নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
বাচ্চারা। সুযোগ সন্ধানীরা ঢুকে পড়ার আগেই বাসায় ফিরে যাও।
যাতে আবার ফিরে আসতে পার। তোমাদের এরপরও দরকার আছে।
এর আগে সকল দাবী মেনে নেয়ার পরও যথা সময়ে না ফিরে যাওয়াতে শাহাবাগ আন্দলোনে দাবী মানার পরও যথাসময়ে ফিরে না যাওয়ায় হেফাজট দানব জন্ম নিয়েছিল।
পরে হেফাজত এপ্রিল মাসে রাস্তা কাপিয়ে যথাসময়ে ফিরে যাওয়াতে মে মাসে আরো বেশী শক্তি নিয়ে আবার ফিরে আসতে পেরেছিল।
মে মাসে ফিরে এলে সুযোগ সন্ধানী ছাগুরা খাম্বারা ঢুকে পড়ে, ভাংচুর করে গাছপালা কেটে আনলিমিটেড নৈরাজ্য শুরু করে দেয়। অনির্দিষ্টকাল বসে থাকার ইচ্ছা ব্যাক্ত করে। এই বাড়াবাড়ির ফল, আর কখনোই রাস্তায় ফিরতে পারেনি হেফাজত।
একই ভাবে অনুপ্রবেশকারিদের উষ্কানী ও ধর্যহীনতার কারনে কোটাসংস্কার আন্দোলনও মার খায়। কিছু ছাগু জিতেগেছি জিতেগেছি ভেবে বুকে 'আমি রাজাকার' লিখে ছাগু ব্রান্ডিং করে মুল আন্দোলনের কবর রচনা করে।
স্কুলের শিশুরা ড্রাইভিং লাইসেন্স চেক করছে, আর ফেসবুকে তারা বাহবা দিচ্ছে !
এই বাচ্চারা ড্রাইভিং লাইসেন্সের কি বুঝে ? সিকুরিটি মার্ক? কোনটা পেশাদার, কোনটা ভাড়ী যানবাহনের? তাছাড়া ড্রাইভিং লাইসেন্স থাকলেই কি এক্সিডেন্ট কমে যাবে ? এরকম লাইসেন্স তো টাকা দিয়ে প্রতিমাসে একটা বের করা যায় !
সমস্যা লাইসেন্স থাকায় নয়।
সমস্যা লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায়, দুর্নীতিতে, মানুষের অভ্যাসে । ৫০ বছরের জঞ্জাল পরিস্কারের মত কঠিন এবং প্রায় অসম্ভব কাজে শিশুদেরকে ব্যবহার ভাল কোন জিনিষ নয়। এটি বাহবা দেবার বিষয় না, গভীর উদ্বেগের বিষয়, বাচ্চাদের নিরাপত্তার বিষয়।
যে জিনিষ বিশ্বের কেউ করতে পারে নাই, আমেরিকায় প্রতি বছর কমবেশি চল্লিশ পঞ্চাশ হাজার মারা যাচ্ছে।
মানে বাংলাদেশ দূর্ঘটনা মুক্ত সড়ক! আমাদের বাচ্চারা দুই দিনেই তা করে ফেললো? বাংলাদেশে আর সড়ক দূর্ঘটনা ঘটবে না?
