতে? স্বতু সাঁই গাঁজা বাবার অনুমানকে সত্য ধরে নিয়ে? নকিব সাহেব বর্তমানে সাধু ভাষায় লিখেন। আর সত্যি কথা বলতে আমি নকিব সাহেবকে চিনিও না।
তবে ব্লগে তো একথাও বলাবলি হয়েছে যে তালপাতার সেপাই নামক পেইড ব্লগিং নিকটি আপনারই মাল্টি। এটাও তাহলে বিশ্বাস করে নেই? কেমন?
৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আমি ভাল মৌলবিসাবদের কখনো খারাপ বলি না।
আমি নাস্তিক না। নামায নিয়মিত না পরলেও জুম্মার নামাজ মিস করিনা।
৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৮:৩৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: #কাউয়ার জাত, আমি তো জানতাম শেখ হাসিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুত এর নামাজও পড়েন। সম্প্রতি হুযুরদের বেতনও বাড়িয়েছেন। তারপরও তিনি ধার্মিক হতে পারেন নি? প্রকৃত ধার্মিক আপনার ম্যাডাম যিনি বারোটার আগে ঘুম থেকে ওঠেন না? যার বাড়িতে অশ্লিল পত্রিকা, মদ পাওয়া গিয়েছিলো?
৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৪
নতুন নকিব বলেছেন:
কালবৈশাখী,
এই পাকিস্তান বিরোধিতার নামে ওদের অপকীর্তি-অপকর্ম প্রচার করতে করতে কি আমাদের জীবনের মূল্যবান সময়ের অধিকাংশটা বিনাশ করতে হবে? আমাদের সময়গুলোর কি আরও সদ্ব্যবহার হতে পারে না?
কেউ করি ভারত বিরোধিতা আর কেউ পাকিস্তান। থাক না যে যার মত।
'বিক্ষোব' নয়, 'বিক্ষোভ' হবে শিরোনামের শব্দটি। ঠিক করে দিলে খুশি হব।
জুমুআর নামাজ পড়েন জেনে মনটা খুশিতে ভরে গেল। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তিনি তাওফিক না দিলে কোন ভাল কাজই করা সম্ভব নয়। আশা করতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজও আপনার নিয়মিত পড়ার সৌভাগ্য হবে ইনশাআল্লাহ।
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তান বিরোধিতার নামে ওদের অপকীর্তি-অপকর্ম প্রচার করতে হবে?
দেশটা পাকিস্তান বলেই আমাদের সাবধান হতে হবে।
কারন এদেশি জনগনের বড় একটি অংশ পাকিপন্থি
৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭
কাউয়ার জাত বলেছেন: @অনিকেত বৈরাগী,
হাসান কালবৈশাখীর প্রাণের নেত্রী যদি খালেদা জিয়া হত তাহলেও একই কথা বলতাম, একজন সত্যিকার আলেমের পায়ের ধুলির মর্যাদাও খালেদা জিয়ার চেয়ে হাজারগুণ বেশি।
আর শেখ হাসিনা তাহাজ্জুদ পড়ে, না দূর্গাকে গজে চড়িয়ে আনে সে আলোচনা এখানে অপ্রাসঙ্গিক।
৮| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: অতি তুচ্ছ একটা বিষয় নিয়ে এমন লাফালাফি করার কারন কি?
২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০২
হাসান কালবৈশাখী বলেছেন:
মোটেই তুচ্ছ তাচ্ছিল্লের মত বিষয় নয়। এটা 'মুরগি নির্যাতন' ব্যাপারটার মত না
দেশটি পাকিস্তান বলেই আমাদের সাবধান হতে হবে।
কট্টরপন্থিদের হাঙ্গামায় ১৯ দিন ধরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ লাহোর ও অন্যতম শহর রাওয়ালপিন্ডি কার্যত অচল।
সরকার সেনাবাহিনী তলব করলেও সেনাবাহিনী আসতে অস্বীকৃতি জানায়।
অকার্যকর দেশ বলতে যা বোঝায় সেটাই।
এই সেবাবাহিনী সরকারের অজান্তে লাদেনকে পালতো। এখনো জঙ্গি পালে, এদের পাঠানো আত্নঘাতি জঙ্গিরা সীমান্ত পার হয়ে কল্লা কেটে আনে।
আজ আদালতের আদেশে ছেড়ে দেয়া হল জঙ্গি চিফ হাফিজ সাঈদ কে।
পাকিস্তানভিত্তিক উগ্রবাদী জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার অন্যতম প্রতিষ্ঠাতা ও কট্টর ইসলামি সংগঠন জামায়াত উদ দাওয়ার প্রধান।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
খাঁজা বাবা বলেছেন: আজইরা।
এইটা নিয়া লেখেন, কেন সরকার আমাদের পত্রিকার হেডলাইন কি হবে তা নির্ধারন করে দেয়?
