নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

কোটাবাজ আদুভাইরা অবশেষে বের হল

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

কোমলমতিদের কাধে বন্দুক রেখে গর্থ থেকে আস্তে আস্তে বের হচ্ছে চিহ্নিত কুচক্রিরা।
সেই কোটাবাজ আদুভাইরা।

হাতুড়ির ভয়ে অবস্য কোটার কথা ভুলে গেছে।
আপাতত গায়ে 'নিরাপদ সড়কের' জামা।

কোমলমতিদের ৯ দফা মেনে নেয়ার পর এখন আদুভাইরা বের হয়ে এখন নতুন আরো এক দফা চাইছে।
মাত্র ১ দফা।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৮

শাহারিয়ার ইমন বলেছেন: ১ দফা না ১২ দফা দাবি নিয়ে কাল রাস্তায় নামতেছে । কোটাব্জ তো সরকার কে বলে । কিছু না জেনেই পোষ্ট করেলেই ব্লগার হওয়া যায়না

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা লিখিত বক্তব্যে ক্লাস ও পরিক্ষা বর্জনের কথা বলা হয়েছে। রাস্তায় নয়।
ক্লাস ও পরিক্ষা বর্জনের ডাক অনেক আগে মাসখানেক আগেই দেয়া হয়েছিল, সেটা প্রত্যাহার করা হয়নি, কেউ মানেও নি।
এখন কোমলমতিদের ঘাড়ে বন্দুক রেখে নির্লজ্জের মত আবারও ক্লাস ও পরিক্ষা বর্জনের ডাক দিচ্ছে।


১ দফা (নৌ মন্ত্রীর পদত্যাগ) জানিয়েছে শাহাবাগ ও মিরপুরে - ওরাও কোমলমতি না। ইউনিভার্সিটির।

২| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভাইজান, হাতুড়ির কোটাবাজ ভাইদের আন্দোলন থামিয়ে দিয়েছেন সত্য! কিন্তু তাদের ভিতরের ক্ষত কি হাতুড়িওয়ালারা মুছে দিতে পেরেছে?
সরকার সুযোগ দিলে কোটাবাজ, বিম্পি, জামাতি রাজাকার, জঙ্গি সবাই সুযোগ কাজে লাগাবে এটা স্বাভাবিক!

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

হাসান কালবৈশাখী বলেছেন:
আন্দোলনটা 'নিরাপদ সড়কের'
এটা তো রাজনৈতিক আন্দোলন না। রাজনীতি টেনে আনা কেন?

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

রিফাত হাসান সৌরভ বলেছেন: কোটাবাজদের নিয়া এত ভয় কেন? কোটা চলে যাওয়ার ভয় আছে নাকি?? কোন কোটা ভাইয়ের?

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
কোটা নিয়ে ভয় থাকবে কেন?

কোটা সংস্কার কমিটি হয়েছে, আলোচনা চলছে।
কোটা সুবিধাভুগি সকল পক্ষ ও কোটা বিরোধী সবাইকে নিয়ে গনশুনানি হবে।
অন্যান্য দেশের কোটা পদ্ধতি নিয়ে তুলনা হবে।
আদালতে একটি রায়ের রিভিউ হবে, বছরখানেক লেগে যাবে ফাইনাল করতে।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৭

জুনায়েদ বি রাহমান বলেছেন: আপনার বক্তব্য কি নিরপেক্ষ? কাকের মতো চোখ বন্ধ করে যদি ভাবেন কেউ দেখছে তাহলে তো বলার কিছু থাকেনা।

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি নিরপেক্ষ নই। কোন কালেই নিরপেক্ষ ছিলাম না।

আমি সবসময়ই ন্যায় ও সত্যের পক্ষে। ভন্ডদের বিরুদ্ধে।
যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধী রাজাকার সমর্থকদের বিরুদ্ধে।
নিরাপদ সড়ক ও পরিবহন মাফিয়াদের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি।
আমার কয়েক বছর আগের পোষ্ট দেখুন -- view this link

নিজেদের মুরোদ নেই, আর ইহকালেও হবেও না। শিশু-কিশোরদের কাজে লাগানো কিছু চিপা বদমাইশদের ধিক্কার জানাই।
আমি কোমলমতিদের কন্ডম-শাউয়া অপসংস্কৃতি নষ্ট ফাকিং প্রজন্মে পরিনত করার চেষ্টার বিরুদ্ধে।
আমি কোমলমতিদের ঘাড়ে বন্ধুক রেখে মুরোদহীন সুবিধাবাদি রাজনিতিকদের বিরুদ্ধে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরকারের এখন মাথা ঠিক নাই। আরো ঝামেলায় পড়বে এরা...

