নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
৯০ দশকের 'দিগম্বর' এর মত 'হাতুড়ি' ও একটি প্রতিষ্ঠিত ব্রান্ডে পরিনত হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার পর।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দ’র ব্যানারে সমাবেশে বলা হয় -
হাতুড়ি একটি মারাত্মক অস্ত্র। এত ভয়ঙ্কর অস্ত্র নাকি বাংলার ৫০ বছরের ইতিহাসে এমনকি পাকিস্তান আমলেও দেখা যায় নাই।
এখন হাতুড়ু নিয়ে পাতার পর পাতা, টকশোতে ৭ দিন জাবত 'হাতুড়ি' চলছে ...
৯৪ এর শেষের দিকে আওমীলীগের এক হরতালে একজন পথচারি অফিস যাত্রীকে কয়েকজন পিকেটার জোড় করে বস্ত্র হরন করেছিল, মানে দিগম্বর করেছিল।
তখনকার হরতাল কারফিউর চেয়ে মারাত্মক ছিল।
তখন ইন্টারনেট ছিল না, টিভিও ছিলনা, শুধু বিটভি।
পত্রিকাওয়ালারাই এই 'দিগম্বর' শব্দটিকে প্রতিষ্ঠিত ব্রান্ডে পরিনত করে ফেলেছিল।
এখন চলছে 'হাতুড়ি'
২| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
না, তেমন কোন পয়েন্ট,বক্তব্য নেই ।
হঠাত মনে পড়ল তাই বললাম ।
সিটিসেল এত রাষ্ট্রীয় সুবিধা,সর্বাধুনিক কোডডিভিশন মাল্টিপ্লেক্সিং ব্যাবহার করেও বাজার পায়নি। জাপান-কোরিয়াতে সিডিএমএ তুংগে। কিন্তু এদেশে বাজার পাইলো সেকেলে মডেলের জিএসএম।
ব্রান্ড,বাজার পাওয়াটাও ভাগ্যের ব্যাপার।
এখন রাজনীতি তে হাতুড়ি পাইল।
৩| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫১
চাঁদগাজী বলেছেন:
মওলানা ভাসানী ও শেখ সাহেবের দল অবশেষে বিএনপি-জামাতের স্তরে নেমে এসেছে।
১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
নতুন কি? এ ত অনেক আগে থেকেই .।
৪| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪২
ব্লগ মাস্টার বলেছেন: বিএনপির আসলে কোনো লজ্জা সরম আছে বলে মনে হয়না।
১১ ই জুলাই, ২০১৮ রাত ১২:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
এখানে আম্লিগ বিম্পি নেই ... হাতুড়ি চলছে
৫| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৪৫
ব্লগ মাস্টার বলেছেন: ব্লগার চাঁদগাজী স্যার সম্ভবত ২০১৮ সালে জন্ম গ্রহণ করেছেন।তাই তাকে নতুন ভাবে বাংলায় স্বাগতম।
১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৭
হাসান কালবৈশাখী বলেছেন:
মাঝে মাঝে মনে হয় ... উনি এই মাত্র জন্মগ্রহন করেছেন!
৬| ১০ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
@ব্লগ মাস্টার ,
আমি অতি সম্প্রতি চাঁদ থেকে পৃথিবীতে এসেছি; নাম দেখা বুঝা সহজ, চাঁদে বসবাসরত গাজী থেকে চাঁদগাজী
৭| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৭:০০
ব্লগ মাস্টার বলেছেন: তাইতো বলি প্রিয় চাঁদগাজী স্যার আপনাকেই খুঁজছে ক্লোজাপ ১ । গান গাইতে পারেনতো ?
৮| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৭:১৪
কানিজ রিনা বলেছেন: চাঁদগাজীর কাছে প্রশ্ন, এখন আসল মুক্তি
যোদ্ধা কতজন বেঁচে আছেন। রাজাকার আল
বদরইবা কতজন জীবিত আছে। মুক্তি যোদ্ধার
সন্তানেরা মুক্তি যোদ্ধা হতে পেরেছে?
রাজাকারের সন্তানেরা কি আলবদর মানুষীকতা
গড়ে উঠেছে কিনা?