ইস্যু আসে, ইস্যু যায়! মাঝখানে প্রতিটি ইস্যুতেই ছাগুদের খাম্বাদের চোখের রাজ্যের আশা, কত্ত ভরসা, স্বপ্ন ভর করে! নিজেদের তো মুরোদ নেই অন্যের বল, মগজের উপর ভর! জামাতি-বামাতিদের চোখে তখন সাধারণ বেকার গ্রাজুয়েট, স্টুডেন্ট, বিক্ষুদ্ধ স্কুলড্রেস পড়া বাচ্চাগুলো স্পার্টাকাস রবিনহুড হয়ে দেখা দেয়! সয়নে স্বপনে বিপ্লবের পদধ্বনি ভাসতে থাকে। সুযোগসন্ধানী হায়না চিফ লন্ডন থেকে ফোনে আরো বড় কিছুর জন্য ষড়যন্ত্র, কিছু ছাগু জিতেগেছি ভেবে 'আমি রাজাকার' লিখে মুল আন্দোলনের বারোটা বাজায়।
শেখ হাসিনা সঠিক যথাসময়ে ১ বালতি পানি ঢেলে দেয় তখন সব শেষ। পানি লেগে সব কুকঁড়ে যায়! এরপর পিপড়েগুলো লেংড়াইতে লেংড়াইতে বাসায় ফিরে। আর কখনোই ইহজনমে বাইরে আসতে পারে না।
বাচ্চারা সুযোগ সন্ধানীরা ঢুকে পড়ার আগেই বাসায় ফিরে যাও।
যাতে আবার ফিরে আসতে পার। তোমাদের এরপরও দরকার হবে।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
এই ইশুতে শা খানের কোন দোষ দেখি না।
হাসির সময়ে সেই এক্সিডেন্টের ব্যাপারে কিছুই জানতেন না।
ঘটনার দিন শা খান মংলা বন্দর কন্টেইনার টার্মিনাল উদবোধন করে সাংবাদিকের প্রশ্নের জবাব দিচ্ছিলেন।
প্রশ্নউত্তর পর্বের শেষের দিকে ২ ঘন্টা আগের দুর্ঘটনার ব্যাপারে কিছু বলতে বলা হয়।
ওনার উত্তর ছিল আমি নৌ পরিবহন মন্ত্রী, সড়ক দুর্ঘটনা আমার এখতিয়ার না। আপনারা জাহাজ বা নদি নিয়ে নিয়ে প্রশ্ন করেন।
এরপরও সাংবাদিকরা কিছু একটা বলার জন্য চাপাচাপি করছিল।
এরপর চাপাবাজ শা খান হাসিমুখে কিছু ফালতু কথা বলেন। বা বলতে বাধ্য হন।
২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০৩
ইনাম আহমদ বলেছেন: গাড়ীর লাইসেন্সের বাচ্চারা কি বোঝে? বহু গাড়ীর লাইসেন্স ১০০০ সিসির, চলছে ৩০০০ সিসির বড় বাস। বাচ্চাদের সিলেবাসে কি ট্রাফিক কোড যোগ করা হয়েছে?
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:২৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ। ভাই। আমি সেটাই বলতে চেয়েছি।
৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:১৭
ইব্রাহীম আই কে বলেছেন: আপাতত সুযোগ সন্ধানী বলে কাউকে দেখতে পাচ্ছিনা। বরং সরকার দল এটাকে চাচ্ছে ভিন্ন খাতে মোড় নেওয়াতে, না হয় এতদিন হয়ে যাওয়ার পরও কোমলমতি শিক্ষার্থীদের দাবী কেন মেনে নিচ্ছেনা।
আর আপনি শুধুমাত্র ছাত্রছাত্রীদেরকে বললেন। নিরপেক্ষভাবে বললেও তো মাফিয়া সন্ত্রাস এর ব্যাপারে কিছু বলার দরকার ছিল।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
এই লেখাগুলো নিশ্চয়ই বাচ্চাটি লিখে নি।
কেউ একজন লিখে দিয়েছে, হয় বড়ভাই নামধারি, বা টিচার! সে কেমন টিচার বুঝেন?
৪| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২৩
রাকু হাসান বলেছেন: হাসান ভাই ! আমার মতে হাসিনার মিষ্টি কথায় কান দেওয়া টা বড় ভুল ছিল কোটা আন্দোলন কারীদের ।জোয়ার ভাঁটা তো সব সময় হয় না ,আসেও না , একবার দমিয়ে গেলে এভাবে ফিরে আসাটাও কঠিন । কেননা বেশি সময় পেলে সরকার একটা ফায়দা নিয়ে নিবে ,যেভাবেই হোক ।
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনার মিষ্টি কথায় কান দিলেই বরং কিছুদিন পর ফিরে আসতে পারতো।
কিন্তু তারা টাইম দেয় নাই।
ড. সাদাত হোসেন বলেছিলেন কোটা সংস্কার করতে কমপক্ষে ২ বছর লাগবে।
কিন্তু তথাকথিত নেতারা ১ দিনের কর্মদিবসও টাইমও দেয় নি। (ঈদ, রোজা, অতিগুরুত্বপুর্ন বাজেট অধিবেশন সময় বাদে)
৫| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: অথবা, শিশু লীগ আসার আগেই বাসায় ফিরে যাও।
তবে বক্তব্যে সহমত। এসব বাচ্চাদের কাজ না। এগুলো হল বড়দের দেখে দেখে শেখা। যে কোন ইস্যুতে রাস্তা বন্ধ, গাড়ি ভাঙা এসব সংস্কৃতি থেকে বের হতে পারছি না আমরা। তার উপর একটা বাহিনীকে এভাবে অশ্লীল গালি দেয়াটা সভ্য দেশের বাচ্চারা না করলেই পারে। তাদের ঘরে ফিরে যাওয়াই উচিত...