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
হ্যা, খুবই চিন্তার কথা।
এরই মধ্যে বাচ্চাদের যারা ঘরে ফেরত যেতে বলছে তাদের বিশেষ দলের ট্যাগ লাগানো হচ্ছে, গালাগালি করা হচ্ছে।
কোমলমতিদের কন্ডম-শাউয়া অপসংস্কৃতি নষ্ট ফাকিং প্রজন্মে পরিনত করার নিন্দা জানালে দলকানা বলে গালি দিচ্ছে।
ফেসবুকে চিহ্নিত সেলিব্রিটি, বুদ্ধিজীবি বা গ্রুপগুলো(পিনাকী, বাঁশের কেল্লা) থেকে ক্রমাগত বাচ্চাদের অভিভাবকদের উৎসাহ দেয়া হচ্ছে।
কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে দায়ী করার জন্য ছাত্রলীগ তো আছেই।
পরিবহন শ্রমিকরাও ক্ষেপে আছে ভিন্ন কারনে, ডেইলি ইনকাম একসপ্তা জাবৎ কোন কামাই নাই।
সবার সতর্ক থাকা উচিত, কিন্তু উলটো আরো উষ্কে দেয়া হচ্ছে।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:০৯

নতুন বলেছেন: অবশ্যই কিছু লোক ঘর পোড়ায় আলু পোড়াতে চেস্টা করে। সেটা জনগন ভালোই বোঝে...তাদের পাত্তা কেউ দেয়না।

কিন্তু আপনার এই রকমের দলকানা পোস্ট দেখতে ভালো লাগেনা।

এই বাচ্চাদেরও পেটানো হয়েছে.... সামনে আরো কি হবে কে জানে....

আপনি হাতুড়ীর পক্ষে জানলে শেখ হাসিনা আপনাকে বড় পদ দেবে আশা করি।

বাচ্চাদের উচিত হবে ফিরে যাওয়া কারন বিএনপি/জামাত আলু পোড়া দিতে আসবে.... আর না আসলেও এই উছিলায় পুলাপাইন মারা শুরু করবে আপনার হাতুড়ী লীগ...

এখন সরকার সব কিছুতেই বিএনপি/জামাত দেখে... এটা জনগন ভালো ভাবে নেবেনা। তারা বোঝে আসলে সরকার কি চাইছে....

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ২:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি হাতুড়ীর পক্ষে/বিপক্ষে কিনা সেটা ভিন্ন ব্যাপার।

গনহারে হাতুড়ি পেটায়নি, কেউ গুরতর আহত হয়নি। মারাও যায় নি।
হাতুড়ি মাত্র একজনের উপর শুধু একবারই ব্যাবহার হয়েছিল। কিন্তু প্রচার পেয়েছে বেশী।

চাপাতি, রামদা, পিস্তলের চেয়ে হাতুড়ি একটা মামুলি নিরিহ অস্ত্র বলা যায়।
তবে হাতুড়ি ব্যাপক প্রচার পেয়েছিল। কোটাআন্দলন নস্যাত হয়ে গেছিল।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমি নিরপেক্ষ নই। কোন কালেই নিরপেক্ষ ছিলাম না।

আমি সবসময়ই ন্যায় ও সত্যের পক্ষে। ভন্ডদের বিরুদ্ধে।
যুদ্ধাপরাধী ও যুদ্ধাপরাধী রাজাকার সমর্থকদের বিরুদ্ধে।
নিরাপদ সড়ক ও পরিবহন মাফিয়াদের বিরুদ্ধে আগেও ছিলাম, এখনো আছি।

নিজেদের মুরোদ নেই, আর ইহকালেও হবেও না। শিশু-কিশোরদের কাজে লাগানো কিছু চিপা বদমাইশদের ধিক্কার জানাই।
আমি কোমলমতিদের কন্ডম-শাউয়া অপসংস্কৃতি নষ্ট ফাকিং প্রজন্মে পরিনত করার চেষ্টার বিরুদ্ধে।

- কোমলমতিদের কন্ডম ফাকিং প্রজন্মে পরিণত করছে আমাদের অসচেতনতা। কই আসাদ নুর, সুবারা যখন পাব্লিক প্লেসে অসভ্যতা করে তখন আপনারা কই থাকেন?
এদের আইনের আওতায় এনে শাস্তির ব্যাপারেও তো কিছু বলেন টলেন না। কেউ এসব নিয়ে কথা বললে নাক ছিটকান। কোমলমতিদের শাওয়া-অপসংস্বকৃতির কবল বাঁচানোর সদিচ্ছা থাকলে প্রথমে যে মাধ্যম থেকে তারা এসব শিখছে সেগুলা নিয়ে ভাবতেন। ১৮+ ওয়েবসাইটগুলা ব্যান করার ব্যাপারে বলতেন।

আপনারা তো পড়ে আছেন হাতুড়ি আর কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরোধিতার নামে নোংরা রাজনীতি নিয়ে। চ্যাটের বাল.... তো স্রেফ একটা ইস্যু!

