![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন কোন মা বাবা কি আছেন যিনি অত্যন্ত ঠান্ডা মাথায়, কোন অপরাধ ছাড়া তার দুগ্ধপোষ্য শিশুকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেবেন? রক্তাক্ত করে দেবেন? বা পিটিয়ে ঠোট কেটে দেবেন? দাত ভেঙ্গে ফেলবেন?
এমন কাজ নিশ্চয়ই কোন পশুও করবেনা। কোন পাগল পিতামাতাও করে কি-না সন্দেহ। কিন্তু এই পাশবিক, পাষন্ডের মত কাজটা আমরা অনেকেই করছি । নিতান্ত নিরূপায় হয়ে। আমিও করছি । কিভাবে?
আমার ঘরে দুই বছরের একটি শিশু আছে। আমার ঘরের ফোর টাইলসের। গতকালও আমার শিশুটি টাইলসের ফোরে পা পিছলে পড়ে গিয়ে মাথার পেছন কেটেছে। রক্ত বের হয়েছে। ভীষন ফুলে উঠেছে। এর আগেও সে একবার পড়ে গিয়ে ঠোট কেটেছে। এ পর্যন্ত যতবারই সে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে তার প্রতিবারেরই কারণ ছিল টাইলসের ফোর। টাইলসের ফোর সামান্য ভেজা থাকলে, পানি পড়লে শিশুরা তার ওপর পা ফেললেই স্লিপ কাটে। বলতে পারেন ফোর শুকনা রাখলেই পারেন। কিন্তু তা সম্ভব হয়না সব সময়। যেমন আমার শিশুটি বেশ কয়েকবার নিজে হিসু করে তার ওপর নিজেই পড়ে গেছে। টেবিল থেকে পানি খেতে গিয়ে ফোরে পানি ফেলে নিজেই তার ওপর পড়ে গেছে। এমনকি আমি একবার ভেজা পায়ে বাথরুম থেকে বের হয়ে ফোরে হেটেছি। সেই পায়ের পানিতেও সে একবার পড়ে গিয়েছে।
এসব থেকে আমার মনে হয়েছে টাইলসের ফোরের কারনেই এসব হয়েছে। টাইলসের ফোর শিশুদের দুশমন। এভাবে পড়ে গিয়ে মারাত্মক আঘাত পেলে শিশু মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মানসিক ভারসাম্যহীন এমনকি মৃত্যুও হতে পারে। আমার শিশুটি এভাবে আঘাত প্রাপ্ত হওয়ায় আমি মারাত্মকভাবে ব্যথিত হয়েছি। কিন্তু কিছু করতে পারিনি। আমি নিতান্ত অসহায়।
গত পাঁচ বছরে তিন /চার বার বাস বদলিয়েছি। কিন্তু সব বাসাতেই টাইলসের ফোর । আমার অনুরোধ যারা বাড়ি বানান তারা যেন বাসায় পিচ্ছিল টাইলস না বসান। অনেক টাইলস আছে যাতে পানি পড়লেও স্লিপ করেনা। হয় সে ধরনের টাইলস বসান না হয় টাইলস পরিহার করুন। শিশুদের প্রতি সদয় হোন।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
মুদ্রা সংগ্রাহক বলেছেন: হয়ত অনেকেই এই সমস্যায় পড়েছেন কিন্তু এটাকে সমস্যা হিসেবে মনে করেননি....লেখক কে ধন্যবাদ এই বিষয়টি গোচরে আনার জন্য...
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
কালোপরী বলেছেন:
আপনার বাবুটা এখন কেমন আছে?