০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
একমত হওয়ার জন্য ধন্যবাদ।
অশ্লীল গালি, লিখিত গালি দেয়াটা কোন ভাল কিছু না।
পুলিশের হাতে মার খাওয়া নতুন কিছু না। এর আগে এরচেয়ে শতগুন মারখেয়েও খাস অসভ্য শিবিরও এরকম অশ্লিল বাক্য উচ্চারন করে নি।
৫২, ৭১, ৯০ কোন আন্দোলন কোন আশালিন গালাগালি দেখা যায় নি।
আর কোন অঘটন ঘটার আগেই তাদের ঘরে ফিরে যাওয়া উচিত।
৬| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:০৮
ব্লগ মাস্টার বলেছেন: সহমত।
৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪২
ভ্রমরের ডানা বলেছেন:
একমত!
০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন: - ধন্যবাদ।
৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৪৫
রোকনুজ্জামান খান বলেছেন: Egula nichok ekta paglami char r kisu noy
Egular pichoner hota Der Science of Humar low.
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:০১
হাসান কালবৈশাখী বলেছেন:
সেন্স অব হিউমার লো হবেই।
কারন যে সব শিক্ষক অভিভাবক এই স্লোগানগুলো লিখে দিয়েছে তারা হয়তো বস্তিবাসি টোকাইর মত আনকালচার্ড
৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:৫১
চাঁদগাজী বলেছেন:
এই ডাকাত ও বেগম জিয়ার সময়ের স্বরাষ্ট্র উপমন্ত্রী একই পদার্থের তৈরি
১০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:০৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: দেশ, জনগণ নিয়ে না ভাবলে এভাবেই একের পর এক আগুন জ্বলতে থাকবে আর আমাদের
হাসি আপা পানি ঢেলে ঠাণ্ডা করতে থাকবেন। কিন্তু, উনি আসলেই পারছেন পুরো আগুন নেভাতে?
কোটা আন্দোলন পুরোপুরি নিভে গেছে এটা ভাবা কি যথাযথ? আমি তো এই আন্দোলনের ভিতরে কোটা আন্দোলনের আগুনও দেখছি!
হাসু আপার উচিত সময় থাকতে কুটনামি ভাবনা বাদ দিয়ে জনগণ নিয়ে ভাবা। নইলে, এইসব আগুন একত্রে জ্বলে উঠলে উনার সাথে সাথে দেশটাও জ্বালে পুড়ে শেষ হয়ে যাবে।
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬
হাসান কালবৈশাখী বলেছেন:
এই আন্দোলনের ভিতরে কোটা আন্দোলনের স্বপ্ন দেখছেন?
কিছু রাজাকারের বাচ্চা বুকে 'আমি রাজাকার' লিখে ছাগু ব্রান্ডিং করার চেষ্টা হলে ব্যাপক সমালচনার শৃষ্টি হয়। আন্দোলন ভেস্তে যায়।
১১| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৫
পাজী-পোলা বলেছেন: কথায় বলে শুরুটা ছোট থেকেয় হোক। এসব বাচ্চাদের কাজ না আমি ও মানি কিন্তু বড়রা তো করতে পারছে না বাচ্চাদের কাজ দেখে তাদের লজ্জা লাগে না। ছোটোদের যা শিখাবেন তারাতো তাই শিখবে, পুলিশ যখন বলে একদম ভরে দেবো তারা কি সেটা শিখবে না! কোনো আন্দোলনি ঘরে বসে হয় না, রাস্তায় বেরোতে গেলে অবরোধ লাগবেই। একটা বাহিনি কিভাবে এসব ছোট ছোট বাচ্চাদের গায়ে হাত তোলে?