এখনতো আবার সরকারের অন্যায়ের বিরুদ্ধে
কথা বললে রাজাকার উপাধি পায়। যেমন
পেয়েছেন ডাঃ কামাল,কাদের সিদ্দিকী, আসম
আব্দুর রব,বারিষ্টার আমিরুল, এরকম অনেক
অনেকে।
এখন জামাতের গন্ধ পাওয়া যাচ্ছে কোটা
সংস্কার আনন্দলনের হাজার ছাত্ররা রাজাকার।
প্রধান মন্ত্রী বলেছিলেন আন্দলন কারীদের
চেহারা দেখে রাখা হয়েছে।
এখন চেহারা দেখে যাদের ধরে রিমান্ড রিমান্ডে
নেওয়া হয়েছে তারা কি রাজাকারের পরিবারে
জম্ম নিয়েছে কিনা তদন্ত হওয়া জরুরীী।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযোদ্ধারা বেশীরভাগই বেঁচে আছেন। চিন্তার কিছু নেই।
মুক্তিযুদ্ধকালিন মুল যুদ্ধে মুক্তিযোদ্ধারা তেমন মরেনি। কারন যুদ্ধে ফেইস টু ফেইস কম্ব্যাট খুব কমই হয়েছে, কারন ডিসেম্বরে যুদ্ধ ডিক্লেয়ার হলেও সম্মুখ যুদ্ধ তেমন হয়নি, হয়েছে পলায়ন। ঢাকার দিকে পলায়ন।
পাকিদের যুদ্ধ ছিল মুলত নিরিহ গ্রামবাসী হত্যা, পরিকল্পিত গণহত্যা
পাকি সৈন্যরা ঢাকার দিকে পালাতে থাকে। আর গ্রামবাসিদের জিজ্ঞেস করতে থাকে "ইন্ডিয়ান আর্মি কিধার হ্যায়" জানতো মুক্তিযোদ্ধারা পেলেই কুত্তার মত গুলি করে মারবে। ইন্ডিয়ানদের পায়ে ধরবে, ইন্ডিয়ানরা বাচাবে।
ভুয়া মুক্তিযোদ্ধা খুব একটা থাকার কথা না, ভুয়া ঢুকা সুরু করেছিল ৩৫ বছর পর, যখন থেকে মুক্তিযোদ্ধা ভাতা চালু হয়। অর্থাৎ আর্থিক কারনে। ভুয়ারা টাকা দিয়ে তালিকায় ঢুকলেও কোন পদে সুযোগ পেলেও পরে ভেরিফিকেশনে বাদ পরেছে, অনেক কর্মকর্তার চাকুরি গেছে এরকম শত শত উদাহরন আছে। ভুয়া থাকতে পারে তাই কোটা বাদ দিতে হবে। এসব অগ্রহণযোগ্য দাবী।
রাজাকার আল-বদররা অনেক ভাল আছে।
আগে ভিক্কা করতো, কোরান খতম, জাকাত ফেত্রায় কোরবানির চামড়া বেচে জিবিকা নির্বাহ করতো।
বর্তমানে দেশের ৬৫% অর্থনীতি অর্থ-সম্পদের মালিক। প্রতিটি জামা্তি মাফিয়া শত কোটির মালিক। গরিবের জন্য বিশ্বের যাকাত সদকার ফান্ডিয়ে রাবেতার টাকা মেড়ে মিরকাশেম একাই হাজার কোটির মালিক হয়েছিলেন।
জামাতি ইন্টারন্যাশানাল ফান্ডিং ব্যাপারে আলোচিত সৌদি যুবরাজ সালমান কিছু তথ্য ফাস করেছেন।
সৌদি ফান্ডিং তো ছিলোই, সাউত এশিয়ায় কথিত কমুনিষ্ট প্রভাব কমাতে সালাফিবাদ প্রমোট করতে বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কিন ডোনেসনও ছিল। এই বিপুল অর্থের পাহাড় ইসলামের কোন কাজে লাগেনি। জামাত নেতারা শতকোটির মালিক হয়েছে।
শুষ্ঠ নির্বাচন হলে বিএনপি না, এবার সিলেটে জামাত প্রার্থি নিশ্চিতভাবে জয়লাভ করবে।
তাদের বিপুল অর্থ, হাজার হাজার হেজাবধারী এজেন্ট হাউস টু হাউস, পারসন টু পারসন।
