নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলছে চলবে

হাসান কালবৈশাখী

আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm

হাসান কালবৈশাখী › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল সিকুরিটি আইনে সবচে বেশী ৯৯% নির্জাতিত হয়েছিল মুক্তমনা বিজ্ঞান মনষ্করা আর সংখালঘু্রা

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৫:০২

ডিজিটাল সিকুরিটি আইনে সবচে বেশী ৯৯% নির্জাতিত হয়েছিল মুক্তমনা বিজ্ঞান মনষ্করা আর সংখালঘু রসোরাজরা।
এখনো হচ্ছে। এই দুদিন আগে সামান্য মসজিদ নিয়ে একটি নির্দোশ মন্তব্যে জেলে পুরে দেয়া হল একজনকে,
আমরা সবসময়ই সব ক্ষেত্রেই এই আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলাম,

আর ওরা খুসিতে সবাই আলহামদুলিল্লা আলহামদুলিল্লা বলে গেছে।
এই বিষয়ে বর্তমান সরকারের সাথে এই সিলেক্টিভ চক্রের ভয়ংকর ও দারুণ ঐক্যমত।
ধর্ষণের বিচার চাওয়ার ব্যাপারেও তারা খুব সিলেক্টিভ ছিল। ব্লগার কোপানো, বিদেশী হত্যা, ওয়াজ-মাহফিলের নামে রুটিন উস্কানিমূলক হুমকি-ধামকির বিষয়েও তাই। এখন কথিত মত প্রকাশ করার অধিকার পাওয়ার আন্দোলনেও ওরা সিলেক্টিভ।
এখন নিজেদের এজেন্ডা আর সুযোগ হাতে পেয়ে ওত পেতে থাকা শকুন-শেয়ালরা রাস্তায়।

আজ দেখা গেল বাবু জুনায়েদ সাকি ও বাটপার নুরা শিবির যৌথ ভাবে মিছিল বের করে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:১৪

এমেরিকা বলেছেন: ভগবানের কি লীলা! যাদের সুরক্ষার জন্য এই নিরাপত্তা আইন, তারাই এখন এই আইনের যাঁতাকলে আটকে গেছে। অথচ ওয়াজের নামে মোল্লারা যা খুশি তাই বলে যাচ্ছে - এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সাহস সরকারের নেই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
যাদের সুরক্ষার জন্য এই ডিজিটাল নিরাপত্তা আইন হয়েছিল,
তাদের পক্ষে এক পয়শাও কাজে আসেনি এই আইন। ৯৯% ছাগুদের পক্ষে মোল্লাদের পক্ষে ইউজ হয়েছে।
জনগণের সম্পদ আত্নসাত কারি লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যবহার হচ্ছে

মুশতাক সাহেবের হত্যাকারি লুটেরা চক্রের কঠিন শাস্তি দাবি করেছি আগেই।
নেপত্থের কলকাটি নাড়া তথাকথিত হাইব্রিড নন হাউইব্রিড যেই নেতাই থাকুক তাদেরও কঠিন শাস্তি দাবি করি।
আমি আগেও ন্যায়ের পক্ষে ছিলাম, এখনো আছি।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:৪২

জাহিদ হাসান বলেছেন: বাংলাদেশে বসে এইসব পোস্ট লিখলে আজকে আপনিও জেলে যাইতেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৪

হাসান কালবৈশাখী বলেছেন: - সঠিক .. পারফেক্ট অনুমান।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫৩

নতুন বলেছেন: আসলেই মূর্খরা কেন একজন জেলে মারা গেছে সেটার জন্য প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে?

এইটা কোন ব্যাপার হইলো? একজন মানুষ খারাপ কিছু বলছে তাকে জেলে রেখেছে মইরা গেছে তাতে কি হইছে?

