নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের পক্ষে বিশ্বকাপ জেতা অবাস্তব কিছু না।

১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:১৭




অভিনন্দন বাংলাদেশ!

যে স্ট্যাইল ও আত্নবিশ্বাসের সাথে বাংলাদেশ ব্যাটিং করেছে, সুন্দর পরিকল্পনা করে সেই অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশের পক্ষে সামনের বিশ্বকাপ জেতা অবাস্তব কিছু না।
তারুন্য নির্ভর একাদশ গঠন করে ক্রিকেট ব্যপারটা বোর্ডের নির্বাচকেরা সাংবাদিক এবং দর্শকদের চেয়ে শতগুন ভালো বোঝে এইটা তার প্রমান

তবে আজকাল বাংলাদেশের জয়ে অনেকেই খুশী হয় না।
কিছুদিন আগে বিড়বিড় করে প্রকাশ্যে বাংলাদেশের পরাজয় কামনা করতে দেখেছি। ব্লগে কথিত দুএকজন ফরসা (ফেয়ার এন্ড লাভলি মেখে ফরসা) ব্লগার আগে 'মাশরাফি মাই ক্যাপ্টেন' বলে গলা ফাটাতেন এরাও হিমশীতল!

এরপরও শোকের ভেতর কাটা ঘায়ে নুনের ছিটা।
এদের গুরু পাইক্কারাও আজ বাঁশ খেয়েছে।
গত রাতে সিরিজের চতুর্থ ম্যাচে পাকিদের ৩ উইকেটে হারিয়েছে ইংলিশরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড
বিশ্বকাপ প্রস্তুতিতে পাকিদের টানা নবম পরাজয়।

আয়ারল্যান্ডে এই ত্রিদেশীয় সিরিজ টি অবস্য বিশ্ব মিডিয়াতে ব্যাপক প্রধান্য দিয়ে প্রচার পেয়েছে।

ফাইনাল সহ ত্রিদেশীয় সিরিজ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করেছে বিশ্বের ১৪ টি চ্যানেল। ।

বাংলাদেশের বেসরকারি চ্যানেল
গাজী টেলিভিশন
মাছরাঙা টিভি।

সনি সিক্স - - ভারত
সনি সিক্স এইচডিও - - ভারত

বিটি স্পোর্টস — যুক্তরাজ্য।

ফক্স স্পোর্টস — অস্ট্রেলিয়া।
ও সেভেন নেওয়ার্ক — অস্ট্রেলিয়া।

সুপার স্পোর্টস - দক্ষিণ আফ্রিকা।

এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক — কানাডা।
সিবিএন — কানাডা।

উইলো টিভি — যুক্তরাষ্ট্র।

ইএসপিএন ক্যারিবিয়ান— ওয়েস্ট ইন্ডিজ।

ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি— মধ্যপ্রাচ্য।

টেন স্পোর্টস দুবাই — পাকিস্তান।

গত দেড় বছর (১৮ মাসের) পরিসংখানে বাংলাদেশের পারফর্মেন্স অনেকটাই ভাল।

২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ২০ মে পর্যন্ত ওয়ানডেতে জয়ের হিসেবে বাংলাদেশের অবস্থান ৩য়।
মাশরাফি বিন মুর্তজার অধীনে ২৭ ওয়ানডে খেলে বাংলাদেশের ১৭ টি জয়।

মন্তব্য ৩৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:৪৩

জাহিদ অনিক বলেছেন:
খেলা দেখি নাই, খেলার পরে ফেসবুকে উল্লাস দেখে আমিও খুশি হয়েছি। খেলা দেখার ইচ্ছে থাকলেও কেন যেন আর দেখা হয়ে ওঠে না।

ক্রিকেটে বাংলাদেশ ভালো করছে, বিশ্বকাপ জেতা হয়ত সহজ হবে না, তবে অসম্ভব নয়।

১৯ শে মে, ২০১৯ রাত ৩:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ জাহিদ ভাই।

বাংলাদেশ ধারাবাহিক ভাবে ভাল করছে। বিশ্বকাপ জেতা অসম্ভব কিছু নয়।

২| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: কি দারুণ খেলা দেখলাম কাল ! জাস্ট অসাম :)

বিশ্বকাপে ভালো করা টাফ বাট এখন বাংলাদেশের কনফিডেন্স লেভেল আরো বেশি !