মাথায় কোরান, বাচ্চার মাথায় হাত রেখে শপথ! "আল্লার আইন চালু করতে জামাত প্রার্থিকে ... দিব"। এরপর দুহাজার টাকার কড়কড়ে নোট। দুহাজার ছি গতবার। এবার নোট ৫ হাজার টাকা হবে। জামাতিদের অফুরন্ত টাকা। একটা ভোটও মিস যাবে না।
৯| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:০১
ঢাবিয়ান বলেছেন: যেই তড়িকুলের পা হাতুড়ি দিয়ে ভাঙ্গা হয়েছে, সে চিকিৎসা পায়নি ঢাকা মেডিকেলে। জমি বিক্রি করে মাত্র ৫০হাজার টাকা নিয়ে এসে তার বাবা ছেলের চিকিৎসা করাচ্ছে গাজীপুরে।সহপাঠী ছাড়া আর কাউকে পাশে পায়নি তড়িকুল।
টকশোর দরকার টকের টপিক। হাতুড়ির গুষ্টি উদ্ধার করে টক শোএ আগুন ঝড়া বক্তৃতা দেবে অতিথিরা। আমজনতা ঘরে বসে হাততালি দেবে। কিন্তু তড়িকুলদের পাশে গিয়ে দাঁড়াবে না কেউ। আমাদের চেয়ে বড় ভন্ড এই দুনিয়ার অন্য কোন দেশে নাই।
১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
তরিকুল/ হাতুড়ি পেটা ঘটনা ঢাকার নয়। রাজশাহীর।
বিপ্লবী চেতনায় অন্ধ বধির হয়ে গেছেন।
এটা রাজশাহীর ঘটনা। তরিকুল পর্যাপ্ত চিকিৎসা পেয়েছিল।
রামেক ডাক্তার সাহেব নিজেই বলেছেন তরিকুল হাসপাতালে এলে তাৎক্ষনিক তরিকুলের এক্সরে করা হয়। তরিকুলের ভাংগা পা রক্তাক্ত ছিল না, ভেতরে হাড্ডি ক্র্যাক ছিল। তাকে পর্যাপ্ত চিকিৎসা দিয়ে ব্যান্ডেজ দিয়ে, অসুধপত্র দিয়ে পরদিন ছুটি দেয়া হয়। ১৫ দিন পর আসলে আবার এক্সরে হবে, তার পর অবস্থা বুঝে ১০-১৫ দিন পর ব্যান্ডেজ খুলতে আবার আসতে হবে।
গুরুতর বাদে সাধারন হাড্ডি ভাংগা সকল রোগিদের জন্য এটাই নিয়ম।
কিন্তু এখানেও মিথ্যা প্রপাগান্ডা। মিথ্যা প্রচার চলছে,
এখনো বলে যাচ্ছে তরিকুলকে চিকিৎসা না দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়া হয়েছে। নির্লজ্জ মিথ্যুক বেহায়ার দল।
১০| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক নাম অনেক পরিচয়তো হল।
তাহলে এবার বোধহয় বলা যায়- দিগম্বর লীগের পর হাতুরি লীগ
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
হাতুরি লীগ না, হাতুরি ছাত্রলীগ বলা যায়।
যেহেতু ব্রান্ডিং অলরেডি হয়ে গেছে।
১১| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩০
কলাবাগান১ বলেছেন: প্রায় ৭৫-৮০% নিয়োগ হচ্ছে মেধার ভিত্তিতে কিন্তু কোটার বিপক্ষের লোকজনের চোখের বালি হল মুক্তিযোদ্ধা কোটা (যদিও আমি নাতি-পুতির কোটা দেওয়া কে মনে করি মেধাবীদের সাথে মকারি)
অন্য কোটা যদি ৩০% ও থাকে কোন প্রবলেম নাই...চোখের শুল হল মুক্তিযোদ্ধা কোটা।