২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
সবকিছু আজইরা বলে পাশ কাটানো ঠিক হবে না।
পাকিস্তান ফালতু দেশ, সরকারের নির্দেশ পালন না করা বিশৃক্ষল অসভ্য সেনাবাহিনী। আবার নাজুক পারমানবিক অস্ত্রও তাদের হাতে। আশেপাসের দেশে ইসলামের নামে হাংগামা হলে যেকোন দেশেই তুচ্ছ ইশু নিয়ে বিদ্রোহ সংক্রামিত হতে পারে।
দেশটি পাকিস্তান বলেই আমাদের সাবধান হতে হবে।
কারন এদেশের বড় একটি রাজনৈতিক দল সহ ইসলামি দলগুলো পাকিআদর্শ স্পষ্ট ভাবে ধারন করছে।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: লে পাগলা দৌড় দে ।
১১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সকাল ১০:৫৯
একে৪৭ বলেছেন: অন্যের কাপড় ছেড়া সেটা নিয়ে হাঁসি ঠাট্টা করেন, আর নিজের পরনে যে নেংটিটাও নেই, সেটা নিয়ে কোন কথা নাই।
পাকি মোল্লারা বা জঙ্গিরা তাদের দেশটাকে অস্থির করে রাখছে তা নিয়ে মজা পাচ্ছেন, নিজের দেশের সংবিধান যে টিস্যু পেপারের মতো যে যেমন ইচ্ছা ব্যবহার করছে, মনের মাধুরি মিশিয়ে পছন্দমতো পরিবর্তন করে ব্যবহার করছে, যে জাতি পদলেহন ছাড়া ঠিকমতো চলার যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি, তারা কি করে অন্যের সমস্যায় হাসাহাসি, গালিগালাজ করি!!!
মিনিমাম লজ্যাবোধও হারিয়েছি আমরা???
আমার নিজের দেশটার অবস্থা দেখে দুঃখ লাগে। আরও বেশি দুঃখ লাগে কতগুলো অতি-বুদ্ধিমান অভিনয়কারী দেশীয় বলদ প্রজাতির কথা শুনলে।
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সংবিধান! নিজের দেশটার অবস্থা দেখে দুঃখ লাগে।
আসলে সুখে থাকলে ভুতে কিলায়।
বাংলাদেশি আইন ও সংবিধান একটি সুসম সভ্য সংবিধান।
আর গণতন্ত্র ও প্রেস ফ্রিডম বিচারবিভাগ ফ্রিডম যতটুকু আছে অন্যসব মুসলিম দেশে তার অর্ধেকও নেই। আপনাদের আদর্শগত মরুভুমির দেশেতো শুন্য ফ্রিডম।
এদেশে শতাধিক পত্রিকা, হাজার হাজার অনলাইন পত্রিকা, ৩৮টা বেসরকারি টিভিচ্যানেল ২৪ঘণ্টা সরকারের বিরুদ্ধে বকবক করতে পারে।
আর কোন মুসলিম দেশে এরুপ বা কাছাকাছি কোন উদাহরণ দিতে পারবেন?
১২| ২৭ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:৫৬
আল ইফরান বলেছেন: এহ, পাকিস্তান একটা রাস্ট্র আর কাউয়া একটা পাখি,
আবার তাদের নিয়ে আস্ত একখানা পোস্ট
১৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৩
আমপাবলিক বলেছেন: ওই মিয়া দেশের এত সমস্যা রেখে পাকিদের খবর নিয়া টানাটানি করেন ক্যান, পাকি মাল ভাল লাগে নাকি !!!!!!
