নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ভাই, দ্যাশটা শ্যাস হইয়া গেল....

৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৩০

দ্যাশটা শ্যাষ হইয়া গেল।
নিউইয়র্ক এক দাওয়াতে এক বাংগালী ভদ্রলোক।

আমি বললাম - কেন ভাই কি হইছে.. .?

কেন, দ্যাসে ধর্ষণ কি হারে বাড়ছে খেয়াল করছেন!...
হাসিনা সরকার যা শুরু করছে, আর বাড়বোইনা কেন,মাইয়ারা এহন টাইট জিন্স ওড়না ছাড়া হাটে! মানুষ
আর কত সংযত থাকতে পারে... ধর্ষণ আরো বাড়বো। হাসিনা দ্যাসটা ধ্বংস কইরা ছাড়ব....

ভাই নিউইয়র্কে কয়দিন আছেন?

এই তো মাশাল্লা ৯ বছর।

এই ৯ বছরে কয়টা ধর্ষণ করছেন?

আসতাকফিরুল্লাহ! কি কন! এইডা। এই দেশে ধর্ষণ কইরা কেউ পার পায়!

আপনেই তো কইলেন ওড়না না থাকলে ধর্ষণ হইবো।
এই দেশে ওড়না তো দুরের কথা রানেরই তো কাপড় নাই।
আপনে সংযত থাকেন ক্যামনে?

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৮:৫২

রাফা বলেছেন: এইটা ভালো কইছেন।জামাতি আর বিএনপির কোর বাহিনির কাছে বাংলাদেশ এখন হাবিয়া দোজখ।কিন্তু কামাই রুজি কিন্তু ভালোই করতাছে হেতেরা।

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
জামাতি আর বিএনপির সমর্থকদের কাছে বাংলাদেশ এখন হাবিয়া দোজখ।
কিন্তু কামাই রুজি কিন্তু ভালোই করতাছে হেতেরা।

কামাই আগেও ভাল করত।
যেমন একটা ছোট্ট বোর্ডিং মালিক মিরকাশেম মধ্যপ্রচ্য থেকে সাহায্য এনে রাবেতা এনজিও করে নিজেই বিলিয়নার হয়ে গেছিল।

ইউনুস ও গ্রামিন মহিলাদের জন্য সাহায্য এনে এখন নিজেই বিলিয়নার

২| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:০১

মোঃ খুরশীদ আলম বলেছেন: ওখানে সম্মতিতে হয়, তাই তারা তাকে ধর্ষন বলে না।

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই এখানেও ধর্ষন হয়।
অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে অনেক বেশী।

৩| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৬

তারেক_মাহমুদ বলেছেন: কাপড়ের দোষ দেওয়া মানে ধর্ষককে সাপোর্ট করা।

৪| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৬

কলাবাগান১ বলেছেন: স্বাধীনতার সপক্ষে লিখলে বলে দলকানা..........।আর যারা স্বাধীনতা কে প্রশ্নবিদ্ধ করে প্রকাশ্যে পোস্ট দেয়, তারা হয় দেশ প্রেমিক........তারা দলকানা না...যারা কানাডায় বসে নিজে সংখ্যালঘু হয়ে সব সুযোগ সুবিধা নিচ্ছে আর দেশে হিন্দু রা চাকরী পাচ্ছে, তাতে মনে হয় দেশ দোজগে পরিনত হয়েছে বলে কমপ্লেইন। কথায় কথায় দেশ বাসের অযোগ্য বলে হা হুতাশ... আর এই সব ব্লগারের কাছে তারাই বেশী দেশপ্রেমিক...
স্বাধীনটার কোন ডিফািনিং মোমেন্ট নাই কেন...এমন প্রশ্ন যারা করে তারাই দেশ প্রেমিক। আর আমরা দেশের যা আছে, তা নিয়েই সন্তুস্ট এটা বলাতে যারা স্বাধীনটার সময় বোম্বাই মরিচ নিয়ে পাকিদের অত্যাচার দেখেছে তারাও বলে উঠে দলকানা!!!! যারা সুইডেনে বসে দেশে বাল্যবিবাহ সাপোর্ট করে, তারা এনাদের কাছে আসল দেশপ্রেমিক..আর আমরা দলকানা ব্লগের সুশিল/কবি ব্লগার দের মতে
আই এম ভেরী প্রাউড টু বে supporter of 1971..... no qualms....

rape is not happening because we are independent....this is an age old problem...was very happy when the rapists were cross fired.

আপনি কি বলছেন...আমেরিকার রাস্তা ঘাটে সবাই অপেন সেক্স করতেই ব্যস্ত ....আমাদের লোকজন দের মতে...আফসোস দুই যুগের ও উপরে আমেরিকায় একবার ও কোন কাপল কে দেখলাম না রাস্তায়/পার্কে এই কাজে....