এই কারনে সরকারের সমালোচনা করা ঠিক না। এরা খুবই খারাপ কাজ করতেছে।

আপনি সঠিক বলেছেন। :|

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

হাসান কালবৈশাখী বলেছেন:
উনি হাসিনা বিরোধী বা সরকারের সমালোচনার কারনে জেলে যান নি।
একটি কার্টুন ক্যাপশানের কারনে । কার্টুন টি দেখুন।



মুশতাক আহমেদের কার্টুন কার্টুন কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠলো?
এমনই গুরুত্বপূর্ণ যার অঙ্গুলহেলনে মুশতাক আর কিশোরকে তার কার্টুন আকার জন্য আর ক্যাপশন দেয়ার জন্য জেলে যেতে হলো আর একজনকে জীবন দিতে হলো?
একজন চৌধুরী সারাফতের লুন্ঠন জানাজানি ঠ্যকাতে জন্য যুদ্ধাপরাধী বিরোধি ও কট্টর আওয়ামী পন্থী বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদিকে দুদক দিয়ে কঠিন মামলায় ফাসানো হয়েছিলো।
নিহত মুশতাক আহমেদ রাজনীতি না করলেও জাশি বিরোধি সাহাবাগ গণজাগরন সমর্থক।
তাকেও আরো কঠিন মামলায় জেলে।

কেন?


পদ্মা ব্যাংক (সাবেক দেউলিয়া হয়ে যাওয়া ফারমার্স ব্যাংক) এর নব চেয়ারম্যান চৌধুরী সারাফাত
নব অনুমদিত স্ট্র্যাটেজিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। আর্থিক প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বানানো হয়েছে তার বউকে, আঞ্জুমান আরা শহীদকে, এই আর্থিক প্রতিষ্ঠান কিভাবে অনুমদন পায় চিন্তার বিষয়। এই চক্র নব্য 'পিকে হালদার' হওয়ার পথে।

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস,
এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানিও (বিআইএফসি)

এই সব কটির মালিকানায় ছিল বহুল আলোচিত রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদার। বর্তমানে কানাডায় পলাতক।
মুশতাক আহমেদের কুমির খামার সম্ভবত পিপলস লিজিং থেকে ফাইনান্সিং, হয়তো হালদার চক্রের সাথে কুলিয়া উঠতে না পেরে কুমির খামার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন মুশতাক আহমেদ। সেই পিকে হালদারের কাছে নামমাত্র মুল্যে।
মুশতাক সাহেব এইসব লুটেরা চক্রের কুকর্ম সম্মন্ধে ব্যাপক অবগত ছিল।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভাইজান, ডিজিটাল শুকরিটি আইনডা কি জনগণের সম্পদ লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যবহার হচ্ছে নাতো? =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৬

হাসান কালবৈশাখী বলেছেন:
ডিজিটাল সিকিউরিটি আইনটা আমাদের পক্ষে এক পয়শাও কাজে আসেনি।

৯৯% ছাগুদের পক্ষে মোল্লাদের পক্ষে ইউজ হয়েছে।
জনগণের সম্পদ আত্নসাত কারি লুটেরাদের স্বার্থ রক্ষায় ব্যবহার হচ্ছে, সেটা উপরের কমেন্টেই বিস্তারিত জেনে অনুমান করছি।
বাকি সত্য সময়েই বলে দিবে।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৯

ডার্ক ম্যান বলেছেন: মুক্তমনারা তখন তথাকথিত ছিল , এসাইলাম সিকার ছিল ।
আপনি যদি নিরাপত্তাবাহিনীর সদস্য হন , তাহলে এই পোস্ট আপনার না দেওয়ায় ভাল ছিল । আপনাদের হাত-পা বাঁধা বলে তো আর সবার হাত-পা বাঁধা নয় ।
জুনায়েদ সাকী কিংবা নুরু তাদের নানান দোষ থাকতে পারে তাই বলে তারা কারাগারে আটক অবস্থায় মৃত মানুষের জন্য কথা বলতে পারবেন না , এটা তো হতে পারে না ।
১০ মাস আটকে রাখার পরও মুশতাক ভাইয়ের বিরুদ্ধে কোন কিছু প্রমাণ করতে পারলো না , তাই উনাকে একাবারে দুনিয়া থেকে জামিন দিয়ে দিল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
মুশতাক সাহেবের হত্যাকারি লুটেরা চক্রের কঠিন শাস্তি দাবি করেছি আগেই।
নেপত্থের কলকাটি নাড়া তথাকথিত হাইব্রিড নন হাউইব্রিড যেই নেতাই থাকুক তাদেরও কঠিন শাস্তি দাবি করি।
আমি আগেও ন্যায়ের পক্ষে ছিলাম, এখনো আছি।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩

নতুন বলেছেন: একটা কাটুন কেন আকতে যাবে বলেন?