আপনার ব্লগে মন্তব্য করা কয়েকজনের পোস্ট পড়লে ই বুঝা যায়...উনারা এই ইস্যু নিয়ে বিপ্লব চান... আর বিপ্লব হল এই চান্সে যদি আবার রাজাকারের গাড়ীতে পতাকা টা তোলা যায়। লন্ডন থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে ফোন আসে এই আগুনে পোড়া আলু খাওয়ার জন্য, তখন এনাদের বিপ্লব যে আসলে কি তা বুঝতে আর কস্ট হয় না।
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৯
হাসান কালবৈশাখী বলেছেন:
মুক্তিযোদ্ধাদের নাতি-পুতি দের সুযোগ দেয়া হয়েছিল অত্যন্ত সংগত কারনে।
৩৫ বছর পর কোটা কার্যকর ভাবে চালু হলে কোন মুক্তিযোদ্ধাই কোটার সুবিধা পায় নি।
সন্তানদের বয়সও ৩০ পার হয়ে গেছে।
তাদের ঋন কিছুটা তো সোধ দেয়া দরকার। অত্যন্ত স্পষ্ট বাস্তবতার কারনেই নাতি নাতনিদের সুযোগ দেয়া হয়েছে।
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
তার প্রতারনার আশ্রয় নিয়ে শাহাবাগ দখল করেছিল।
প্রতারনা করে সবার হাতে মুজিবের ছবি দিয়ে এক সকালেই শাহাবাগ ভরে
রাস্তা বন্ধ,ঢাকা অচল! বঙ্গবন্ধু ছবি দেখে পুলিশ তাৎক্ষনিক ব্যাবস্থা নিতে অনেক দেরি করে।
এরপর আর বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু নাম তুলে গালাগালি।
এই প্রতারকদের আরো বেশী পিটানো দরকার ছিল।
প্রধানমন্ত্রী শুন্য কোটা ঘোষণার বিকল্প ছিল না!
তবে, প্রধানমন্ত্রী শুন্য কোটার কথা বলার পর আরো কিছু বলেছিলেন,
আদিবাসী, নৃগোষ্ঠি কিছু কোটা রাখতেই হবে
যারা কোটার সুবিধা প্রাপ্ত কিছু (নারী/মু্ক্তিযোদ্ধা/আদিবাসী/প্রতিবন্ধী) তাদের জন্য রাষ্ট্র ভিন্ন পদক্ষেপ নিবে।
সেই ভিন্ন পদক্ষেপ কি এত সহজেই নেওয়া সম্ভব? কোটার সুবিধা পায় এমন কয়েকটি মন্ত্রণালয় আছে।
স্টাডি করে সকল গোষ্ঠির সুপারিশ কি ১-২ মাসেই পাওয়া সম্ভব?
রোজা ঈদ গেল, তারপর অতি-গুরুত্তপুর্ন বাজেট অধিবেসন। এইসব বাদ দিয়ে শুধু কোটা ফোটা নিয়ে পরে থাকতে হবে!
এই সকল বাস্তবতা না বুঝে, না জেনে যে সকল শিক্ষিত শয়তান, আর কিছু বখাটে পোলাপান অনবরত বলেই চলেছে একটি প্রজ্ঞাপন দিলেই নাকি ঝামেলা শেষ!! এই সকল বদমাশের দল, জানেনা তারহুরা করে শুন্য কোটার প্রজ্ঞাপন জারী হলে প্রান্তিক পিছিয়ে পড়া মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে! মানবধিকার লঙ্ঘন হবে, আদালতে রিট হবে, একটা বড়সড় অরাজগতার শৃষ্টি হবে।
আসলে কোটাফোটা কিছু না , বিপ্লবের স্বপ্ন! গন্ডোগল পাকানো। ওটাই কারন।
১২| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমি কিছু বলতে পারমুনা। মা আমাকে কথা বলতে নিষেধ করেছেন।
১১ ই জুলাই, ২০১৮ ভোর ৪:০৮
হাসান কালবৈশাখী বলেছেন: - লক্ষী ছেলে!