০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন:
এই আন্দোলনে এজাবৎ পুলিশ একবারও মারমুখি হয়নি।
পুলিশের হাতে মার খাওয়া নতুন কিছু না।
এর আগে এরচেয়ে শতগুন মারখেয়েও খাস অসভ্য শিবিরও এরকম অশ্লিল বাক্য উচ্চারন করে নি।
১২| ০২ রা আগস্ট, ২০১৮ ভোর ৬:৩৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছাত্রদের অশ্লীল ভাষা অবশ্যই অবশ্যই পরিত্যাজ্য | তবে অনেকে ছাত্রদের এই আন্দোলন চরম পন্থা হবে নাকি মধ্য পন্থা হওয়া উচিত এরকম প্রশ্ন তুলছেন | একটা কথা মনে রাখা উচিত, যে কোনো স্বতঃফূর্ত আন্দোলনের কোনো ফরমেট থাকে না | মানুষের গা যখন দেয়ালে ঠেকে যায় তখন ক্ষোভ বা প্রতিবাদের প্রকাশ ঘটে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনাবিহীনভাবে | ক্ষমতাসীনরা জনবিচ্ছিন্ন হয়ে পড়লে অনেক সময় বুঝে উঠতে পারে না কেন এধরণের গণবিক্ষোভ ঘন ঘন হচ্ছে | তাই তারা সবকিছুতেই খুঁজে বেড়ায় বিরোধী দলের সম্পৃক্ততার, এমনকি সেই বিরোধী দলও জনবিচ্ছিন্ন হয়ে পড়া সত্বেও | দুর্ভাগ্য আমাদের, যে বর্তমান সরকারি দলে সোহেল তাজের মতো শ্রদ্ধেয় নেতাদের চাইতে শাজাহানদের মতো ষণ্ডাগুন্ডাদেরই প্রভাব বেশি |
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৫
হাসান কালবৈশাখী বলেছেন:
আমার কাছে ছাত্রদের এই আন্দোলন হুজুগে বলেই মনে হয়।
ড্রাইভারের ফাসি দাবি।
এতই সহজ! দুদিনে বা দুসপ্তাহে কাউকে ফাসি দেয়া যায়?
প্রথমআলো ও ট্রন্সকমের মালিক বিপুল ক্ষমতাবান হওয়া সত্তেও তার মেয়ে সাজনিন হত্যাকারিদের ফাসি দিতে ২ যুগ লেগে গেছিল।
যানবাহনে রাস্তায় শৃক্ষলা চাচ্ছে।
আবার দাবি জানাচ্ছে ছাত্ররা বাস থামানোর সিগন্যাল দিলে, যেকোন স্থানে থামিয়ে তাদের বাসে তুলতে হবে।
এটাকে ফাজলামি দাবি ছাড়া কি বলা যায়?
১৩| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯
আহমেদ জী এস বলেছেন: হাসান কালবৈশাখী ,
ঠিকই বলেছেন ----
"বাচ্চারা। সুযোগ সন্ধানীরা ঢুকে পড়ার আগেই বাসায় ফিরে যাও।
যাতে আবার ফিরে আসতে পার। তোমাদের এরপরও দরকার আছে।"
সরকার যদি আন্তরিকই হতেন তবে সহ-ব্লগার চাঁদগাজী যেমনটা বলেছেন, সড়ক ও পরিবহন শ্রমিকদের নেতা মাফিয়া শাহজাহানকে সরিয়ে দিয়ে, বাচ্চাদের ঘরে ফিরতে বললে কিছুটা ক্ষোভ অবশ্যই কমতো ! সরকার সেটা করেন নি । প্রতিবারের মতোই মিষ্টি কথা বলে পানি ঢেলে দেয়ার প্রচেষ্টাটাকেই দেখছি মনে হচ্ছে ।
দেখা যাক সরকার তার কথা রাখে কিনা !
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩২
হাসান কালবৈশাখী বলেছেন:
আন্দোলনরত স্কুল-কলেজ শিক্ষার্থীদের ৯ দফা দাবি পড়ে দেখলাম।
কোথাও মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবি নেই।
শুধু সেদিনের বক্তব্য প্রত্যাহার চেয়েছে।
তাদের দাবিগুলোও অস্পষ্ট, কিছু দাবি পরস্পর বিরোধী।
১৪| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২২
টারজান০০০০৭ বলেছেন: শিক্ষার্থীদের আন্দোলনে পুরোমাত্রায় সমর্থন থাকিলেও এই আগুনে আলু পোড়াইতে অনেকেরই উৎসাহ হইতে পারে ! ইহাতে শিক্ষার্থীদেরই ক্ষতি ! শিক্ষা ব্যাতিত শিক্ষার্থীদের অন্য কোন ক্ষেত্রেই এনগেজ হওয়া উচিত না , করাও উচিত না ! শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বাদ না দিয়া অহিংস, নিয়মতান্ত্রিক আন্দোলন করুক এই কামনা করি ! এইসব কচিকাঁচার রাস্তায় আন্দোলনে নামা একদমই সমর্থন করছিনা, একই সাথে তাহাদের বিরুদ্ধে নির্যাতন, লাঠিপেটা, গাড়িচাপা এগুলোর কঠোর শাস্তি হওয়া উচিত !