২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ২:৩৫
হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে এইরকম কোন সমস্যা নেই।
তবে একবার হইছিল ২০১৩তে। বাংলাদেশী পুলিশবাহিনী পাকিদের চেয়ে আনেক দক্ষ।
মাত্র আধা ঘন্টার ভেতর পাছায় বাইরাইয়া কানে ধরাইয়া মাদ্রাসায় ফেরত পাঠাইছিল।
১৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:১০
নাঈমুর রহমান আকাশ বলেছেন: আমাদের দেশের এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে মিডিয়া পাকিস্তানের এই পাগলামি নিয়ে এজন্যেই চুপ কারণ এটার সাথে পাকিস্তানের আহমদী মুসলমানদের প্রসঙ্গ জড়িত। পাকিস্তানে সংবিধান ধর্মব্যবসায়ী মোল্লাদের আহমদীদের বিরুদ্ধে যেসব সুযোগসুবিধা দিয়েছে সেটার ফল এটা । যদি গুগলে ভালোমতো খোঁজ নেন তবে ইসলামাবাদে চলমান সহিংসতা যে একটি আহমদীয়া-বিরোধী দাঙ্গা সেটা আপনিও বুঝতে পারবেন। আমাদের বিরুদ্ধে লাগাটা সেখানকার হুজুরদের স্বভাব।
তবে আমাদের কাউয়া নকিব (আইডি দুটো হলেও মানুষ তো একই) সাহেবান ও তার সঙ্গী হুজুরেরা শীতকালীন ওয়াজ নিয়ে ব্যস্ত বলে তারা এসবের কিছুই জানবেন না। অবশ্য নিজেদের স্বার্থে আঘাত পড়লে তখন আরেকটা শাপলা চত্বর বাধাওেতও যে তারা সময় নেবেন না এটা প্রমাণিত।
১৫| ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:২৮
চিন্তিত নিরন্তর বলেছেন: পাকিস্তান নিয়ে লাফালাফি করে আমাদের লাভ নাই। ভারত ভাগ নিয়ে ওরা মানে জিন্মাহ সাহেব অনেক ভাল মৌলিভীদের পিটিয়েছিল কারন মুসলমানের দিল্লী মুসলমানেরা ছাড়বে কেন।
পাকিরা একটা অভিশপ্ত জাতি। এত বুদ্ধিমান লোক থাকার পরেও ওরা উন্নতি করতে পারেনা।
১৬| ২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫
একে৪৭ বলেছেন: "সুসম সভ্য সংবিধান", পৃথিবীর প্রায় সব সংবিধানই "সুসম সভ্য"। সেটা নিয়ে বড়াই করার মতো কিছুই নাই। পাকি সংবিধান এমনকি উগান্ডার সংবিধানও অসভ্য না।
কিন্তু আমার দেশে যাদের ওটা রক্ষা করার কথা, তারা সভ্য????
বনবেড়ালের গায়ে জামা পরালেই তাকে সভ্য বলবেন???
পাকি বিচারপতি প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ধৃষ্টতা দেখাতে পেরেছে, সংবিধানের ভেতরে থেকেই পেরেছে।
আমার দেশের সর্বশেষ বিচারপতি'র অবস্থা নিশ্চই ভুলে যাননি এখনো!
ঠিক বেঠিক কথা নয়, কথা ক্ষমতার সুসম বন্টন। কেউ যেন ডিক্টেটর বা লর্ড হয়ে না ওঠে।
পাকিদের দেশের মানুষ খারাপ, কিন্তু সিষ্টেম বা সংবিধানের শক্তি আমাদের চেয়ে এখনো ভাল।
আর আমাদের? মানুষ+সিস্টেম দুটোর অবস্থাই মাশাআল্লাহ্!
আর সংবিধান প্রনেতা এবং এর রক্ষনাবেক্ষনকারীদের চরিত্রতো আরও বেশি মাশাআল্লাহ্!
আমি শুধু বলতে চাইছি অন্যকে নিয়ে তাছ্যিল্য করার মতো ভালো অবস্থায় আমরা নিজেরাই নেই। অন্যের দুঃখে মজা করা কোন সভ্য মানুষের কাজ বলেও মনে হয় না।
ধন্যবাদ।
২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৬
হাসান কালবৈশাখী বলেছেন:
আবারো সেই পাকিদের সাথেই তুলনা দিলেন?