১৩| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৪
রাজীব নুর বলেছেন: অমানুষ তুমি (ছাত্রলীগ) গোপনে..
১৪| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৮
টারজান০০০০৭ বলেছেন: কোটা আন্দোলন যৌক্তিক হইলেও অনর্থক মনে হইতেছে !
কিন্তু ইহা লইয়া বাআলবৈশাখী আর বাআলবাগানের পোস্ট এবং মন্তব্য ব্লগের বিনুদুন বাড়াইতেছে ইহাতে কুনু সন্দেহ নাই !
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২২
হাসান কালবৈশাখী বলেছেন:
কোটা আন্দোলন যৌক্তিক হয় কিভাবে?
এই আন্দোলন টোটালি সভ্যতা বিরোধী, জেন্ডার সমতা বিরোধী, রাষ্ট্রিয় ওয়েলফেয়ার বিরোধী, সংবিধান বিরোধী কিছু বখাটেদের আন্দোলন।
আদিবাসি/খুদে নৃগোষ্ঠি, পঙ্গু, এজিবিটি ও মহিলা কোটা থাকতেই হবে। সকল সভ্য দেশেই আছে।
বাংলাদেশ জেন্ডার ইকুইটি স্বাক্ষরকারি দেশ। চাকুরি বাজারে নারী-পুরুষ সমতা বা একটা কাছাকাছি গ্রহযোগ্য সমতা না আসা পর্যন্ত এসব সুরক্ষা দিতে রাষ্ট্র অংগিকারাবদ্ধ।
জেলা কোটাও থাকতে হবে। সরকারি উচ্চপদে ৯০% কুমিল্লা সিলেটের। উত্তরবঙ্গের একটাও নেই! জেলা বৈষম্য কমিয়ে আনাটাও জরুরি।
মুক্তিযোদ্ধা কোটাও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে হবে।
১৫| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৩
ফেনা বলেছেন: সামরিক বাহিনীতে কি "হাতুরি" অস্ত্র হিসাবে ঘষিত হবে???
আমি না জাতি জানতে চায়।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
হাতুড়ির সাম্প্রতিক সাফল্যে সামরিক ও সীমান্তরক্ষী বাহিনীতে "হাতুড়ি" কে অস্ত্র হিসাবে ব্যাবহারের সাম্ভাব্যতা যাচাই করতে একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে।
১৬| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:২৯
ঠাকুরমাহমুদ বলেছেন: আমিও জানতে চাচ্ছি দেশে কি সামরিক আধা সামরিক বাহিনীতে হাতুড়ি একটি অন্ত্র হিসেবে ব্যাবহার হবে !!!
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
হাতুড়ির সাম্প্রতিক সাফল্যে সামরিক ও সীমান্তরক্ষী বাহিনীতে "হাতুড়ি" কে অস্ত্র হিসাবে ব্যাবহারের চিন্তাভাবনা শুরু হয়েছে।
"হাতুড়ি" কে অস্ত্র হিসাবে ব্যাবহারের সাম্ভাব্যতা যাচাই করতে একটি টেকনিক্যাল কমিটি করা হয়েছে।
১৭| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: বাংলায় হাতুড়ির ঝনঝনানি শুনা যাচ্ছে। জাতির জন্য সুদিন অপেক্ষা করছে!
১৮| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: এদের পতন হওয়া দরকার। এমন বর্বরতা অতীতে ঘটেনি।
১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪
হাসান কালবৈশাখী বলেছেন:
পতন তো হবেই, কেউই বেশিদিন থাকে না। থাকতে পারে না।
কিন্তু বস, পতনের পর টেইকওভার করতে পারবেন তো?