আশাবাদী হিসেবে রইলাম :)

১৯ শে মে, ২০১৯ সকাল ১০:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
বাংলাদেশ অনেক ভালো খেলেছে এই সিরিজে সবগুলো খেলাই।
বিশ্বকাপে ভালো করা টাফ। কিন্তু গত বিশ্বকাপেও একটানা ভাল খেলে ভারতের ভিত কাপিয়ে দিয়েছিল।
পাকি আম্পায়ারের বাংলাদেশ বিরোধী একাধিক সিদ্ধান্তে বাংলাদেশ পরাজিত হয়েছিল।

৩| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৪:৪২

পথিক প্রত্যয় বলেছেন: জয়তু বাংলাদেশ ।

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৫১

হাসান কালবৈশাখী বলেছেন:
শুধু জয়তু বাংলাদেশ? সাথে জয় বাংলাও বলেন।

৪| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


বিশ্বকাপ চলাকালীন পোষ্ট টোষ্ট দিয়েন, খোঁজ খবর পাবো; আমি ক্রিকেট খেলা দেখি না; তবে, জয়ী হলে খুশী হই।

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বিশ্বকাপ চলাকালিন আমার লাগবে না। বাংলাদেশ ভাল করলে হাজার হাজার মানুষ পোষ্ট করবে।

৫| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: হা.কা. কি স্বপ্নেও পাকিদের দ্যাখে!!!:D




গতকালের খেলায় ৩নাম্বারে সাব্বিরকে নামানোটা ভুল ছিল। তখন মুশফিককে নামাতে হতো। হ্যাঁ, তামিমের জায়গায় যদি সৌম্য আউট হতো তবে সাব্বিরকে নামানো যেত।


পুনশ্চঃ কুমিরের লেজ খাঁজ কাটা....
চিন্তাধারা একটু উন্নত করেন। (পাকিরা ভালোই কিরিকেট খেলছে। ৩০০প্লাস রান করাটা খারাপ না)।

১৯ শে মে, ২০১৯ ভোর ৪:০০

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিরা আমাদের কোন সমস্যা না।
সমস্যা হচ্ছে এদেশের একটা উল্লেখযোগ্য অংশ অন্ধভাবে পাকি সমর্থক। ছিল। এখনো আছে।
৯০ দশকে আপনার বয়স কত ছিল জানি না। সেই সময়টায় পাকি কুলাঙ্গারদের কুৎসিত উল্লাশে খেলার সময় টিভিরুমে বসে থাকার উপায় ছিলনা।
এই পাকিপ্রেমে অন্ধ কুলাঙ্গাররা দেশের টেষ্ট স্ট্যটাস আনাতেও অসন্তুষ্ট ছিল। বলছিল - কি দরকার ছিল এত তারাতাড়ি টেষ্ট খেলা .. .. “খেলা বুঝেনা আবার টেষ্ট ষ্টেটাস নিছে .. বিশ্বকাপে লোক হাসাইতে যাবে ..!! কয়েকটা টেষ্টে হারার পর একটা পত্রিকায় দেখেছিলাম বলছিল "টেষ্ট মর্যাদা .. খেলাটাই নষ্ট করবে"।
তাদের কথামত টেষ্ট স্ট্যটাস নেয়া না হলে কেনিয়া পেয়ে যেত। আর বাংলাদেশ কেনিয়ার মত রাস্তায় খেলতো।


২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৩

হাসান কালবৈশাখী বলেছেন:
আরো আছে -

ঘাতক গোলাম আজম গ্রেফতার হওয়ার আগে একটি বই লিখেছিলেন। সেখান থেকে কিছু অংশ।

ঢাকা স্টেডিয়ামে যতবার পাকিস্তানের খেলা হয়েছে প্রতিবারই বাংলাদেশী দর্শকের শতকরা প্রায় ৯৯ জনই পাকিস্তান দলের প্রতিই আবেগপূর্ণ সমর্থন জানিয়েছে। '৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার ব্যানার প্রদর্শন করলেও তা দর্শকদের মনে সামান্য প্রভাবও বিস্তার করতে পারেনি। দর্শকরা ঐ ব্যানার দেখে মন্তব্য করেছে 'রাখেন মিয়া মুক্তিযুদ্ধের কথা, এখন মুসলমানদের বিজয় চাই।'

জীবনে যা দেখলাম / গোলাম আযম

৬| ১৮ ই মে, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আপনার শিরোণাম টা পড়েই মনটা খুশিতে ভরে গেছে।

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৪০

হাসান কালবৈশাখী বলেছেন: - জয়বাংলা বলেন!