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু নব্য কবিদের কথা আর কি বলবো।
কাউয়া শকুনেরা দিনের মুক্তিযুদ্ধ, স্বাধীনত্‌ জাতীয় সংগিত, জাতীয় পতাকা লাল সবুজকে কটাক্ষ করে পর দিন লিখে যাচ্ছে। ওরা করবেই করুক। কিন্তু ব্লগের কবি?
কিছু কবি ভদ্রবেশে কবিতার চিপা দিয়া স্বাধীনতা বা পতাকাকে কটাক্ষ করবে, করে যাবে আর কমেন্টে কাউয়া শকুনেরা ইংলিশে ছাড়বে, আর প্রতিবাদ করলেই দলকানা উপাধী! কাউয়া শকুনেরা সংগবদ্ধ হামলা তো আছেই

মুক্তিযুদ্ধ বা স্বাধীনতার সপক্ষে লিখলে বলে দলকানা, আবার ইংলিশেও বলে।
কানাডায় বসে নিজে সংখ্যালঘু হয়ে সব সুযোগ সুবিধা নিচ্ছে, উনি তো এককাঠি উপরে ইংলিশে বলছে দলকানাকে সুধু ইগনোর করলে হবেনা, হামলে পরতে হবে!
ওনাকে এক নামী কবি জোয়ান অব আর্ক উপাধি দিল! হাসবো?

৫| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:১৭

চুলবুল পান্ডে বলেছেন: দালালি

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ভাই এই পোষ্টে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, জাতীয় সংগিত নিয়ে কিছু লিখিনাই

৬| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:৫৬

সৈয়দ তাজুল বলেছেন:
হাসান কালবৈশাখী,

যদি দেশে এই অপরাধীদের কঠোর শাস্তি দেয়া হয়, তবে ধীরেধীরে এ অপকর্ম কমতে থাকবে।

যখন দেখা যায়, স্থানীয় নেতাকর্মীদের আত্মীয়রা এ রকম কুকর্ম করে পার পেয়ে যায় তখন বাকি কুকর্মারা গোপনে এ কাজ চালিয়ে যায়। আর যোগাযোগ সৃষ্টি করে উপর মহলের সাথে। এভাবে পাপীরা বারবার পাপ করেও পাড় পেয়ে যাওয়ায় অল্প বয়সিরাও এদিকে ধাবিত হয়ে পারে। লজ্জার বিষয় হচ্ছে, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানেও আজকাল এ রকম কুকর্ম শুরু হয়েছে। প্রতিষ্ঠান সেগুলো গোপন করায় মানুষ জানতে পারে না। না জানাটাই উচিৎ।

বিচারবিভাগের কঠোর উদ্যোগই পারে এ অপকর্ম রোধ করতে, যদি শিক্ষা তার সাথে এগিয়ে আসে।

৩০ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০৪

হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্ষণ খুনখারাপি বা ডাকাতিরর মত গুরুতর অপরাধ।
ধর্ষক হিজাবধারি কে ধর্ষণ করল না জিন্সপ্যান্ট পরিহিতাকে ধর্ষণ করল সেটা বিবেচ্চ হওয়ার কথা না।
বেহিজাবী ধর্ষন করলে শাস্তি কমারও কথা না।
কারন ধর্ষক একজন গুরুতর ক্রিমিনাল। তার শাস্তি হবে।

পুলিশ ও বিচারবিভাগের কঠোর হচ্ছে।
আমার আগের এই লেখাটি পড়ুন - view this link

৭| ৩০ শে মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

অনুতপ্ত হৃদয় বলেছেন: জোর যার, মল্লুক তার …আজকে যারা এই অপকর্ম করতেছে তারাই আবার আইনের ফাক ফোকর দিয়ে বেরিয়ে আসতেছে……
অপরাধীর আর শাস্তি এটা ত অনেক দুরের কথা

৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আইনের ফাক ফোকর দিয়ে বেরিয়ে আসতেছে।
আমাদের বিচার ব্যবস্থা খুব ধিরগতির।
শাজনিন ধর্ষন-হত্যা বিচার ও শাস্তি হতে ২৫ বছরের উপরে লেগেছিল।
শাজনিনের পিতা বিশাল খমতাধর প্রথম আলোর মালিক। এরপরও ..

৮| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ৯:০৩

সুমন কর বলেছেন: হাহাহা.........(কিছু বললাম না !!)

৯| ৩০ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৭

এলিয়ানা সিম্পসন বলেছেন: অনেক আগে থেকেই দেখি ব্লগে অনেক রেপিস্ট মেন্টালিটির মানুষ। আমার ঘিন্না হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.