বিম্পি-জামাত খাম্বাচোরাদের উপর আমার ভরসা নেই।
ইরানে রাজ শাহির বিরুদ্ধে আন্দলনে নেতৃত্ব ও ফ্রন্টলাইনে ছিল বামপন্থিরা ও মধ্যপন্থিরা, কিন্তু আন্দোলন দখল করলো মোল্লারা।
রাজতন্ত্র পতনের পর মোল্লারা 'টোটালেটরিয়ান রাজ' চালু করলো বামপন্থি গণতন্ত্রী ও মধ্যপন্থিদের নির্বংশ করা হলো, বাকিগুলোকে বিদেশে খুনি পাঠিয়ে খতম করা হলো। চিরস্থায়ী হলো 'টোটালেটরিয়ান রাজ'।
মিশরেও একই ঘটনা, আন্দলনে নেতৃত্ব ও ফ্রন্টলাইনে ছিল ব্লগার, বামপন্থিরা ও মধ্যপন্থিরা। কিন্তু ক্ষমতা দখল করলো ইসলামিষ্ট জঙ্গিরা। পরে সামরিক জান্তা। চিরস্থায়ী হলো 'টোটালেটরিয়ান রাজ'।
একটু ভিন্ন ভাবে টার্কিতেও।
জীয়াউররহমান স্টাইলে কথিত কু এর উসিলায় শত শত সামরিক অফিসার খতম করা হলো, আরো কয়েকশো আছে ফাসির অপেক্ষায়। জেলে কত হাজার আছে কেউ জানে না। প্রশ্ন করার সাহসই পায় না।
প্রতিষ্ঠিত হলো টার্কিতে এরদোগানের 'টোটালেটরিয়ান রাজ'। চিরস্থায়ী।
"বাকস্বাধীনতা/প্রেসফ্রীডম" ? এইটা আবার কি জিনিস?
১৯| ১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৪
নতুন বলেছেন: ভাল এখন জামাত বিএমপি ক্ষমতায় আসবে বলে হাতুড়ী পেটা সমথ`ন করতে হবে?
শেখ হাসিনা তার ক্ষমতাকে ভালো ভাবে কাজে লাগালে জনগনই বিএনপি/জামাতকে ভুলে তাকেই ক্ষমতায় রাখতো।
মাহাতির ৯০ বছরে ক্ষমতায় এসেছে.... তিনি খুবই স্ট্রিক্ট, তার ছাত্রলীগ নাই...তার দলে শামিম ওসমান, জয়নাল হাজারীর মতন নেতা এমপি নাই...তিনি সকালে সবার আগে অফিসে যাইতেন....তিনি যখন তখন বিভিন্ন অফিসে ঢু মারতেন....
নিয়ত ভালো থাকলে উপায় বের করা সম্ভব.... শেখ হাসিনার সেই নিয়াত দেখছিনা।
৩০% নাতীপুতি কোটার এখন দরকার নাই। আর কোটা আন্দলন কি কোটা বাতিলের জন্য হয়েছে না কি স্ংস্কারের জন্য আন্দলোন হয়েছে?
কাঠেরপুতুল খালেদা জিয়াকে ব্যবহার করে তার পেছনের মানুষ কলকাঠি নেড়ে দেশে জামাতীকে মন্ত্রী বানিয়েছে...
হাসিনার কিছুই হারানোর নাই.... দেশের দূনিতি/সন্ত্রাস/মাদকের বিরুদ্ধে ১০০% দেশপ্রেম নিয়ে যুদ্ধে গেলে উনার জীবনের ঝুকি আছে কিন্তু দেশের যেই অবস্থায় গেছে সেখান থেকে সভ্য/উন্নত দেশের কাতারে নিতে হলে হাসিনার তেমন ঝুকি নিয়ে যুদ্ধ করার মন নিয়ে কাজ করতে হবে। তবে তাকে শেখ মুজিবরের মতন মনে রাখবে মানুষ.... নতুবা ছাত্রলীগের হাতুড়ীর শেখ হাসিনার ইমেজ ধ্বংস করছে মাত্র।
১২ ই জুলাই, ২০১৮ রাত ২:০০
হাসান কালবৈশাখী বলেছেন:
জামাত বিএমপি ক্ষমতায় আসবে বলে হাতুড়ী পেটা সমথ`ন করতে হবে?
এটা তো শুনছি কোটা সংস্কার আন্দলন, নট জামাত বিএমপি ক্ষমতায় আসার আন্দোলন।
এটা যদি সত্যই বিম্পি-জামাত প্রতিষ্ঠার আন্দোলন হয়ে থাকে এসব প্রতারক আন্দোলনকারিদের পিটিয়ে পাছার চামড়া তুলে ফেলা উচিত।
২০| ১২ ই জুলাই, ২০১৮ রাত ২:৪২
নতুন বলেছেন: এটা সাধারন ছাত্রদের আন্দলোন....