৭| ১৮ ই মে, ২০১৯ রাত ৯:২৭

মা.হাসান বলেছেন: দলের জন্য অভিনন্দন। মাশরাফি আমার দেখা সেরা ক্যাপ্টেন।
ফিল্ডিঙে অনেক ভালো করতে হবে।
যেদিন ব্যাটসম্যান-বোলাররা এক সঙ্গে জ্বলে ওঠে সেদিন বাংলাদেশ অপ্রতিরোধ্য।
আমার মতে ইন্ডিয়া এই সময়ে সবচেয়ে শক্তিশালী দল। আইপিএলের কারণে ওরা অনেক উন্নতি করতে পেরেছে। বোলিঙে আগে যা দূর্বলতা ছিল তা ওদের এখন নেই। বিপিএল থেকে আমরা অতটা সুবিধা নিতে পারি নি। নিজেদের কন্ডিশনে ইংল্যান্ডও খুব কঠিন প্রতিপক্ষ। দল জিতলে ভালো লাগবে। দলের জন্য অাগাম শুভকামনা।

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
মাশরাফি নিঃসন্দেহে সেরা ক্যাপ্টেন এবং দক্ষ লিডার।
দক্ষ নেতৃত্ত ও দলে শৃক্ষলা ধরে রাখা একটি টুর্নামেন্টে খুবই গুরুত্বপুর্ন।

সৌম্য সব সময় একজন ক্লাসিক এবং স্টাইলিশ ব্যাটসম্যান।
ওর দুর্ভাগ্য যে, বেশ কিছু সুযোগ পাওয়ার পরও ঠিক মত ঝড় তুলতে পারছিল না। প্রিমিয়ার লিগের শেষ কযটা ম্যাচ আর এই আয়ারল্যান্ড সিরিজে সৌম্য সরকার স্বরূপে আবির্ভূত হয়েছে।
সাব্বিরও এবার ভাল করতে না পারলেও সে সবচেয়ে মারমুখি হার্ড হিটার। তাকে রাখতে হবে।
সৌম্য, লিটন, মিঠুন, মিরাজ, সাব্বির, মোসাদ্দেক, মোস্তাফিজুর রহমান হতে পারে পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম শক্তি।
শুধু ইংল্যান্ড না, বিশ্বকাপে প্রতিটি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ।

৮| ১৮ ই মে, ২০১৯ রাত ৯:২৮

মা.হাসান বলেছেন: আশা করি আমাদের স্যাটেলাইটও খেলা দেখাবে B-)

১৯ শে মে, ২০১৯ দুপুর ২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
স্যাটেলাইট নিয়ে এত এলার্জি কেন?

বাংলাদেশ ছিল ৫৭ তম স্যাটেলাইট অউনিং দেশ।
সম্প্রতি (গত মাসে) পাশের ছোট দেশ নেপালও স্যাটেলাইট পাঠিয়ে ৫৮ তম হয়েছে।
সেখানে এই স্যাটেলাইট নিয়ে কোন কান্নাকাটি হয়নি।
পাকিদের ৩ টি স্যাটেলাইট। কারো কোন বিকার নেই।
ভারতে কোটি কোটি মানুষ দরিদ্র। টয়লেট নেই, মাঠে ঘাটে হাগে। এর পরও তাদের ৮০টার উপরে স্যাটেলাইট। চাঁদেও নভোযান পাঠাবে।
সেখানে কোথাও কেউ স্যাটেলাইট নিয়ে কান্নাকাটি করে না।
বাংলাদেশে এটা নিয়ে এত কান্না কেন?

স্যাটেলাইটের মত ক্রিকেট টেষ্ট স্ট্যটাস নেয়ার সময়ও কিছু নৈরাজ্যবাদিদের বাধা ছিল। ৯৭ এর পেপার খুজে পেলে দেখবেন, পত্রিকার কলাম লেখকদেরও অসন্তোষ ছিল। কিছু পাবলিকও বিদ্রুপ করছিল (কারণ স্ট্যাটাস পাওয়ার সময়টায় বাংলাদেশ একের পর এক হারছিল) খেলায় হারজিত থাকবেই, কিন্তু একটা দেশের মর্যাদা প্রাপ্তিতে বাধা দিবে কেন?
এই স্যাডিষ্টদের, কলামলেখকদের পাত্তা দিলে কেনিয়া টেষ্ট স্ট্যাটাস পেয়ে যেত। আর বাংলাদেশ কেনিয়ার মত রাস্তায় রাস্তায় ভিক্কা করতো।

৯৩ সালে সাবমেরিন ফ্রীতে কেবল ইন্টারনেট কানেক্সান অফার ফিরিয়ে দেয়া হয়েছিল। এই হতাসাবাদিরাই খালেদার কান ভারি করেছিল যে দেশে এত কম্পিউটার নেই, এত কম্পিউটার হবেও না। সাইফুররহমানও বলেছিল আকামের লষ্ট প্রজেক্ট

অতচ ৭২ সালে যুদ্ধবিধ্বস্ত সদ্য স্বাধীন দেশটি ভাত খাওয়ার টাকা না থাকলেও বেতবুনিয়া ও তালিবাবাদ ভু-উপগ্রহ কেন্দ্র তৈরি করে, সেই ৪৮ বছর আগে স্যাটেলাইট ভাড়া করে আন্তর্জাতিক টেলিযোগাযোগের সুচনা করে।
আর এখন উদীয়মান সামর্থবান সক্ষম বাংলাদেশ কি একটি স্যাটেলাইটের মালিক হতে পারে না?