০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৭
হাসান কালবৈশাখী বলেছেন:
ভুয়া নিউজ
গত পরশু থেকে এই পর্যন্ত প্রায় ১০-১২ টি গুজব ছড়ানো হয়েছে! প্রতিষ্ঠাও পেয়েছে।
ফটোশপও অলরেডি শুরু হয়ে গেছে।
<পুলিশ লাল শার্ট পড়া ছোট একটিশিশুর গলা চিপে ধরেছে - এটি বহু আগের ভারতের একটি ঘটনা। (ফটোশপ)
< ক্যান্টনমেন্ট এ গাড়িতে আগুন, ভাঙচুর! ৩ জন যাত্রী মারা গেছে!
< গাড়ী ভাংছিল ছাত্রলীগ। ভিডিও সাক্ষাতকার ছিল সাজানো পুর্বনির্ধারিত। ছেলেটিো ছাত্রলীগ নয়
< প্রথমে গুম তারপর হত্যা করা হলো কোটা আন্দোলনের যুগ্ম আহবায়ক আরিফ কে!
আরিফ কোটা আন্দলন করত না - তার পিতা বলেছেন।
< শনির আখড়ায় গাড়ির তলে পিষ্ট হওয়া ভিডিও টি এক বছর আগের!
শনির আখড়ায় পিষ্ট হওয়া ছেলেটি মারা গেছে! এমন পোষ্ট ফেইসবুকে ছড়িয়ে পড়ে.
< ছাত্ররা যে রাস্তায় নেমে আন্দোলন করছে, এই রাস্তা কে তৈরি করে দিয়েছে?-- প্রধান মন্ত্রী (ভুয়া খবর)
< বাস চলাচল আপনাদের পছন্দ না হলে বাসই বন্ধ করে দেই? --- প্রধানমন্ত্রী (ভুয়া খবর)
< দেশে বেকারত্বের হার শূন্য-- সজিব ওয়াজেদ জয়! (ভুয়া খবর)
আরো অনেক । লিখে শেষ করা যাবে না।
০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
আরো কিছু গুজব।
গতকাল থেকে চলা আরো দুটি গুজব...... বলা হচ্ছে দুইজন ছেলে গুম হয়ছে! তার ছবি দিয়ে ক্যাপশন দিয়েছে, " আন্দোলন দমাতে ছাত্রদের গুম করলেন সরকার "
সকাল সাতটায় বাসা থেকে পুলিশ এসে শেখ রাইয়ান আহাম্মেদ আলিফ কে ধরে নিয়ে যায়!
ব্যাস হাজার হাজার লাইক, শেয়ার!
চিন্তা করেন কত সুন্দর করে এরা গুজব রপ্ত করেছে!
৭/৮ ঘন্টা পর ওই গুম হওয়া ছেলে তার ফেইসবুক টাইমলাইনে এসে পোষ্ট দিলো... হুদাই কেন গুজব ছড়াও? কে গুম করবে?
১৫| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এরা বাচ্চা? বাচ্চাতো পোস্টদাতা নিজেই যে কিনা ডায়াপার পরে হামাগুড়ি দেয় আর ক্ষুধা লাগলে সুজি খায়। স্টুপিড।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৮
হাসান কালবৈশাখী বলেছেন:
ইংলিশে গালি দিলেই বিদ্যাসাগর বনে যাওয়া যায় না।
এরা বাচ্চা নাতো কি?