কিন্তু ছাত্রলীগ এখানে এদের পেটাতে গেলো কেন?
ক্ষমতার লোভ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের কতটা নিচে নামাতে পারে সেটা আরেকবার দেখালো।
ছাত্ররাজনিতি বন্ধকরতে হবে।
এই রকমের কাজই শেখ হাসিনার নাম ডুবাবে।
১২ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাত্রলীগ নিচে নামার কিছু নেই। নিচেই আছে। একটা বিশৃক্ষল দল, বেশিরভাগ সময় এরা নিজেরাই নিজেদের পেটায়।
কিন্তু মেধাবী দাবীদাররা কি করলো। মাত্র দুমাসেই প্রজ্ঞাপন চায়। নইলে অবোরোধ।
রোজা রমজান ঈদ , তারপর অতি-গুরুত্তপুর্ন বাজেট অধিবেসন। বাজেট বাদ দিয়ে এইসব বখাটে বেয়াদব আবদার মিটাতে শুধু কোটা ফোটা নিয়ে আলোচনা, বা আলোচনা বাদেই সংসদে বিল আনা, পদক্ষেপ প্রস্তাব কি এত সহজেই নেওয়া সম্ভব?
দেশে যুদ্ধপরিস্থিতি থাকলেও বাজেট বাদ দিয়ে তারাহুরা করে কোটা প্রজ্ঞাপন হতে পারে না।
কোটার সুবিধা পায় এমন কয়েকটি মন্ত্রণালয় ৪-৫ টি আছে।
এক্সপার্ট স্টাডি করে সকল গোষ্ঠির সুপারিশ কি ২-১ মাসে পাওয়া সম্ভব?
২ বছর লাগলেও বলবো ঠিক আছে।
২১| ১২ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হাতুড়ির সাথে সাথে কিছুটা কাস্তেরও ইস্তেমাল (ব্যবহার) করতে পারে ছাত্রলীগ | তাহলে ছাত্রলীগের গায়ে কিছুটা হলেও সমাজতন্ত্রের সুবাস পাওয়া যাবে !
১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
গুড়ু স্বামী বিশুদ্ধানন্দ .. ইউ গ্রেট!
২২| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:২৯
রাকু হাসান বলেছেন: সেই হাতুরি টা এখনও ভেসে আসে বারবার,কত টা নির্মম হলে এভাবে আঘাত করতে পারে ...........সেটা দেখার পর কয়েকদিন একটা ঘুরের মধ্যে ছিলাম । আপনার লেখা প ড়ে গেল । এইসব কবে বন্ধ হবে !!
২৩| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:২৪
উদাসী স্বপ্ন বলেছেন: আমার কথা একটাই, লীগ মানেই একটা সন্ত্রাসী সংগঠন এবং বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিলো, উচিত ছিলো হাসিনা এবং তার শিশু বাচ্চা জয়কেও তখন হত্যা করা। তাহলে দেশে এই হায়েনার তান্ডব দেখতো না। এখন যদি বলেন খালেদা তো তখন একচ্ছত্র রাজ করতো। ভাই, ৮ পাশ মহিলার যে বুদ্ধি, এরশাদই তার স্ক্রু টাইট দিয়া দিতো। আপনে কি মনে করেন এরশাদরে খালেডা নামাইছে? হাসিনা স হ অন্যান্য বাম বিশেষ কইরা ছাত্র ইউনিয়নই এইটা করছে। বিএনপি তখন হালে পানি দিছে।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৩:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: মূল পয়েন্ট কী? তাছাড়া এত কিছু করেও তো আওয়ামী লীগকে সরানো যাচ্ছে না। ৯৬-তে আনজাম মাসুদের 'দিগম্বর' করা ছবি দিয়ে আওয়ামী লীগকে পচানো গিয়েছিল। এখন তো কিছুই করা যায় না। এমন কি বিশ্বজিতের 'চাপাতি' দিয়েও নয়...