বিশ্বের সবাই জানে পাকিস্তান একটা অসভ্য অকার্যকর দেশ।
সিভিল শাসন থাকলেও সেনাবাহিনী নেপত্থে কলকাঠি নাড়ে।
পাকি বিচারপতি প্রধানমন্ত্রীকে বর্খাস্ত করার ধৃষ্টতা দেখাতে পেরেছে কারন সেনাবাহিনী পেছনে ছিল। গোপন নির্দেশে।
ইমরান ও জারদারি সহ অনেক প্রাক্তন সেনাকর্তাদের নাম পানামা মামলায় ছিল, কিন্তু সুধু রায় আসলো শুধু নওয়াজের বিরুদ্ধে।
বাংলাদেশেও কিছু অশুভশক্তির সমর্থকরা দাবি জানাচ্ছিল / মনে আশা পোষন করছিল - আমাদের বিচারপতি ক্ষিপ্ত হয়ে পাকিস্তানের মত এই সরকার প্রধানকে অবৈধ ঘোষনা (সুয়োমটো) করে দিক।
মামা বাড়ীর আবদার নাকি?
নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা ছিল, পানামা কেলেঙ্কারির মত কঠিন মামলা,
এখানে কোন মামলা নেই , সরকারের বিরুদ্ধে কোন মামলার রায়ও পেন্ডিং নেই।
এরপরও নির্লজ্জ বেহায়ারা দাবি জানাচ্ছিল,
সুয়োমটো না দিলে নাকি বিচার বিভাগ পাকিদের মত স্বাধীন প্রমানিত হয় না!
ফাজলামির সীমা থাকা দরকার।
১৭| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০
টারজান০০০০৭ বলেছেন: পাকিদের ইয়ে যত পারেন মারুন , কাহারো আপত্তি নাই , কিন্তু দয়া কইরা দাদাবাবুদের কাছে পশ্চাৎদেশ ভাড়া দিয়েন না !
মোল্লারা এখন পাঁঠাদের বিচি ফেলানোতে ব্যাস্ত। এহেন বাল্পুস্টে হিন্দি চুল ছিঁড়িবার সময় তাহাদের নাই !
১৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
জাহিদ হাসান বলেছেন: ফাকিস্তানি আবালদের কান্ড দেখে চোখ কপালে উঠল...
১৯| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১০
খাঁজা বাবা বলেছেন: ভাই, আগে নিজের দেশের খবর নেন, পাকিস্তান অনেক দূরে। ওরা ধ্বংস হইয়া গেলেও আমাদের কিছু না, কিন্তু আমাদের এই বাংলাদেশ আমাদের কাছে একটাই দেশ। ধ্বংস হলে আমজনতার যাওয়ার যায়গা নাই। বড় ভাইরা কিন্তু সবাই ফার্স্ট হোম, সেকেন্ড হোম বানাইয়া, কোটি কোটি টাকা পাচার কইরা ফালাইছে। এদের সাথে কোড়াস গাইয়া লাভ নাই
২০| ০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১
আবু তালেব শেখ বলেছেন: তাতে আপনার এতো গাত্রদাহ কেন? পররে চর্কা বাদ দিয়ে নিজের চর্কায় তেল মারেন
২১| ১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪
প্রামানিক বলেছেন: পাকিস্থানের উগ্রতার কারণেই ওরা ধ্বংস হবে।
২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩
চাঁদগাজী বলেছেন:
আমাদের মোল্লাদের রাজধানী পাকিস্তান
২৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৫৭
শামচুল হক বলেছেন: ইসলামে উগ্রতার বিধান নাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে নভেম্বর, ২০১৭ ভোর ৫:৩৬
কাউয়ার জাত বলেছেন: আপনি সম্ভবত দিনভর এ জাতীয় একটি খবরের অপেক্ষায় থাকেন যাতে ব্লগে এসে মোল্লাদের খোঁচা মারতে পারেন। আপনার অনেক লেখার শিরোনামই এরকম, "অমুক ইস্যুতে চিকেন নেক জিহাদীরা কোথায়?" "তমুক ইস্যুতে আমাদের মোল্লারা কোথায়?"
Hatred is the best policy. চালিয়ে যান।