স্কুলকলেজের আন্ডার এইটিন স্টুডেন্ট সবাই অপ্রাপ্ত বয়ষ্ক শিশু-কিশোর।
অকথ্য গালাগালি শিখিয়ে প্লাকার্ড ধরিয়ে দিলেই 'বালপাকনা' হয়ে গেছে প্রমানীত হয় না।
১৬| ০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
নাহিদ০৯ বলেছেন: নিরাপদ সড়ক চাই আন্দোলনে সরকার ধন্যবাদ পেতেই পারে
০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
ছাত্রছাত্রীদের সফল আন্দোলন কলঙ্কিত করবেননা।
১.নৌ- মন্ত্রী তার কথার জন্য ক্ষমা চাইলেন।
২. নৌ- মন্ত্রী নিহত ছাত্র-ছাত্রীর বাসায় যেয়ে পরিবারকে সান্তনা দিলেন আবার ক্ষমা চাইলেন ।
৩. ঘাতক বাসের রুট পারমিট বাতিল করল সরকার।
৪. বাসের ড্রাইভারকে খুজে আটক করে রিমান্ড দেওয়া হল।
৫. বাসের মালিকেও আটক করা হল।
৬. সরকার বিশ লক্ষ করে নগদ অর্থ ক্ষতিপুরন দেয়ার কথা বললেন।
৭.ফিটনেস বিহিন বাস ও লাইন্সেস বিহিন ড্রাইভার এর বিরুদ্ধে ব্যবস্তা নিচ্ছেন সরকার।
মুলত ছাত্র- ছাত্রীদের সকল দাবি মেনে নিলেন সরকার।
এর পরেও রাস্তা বন্ধ করে আন্দোলন চালানো বাড়াবাড়ি।
১৭| ০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৯
জেন রসি বলেছেন: সুযোগসন্ধানী বলতে কাদের বুঝাতে চাচ্ছেন? বিএনপি জামাত কিংবা সরকার বিরোধী শক্তিকে নিশ্চয়। এবং আপনি বলতে চাচ্ছেন এরা ষড়যন্ত্র করবে তাই তার ভয়ে আন্দোলন করা যাবেনা। ঘরে বসে থাকতে হবে। কিন্তু মানুষ যখন সাফার করে, সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে তখন এসব কিছুই সে আর কেয়ার করেনা। একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সাফার করতে মানুষ বাধ্য না। আপনি যদি যে কোন মূল্যে একটা বিশেষ রাজনৈতিক দলকে ডিফেন্ড করতে চান তবে বুদ্ধিমানের কাজ হবে সে দলের নেতাদের এই সিম্পল জিনিসটা বুঝানো যে এই এই কাজ করলে মানুষ অধিকার আদায়ে, ক্ষোভে, রাস্তায় নেমে আসবে। এবং এটা বারবার ঘটতে থাকলে পতন সুনিশ্চিত।
০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:২৪
হাসান কালবৈশাখী বলেছেন:
সুযোগসন্ধানী বলতে কাদের বুঝাতে চাচ্ছেন? বিএনপি জামাত রাষ্ট্রবিরোধী স্বাধিনতা বিরোধী শক্তিকে।
আপনি বলতে চাচ্ছেন এরা ষড়যন্ত্র করবে?
হ্যা। ষড়যন্ত্র করছে।
ষড়যন্ত্র চলমান। কোমলমতিদের কাধে বন্দুক রেখে গর্থ থেকে বের হচ্ছে চিহ্নিত কুচক্রিরা।
৯ দফা মেনে নেয়ার পর এখন আদুভাইরা বের হয়ে নতুন আরো এক দফা চাইছে।
ষড়যন্ত্রকারিরাই তাদের অশ্লিল স্লোগানগুলো লিখে প্লাকার্ড ধরিয়ে দিচ্ছে, খুব কৌশলে - কোমলমতিদের অপসংস্কৃতি কন্ডম-শাউয়া .. বস্তিবাসি বাস-টেম্পো হেলপারও নিজেরা গালাগাল করলেও এরুপ প্রকাশ্যে এসব উচ্চারন করে না।
কোমলমতিদের কন্ডম-শাউয়া অপসংস্কৃতি প্রজন্মে পরিনত করার চেষ্টাকে ধিক্কার জানাই।
গালাগালি অপসংস্কৃতি সাফাই করা পোষ্টদাতাদেরও ধিক্কার জানাই।
এক্সিডেন্ট করলো ড্রাইভার, খুন করে নদিতে ফেলেদিল হেল্পার।
এসব লাইসেন্স বিহীনদের বিরুদ্ধে কোন স্লোগান নেই, পরিবহন মাফিয়া চাদাবাজদের বিরুদ্ধেও নেই। শাজাহান খানের বিরুদ্ধেও নেই।
সব স্লোগান পুলিশ, পুলিশ, পুলিশ। রাষ্ট, আইন নেতা, বিচারপতি দের বিরুদ্ধে
সুধু পুলিশ চু..ি পুলিশ চু..ি পুলিশ চু..ি
নেতা চু..ি নেতা চু..ি
ট্রাফিক আইন ট্রাফিকপুলিশের. গু ে লাঠিও ভরবে, আবার নিরাপদ সড়কও চাইবে ..ভালই!
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০০
চাঁদগাজী বলেছেন:
মাফিয়া শাহজাহানকে সরায়ে দিয়ে, বাচ্চাদের ঘরে ফিরতে বললে কিছুটা ক্ষোভ তো কমতো!