(কষ্ট পেলে দুঃখিত, সত্য সবসময়ই তিতা। সত্য বললে জামাত শিবির, বিম্পি, আম্লীগ কারো ভালো লাগেনা।)

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
আসাদ নুর, সুবারা ইউটিউব বা ফেবুতে নষ্টামি করছে, আরো অনেকে অনেক আকাম করছে, করুক।
কিন্তু অপ্রাপ্ত বয়স্ক শিশুকিশোররা ওপেনলি কেন বলবে।
শুধু বলে নি, লিখে আপলোড করছে।
এর আগে বহু আন্দোলন হয়েছিল। বড়রাও কখনই উম্মুক্ত অশ্লিলতা বা গালাগালি করে নি।

এখন তো দেখা যাচ্ছে এইসব বালপাকনা বেয়াদব গুলো বাসায় মাকেও বলে বসতে পারে -
"মা টিভির রিমোট কই? রিমোট কি তোমার সাউয়ার মধ্যে ভরে রাখছো?"

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

হাঙ্গামা বলেছেন: আপনের এই চুলকানির ব্যারাম অনেক পুরানা।
সময় আসছে ঐখানে চুতরা পাতা ঘইষা দেয়ার।
বাই দ্যা ওয়ে......আপনে কোন কোটা প্রার্থী?
প্রতিবন্ধী কোটা?

০৪ ঠা আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কোটার ভেতর খারাপ কি দেখলেন?
আমি যে দেশে থাকি সেদেশেও কোটা আছে।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

রাজীব নুর বলেছেন: No Student No Transport on the street

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাবা মায়ের সাথে এমন ব্যবহার করার সম্ভাবনা খুবিই কম। কারণ-
প্রথমত, এরা দলকানাদের মতো নয়। এরা যে শান্তি, শৃঙ্খলা, নিয়মনীতি, ন্যায়, অন্যায় বুঝে সেটা প্রমাণ করবছে। খেয়াল করলে বুঝতে পারবেন। এরা ন্যায় অন্যায় না বুঝে লাফালাফি করলে শ্রমিকদের মতো গাড়িঘোড়া বন্ধ করে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করতো।

দ্বিতীয়ত, অশ্লীল প্লেকার্ডগুলো এমনি এমনি লিখেনি। লিখতে বাধ্য হয়েছে। ইউটিউবে আন্দোলন শুরুর কয়েকদিনের ভিডিও আছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বেকুবি, বদভ্যাস, গাঁজাখুরি ব্যবহার এবং ভুল সিদ্ধ ফলশ্রুতিতে তারা এসব লিখতে বাধ্য হয়েছে।

আচ্ছা বলুন তো, কথায় কথায় মাদারচু* আর মান্দিরপো* বলা খবিশ পেশাদারী পাওয়ারফুল পুলিশদলের অভদ্রতার প্রতিবাদে তাদের শ্লীল, ভদ্র প্লেকার্ড ক্যামন হতে পারতো বলে আপনি মনে করেন?

০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
এই আন্দোলনে পুলিশ খুবই সংযত ও নম্র-ভদ্র ছিল।
পুলিশ কথায় কথায় কথায় কথায় মাদারচু* আর মান্দিরপো* বলে থাকলেও এ কয়েকদিনে বলেনি। শিশুকিশোরদের তো বলার প্রশ্রই আসে না।
বরং চমরভাবে লাঞ্ছিত অপমানিত হওয়ার পরও পুলিশকে সংযত থাকতে দেখা গেছে।

এই আন্দোলনে ব্যবহৃত পুলিশি নির্যাতনের ছবিগুলো সবই ফেইক ছবি।

লাল শার্ট পরা এক শিশুর গলাচিপেধরা পুলিশের ছবিটি ফটোশপ জোড়াতালি দেয়া ২০০৪ এর ঘটনা।
এক ছাত্রের কলার চেপেধরা পুলিশের ছবিটিও ২০১২র

আরো শতাধিক ফেইক জিনিষ গুজব সোশাল মিডিয়াতে ঘুরছে।

৩০০০ টাকার ফোন, ৯টাকার ১ জিবি থাকলে ঘন্টায় ঘন্টায় গুজব বানানো যায়। যে পায় সে কোন যাচাই বাছাই ছাড়াই আরো৫০০ জনকে শেয়ার করে .. এরপর আরো ৫ লাখের কাছে পৌছে যায় তারপর সারা দেশে .. সারা বিশ্বে।
সেই গুজবই প্রতিষ্ঠিত সত্যে পরিনত হয়।

সামুতেই সেই ফেইক ছবি দিয়ে এক নামকরা কবি কবিতা লিখেছে। অতচ তিনি ভাবেনওনি যে এত বহুল প্রচারিত ছবিটা ফেইক হতে পারে।

১১| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৪

রাকু হাসান বলেছেন: আদুরে বড় ভাইরা বের তো হলো যখন ছোট ভাইরা ,ঘরে ফিরলো । অথচ তখন তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিতও ছিল থখন নামে নি । দেখা যাক কোন পর্যন্ত যেতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.