৯| ১৮ ই মে, ২০১৯ রাত ১১:৩১

আপেক্ষিক মানুষ বলেছেন: ছাব্বিরের জায়গায় লিটন থাকএও হয়ত আরো কিছুটা ভাল হত।

আমরা আশাবাদী।

১০| ১৯ শে মে, ২০১৯ রাত ২:৪২

বলেছেন: সহমত,,, এবার অপেক্ষার পালা,,,,

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
চাপে ভেঙে না পড়ে নার্ভ শক্ত রেখে স্বাভাবিক খেলা উচিত। অতিমানবীয় হওয়ারও দরকার নেই।
রান পাক বা না পাক, কঠিন দলের সাথে বুক চিতিয়ে স্বাভাবিক খেলাটাই আসল।

১১| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ঐ খেলা দেখেছিলাম। আলিম দার /:)

২০ শে মে, ২০১৯ ভোর ৫:১৯

হাসান কালবৈশাখী বলেছেন: - ইয়েস! আলিমদার।

ধন্যবাদ

১২| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থ্যাংকস।

ইংল্যান্ডের মাঠে স্পিনারদের জন্য আশার খবর নেই। ওদের মাঠে যেই রান(৩০০-৩৫০) হচ্ছে, বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই ধুম ধাড়াক্কা ব্যাটিং হবে। এর জন্য পঞ্চপান্ডবদের সাথে তরুণ তুর্কিদেরও(সৌম্য, লিটন, মিঠুন, মিরাজ, সাব্বির, মোসাদ্দেক, ফিজ) নিয়মিত হতে হবে।

১৩| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: একটা কারেকশান হবে,

বাংলাদেশ ছিল ৫৭ তম স্যাটেলাইট অউনিং দেশ।:D

১৯ শে মে, ২০১৯ দুপুর ১:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ বস।
কারেকশান করে দিচ্ছি।

১৪| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি আর্জেন্টিনা, বার্সেলোনা, বাংলাদেশের সমর্থক। তাই বেশী আশা করি না...

২০ শে মে, ২০১৯ রাত ১২:৩৯

হাসান কালবৈশাখী বলেছেন:
ক্রিকেট আমাকে খুব একটা টানতোনা, ক্রিকেটের চেয়ে ফুটবল বেশি খেলেছি। ফূটবল ছিল প্রীয়

ছোট কালে আমি ঘোরতর ভাবে ইংলিশ প্রিমিয়ার লীগ ভক্ত ছিলাম।
বার্সা, মাদ্রীদ, ব্রায়ান, এসি মিলানরা ছিল চোখের বিষ।
আর্সোনাল ছিল সবচেয়ে প্রীয় দল, এলেন সান্ডারল্যান্ড ছিল সবচেয়ে প্রীয় খেলোয়াড়।
প্রচুর গোল করলেও ঝাকড়া চুলের সান্ডারল্যান্ড ইংলিশ জাতীয় দলে চান্স পেতনা।
ইংল্যান্ডের চরম দুর্দিনেও কখনো পক্ষত্যাগ করিনি।
এখনো ইংল্যান্ড বা ইংলিশ যে কোন ফুটবল ক্লাবের প্রতি সফট কর্নার .. ফিল করি।

১৫| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:১৫

মাহমুদুর রহমান বলেছেন: এই জন্য বাস্তবতার কাছেই তারা বারবার পরাভূত হয়।

১৬| ২০ শে মে, ২০১৯ ভোর ৫:৫৩

পথিক প্রত্যয় বলেছেন: জয় বাংলা অন্তর দিয়ে বিশ্বাস করি। এটা সবসময় বলার প্রয়োজন মনে করি না

২০ শে মে, ২০১৯ দুপুর ১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:

জয় বাংলা অন্তর দিয়ে বিশ্বাস করি।
Good. শুনে ভাল লাগলো।

১৭| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: টাইগাররা ভাল খেলুক
টাইগাররা বিশ্ব সেরাহোক ।

২০ শে মে, ২০১৯ রাত ১০:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
অনেকদিন পর ব্লগে এলেন। আশাকরি ভালো আছেন।
যাক আরেকটা কথা - কোন টুলস ছাড়া ব্লগে ঢুকা যাচ্ছে?

১৮| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৪

নতুন বলেছেন: অবশ্যই আমাদের বিশ্বকাপ জয়ের সময় কাছে এসেছে.... :)

ভালো একটা বলারের অভার দেখছি দলে.... যে উইকেট নিতে পারে, ব্যাটসম্যানকে কাটকে রাখতে পারে.... ৬টা ইয়াকার দিতে পারে ওভারে...

আমি আশাবাদি বিশ্বকাপ জয় করার আনন্দ করতে পারবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.