কেন একটা মানুষের জেলে মৃত্যুর জন্য সরকারকে দায়ী করতে যাবে জনগন?

ঐ মানুষ নিজের দোষেই মারা গেছে।

তিনি যদি ঐ কাটুন না আকতো তবে ঐ মানুষকি রাগ হতো না। তিনি মামলা করতো না। পুলিশ তাকে ধরতো না।

পুলিশ/আদালত ব্যস্ত তাই ১০ মাসেও তার বিচারের জন্য কাজ শেষ করতে পারেনাই।

তাই উনি মারা গেছে নিজের দোষে।

আসলে সভ্য দেশে জন্মালেই তার এই সব কিছুই হতো না।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: এই দেশে সুন্দর করে বেঁচে থাকা সম্ভব নয়।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৪

অক্পটে বলেছেন: মৃর্ত্যুটা স্বাভাবিকই ছিল এটা নিয়ে বেকুবদের এত গোস্বা করার কি আছে বুঝলামনা। বেশি সাহস দেখাইওনা তাহলে গুম খুন তোমার জন্য অপেক্ষা করছে বাবা। গুম খুনে জাতি আর অবাক হয়না। তোমরা কেন হলা। একটা গণতান্ত্রিক সরকারের ডিজিটাল অধ্যাদেশ জারি করার পূর্ণ অধিকার আছে, আছে মানুষ গুম খুন করার অধিকার। তুমি চুপ থাক, চুপই বরং থাকো।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৮

জাহিদ হাসান বলেছেন: এরপরেও তো মনে করেন দেশে কোন পরিবর্তনের দরকার নাই। যেমন আছে তেমনই ভালো।
ভালো সেটা আমিও মানি, কিন্তু আরেকটু ভালোর জন্য কি আমরা চেষ্টা করবো না?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৬

হাসান কালবৈশাখী বলেছেন:
পরিবর্তন অবস্যই অবস্যই দরকার, সেই পরিবর্তন হতে হবে সম্মুখগামী ফ্রন্ট গিয়ারে।
রিভার্স গিয়ারে পশ্চাতমুখি পরিবর্তন চাইনা।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫০

নেওয়াজ আলি বলেছেন: মুসতাক জেলে মরে গেল ছয়বার জামিন হয়নি। মাত্র শুরু হলো সামনে আরো কত মরবে জানি না

১১| ১৩ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৩

জুল ভার্ন বলেছেন: একজন পুরনো ব্লগার হিসেবে আমার লেখার সাথে আপনি কমবেশী পরিচিত। দেখেছেন-আমি কতটা সরকার এবং রাস্ট্র বিরোধী লেখা লিখতাম(?)! অথচ, আমিও ১১ দিন গুম, ১২ দিন রিমান্ডে থার্ড ডিগ্রী নির্যাতন সয়ে দুটো ডিজিটাল নিরাপত্তা আইন মামলার আসামী হয়ে ১৪৪ দিন জেলে ছিলাম এবং এখনো সেই মামলায় মাসের দুই বার কোর্টে হাজিরা দিচ্ছি! ভাগ্যে আরও খতো খারাবী অপেক্ষা করছে-আল্লাহ মালুম!

১৫ ই মার্চ, ২০২১ দুপুর ১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বিনা অপরাধে ১৪৪ দিন জেল! আমি খুবই দুঃখিত ও ব্যাথিত।
আপনার বেশীরভাগ লেখা পড়েছি, কিছু লেখা বার বার পড়েছি কোথাও সরকার এবং রাস্ট্র বিরোধী একটি বাক্যও দেখিনি।
ভিন্নমত থাকলেও আপনার লেখা সবসমই পড়ি।
আপনার সবচেয়ে গুরুত্বপুর্ন বেষ্ট লেখা ছিল পাকিস্তান ভ্রমন বিষয়ক। পাচ ছয় পর্বে সম্ভবত। পাকিস্তান নিয়ে অন্য কারো লেখায় এতটা গভীরের তথ্য পাওয়া যায় না।
কিন্তু লেখাগুলো আপনার পোষ্টে আর খুজে পেলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.