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মেহেদী হাসান৭৫ বলেছেন: ভাল আেছ । ধন্যবাদ আপনােক
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মেহেদী হাসান৭৫ বলেছেন: কাল সারারাত েস পাশ িফের ঘুিমেয়েছ। ব্যাথার কারেন িচৎ হেয় শুেত পােরিন।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
কালোপরী বলেছেন:
বাবুটার জন্য দোয়া রইল যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ বন্ধু বলেছেন: ভাল লিখেছেন
দৃষ্টিপাত
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
: হে নরাধম পশু ধিক্কার
কেন এ কুলুসিত জীবন ঐ বোন টার
ধিক আজি মানবতায়
সমাজ বিমুখ আজি এ লজ্জায়
কবি নজরুল এর বিদ্রোহী আওয়াজ
আমি মানিনাকো কোন আইন
আমি টর্নেডো আমি ভিম ভাসমান মাইন
মহা বিদ্রোহী রন ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে
উৎপীড়নের ক্রন্দন রোল
আকাশে বাতাসে ধবনিবেনা ।
বল বীর
বল উন্নত মম শীর
শীর নেহারি নত শির ঐ শিখর হিমাত্রির ।
অর্থ অন্যায়ের নিকট কখনও মাথা নত নয় ।
আজ আইনের লোকের নিকট আইন বিকৃত ও বিচারক আজ ক্ষমতার গেঁড়াকলে আমলাদের হাতের পুতুল ।
এই যে ভারত নিয়ন্ত্রন সরকার না পারছে পার্বত্য মুক্তি বাস্তবায়ন
না পারছে সিমান্তে বিএসেফ কর্তৃক অন্যায় হত্তা বন্ধ । , না পারছে দেশকে জনগণকে সামাল দিতে ,অগ্নিদহন দ্রব্য মুল্যর উদ্ধগতি ,।হাওর বিল টিপাই মুখ খাল সুন্দরবন সহ পর্যটন প্রাকৃতিক স্থান সমুহ আজ ভারতের নিয়ন্ত্রনে । বাড়ছে প্রতিনিয়ত ঘুষ দুর্নীতি ; হত্তা ধর্ষণের অহরহ চিত্র আর হায়নাদের অবৈধ দখলের রাজনীতি ।
সাধারন মানুষের বাড়ছে দুর্ভোগ , দেশ আবারও পরাধীনতার শিখলে
বন্ধি হে বাঙ্গালী জাগ্রত হও সময়ে আরেকবার ।
বাংলার বুকে মানুষ রূপি হায়নাদের উৎপাত এর তিব্র প্রতিবাদে সবাই আওয়াজ দিন ।
ধর্ষণ , ইজ্জত লুণ্ঠন , যৌন হয়রানি এবং নির্যাতন করে নির্বিশেষে হত্তা প্রভৃতি ভারত ও প্রাশ্চাত্য অন্যান্য ভবগুরে সমাজের মত আমাদের বাঙ্গালী সমাজেও প্রতিনিয়ত দেখছি এর বিস্তার ।
আমাদের রুখে দাড়াতে হবে ।নয়ত এদেশ এ জাতি আবারও বিষাক্ত কাল থাবায় নেমে আসবে অন্ধকার । মেয়েরা হারাবে তাদের পূর্ণ অধিকার । আসুন সচেতন মহল জানাই আজি তিব্র প্রতিবাদ ,
, চাই উপযুক্ত বিচার , চাই হায়েনা মুক্ত বাংলাদেশ / জানাই ধিক্কার ।
গ্রাম বাংলার সব স্থানে তাই তিব্র প্রতিবাদ জানাই
আসুন সবাই মিলে এ কর্মসূচিকে সফল করি
সত্যর আওয়াজে / বাচতে হলে লড়তে হবে সমাজে ।
***আমার আহবান , তিব্র প্রতিবাদে
আমার সাথে সবাই আওয়াজ দিন
ঢাকার বন্ধুরা মিলে প্রতিবাদ সভা এবং সারা বাংলায় যেন সব স্থানে স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,মাত্রাসা সহ সকল প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রিদের মধ্য সাড়া ও সচেতনতা জাগে সেই বিষয়ে সোচ্চার
হওয়ার জন্য আহবান করা গেল , প্রত্যক সচেতন ব্লগারকে এ
বিষয়ে অন্তত একটা করে পোষ্ট লিখে আওয়াজ দিন
ধর্ষক দের ফাঁসি চাই । হায়নাদের উৎপাত বন্ধ হোক , নিপাত যাক ,
বাংলার মাটিতে মেয়েদের নির্যাতন করা
চলবেনা বন্ধ হোক ।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৮
মেংগো পিপোল বলেছেন: টাইলসটা কেনো যেনো আমার কোন কালেই ভালো লাগেনা। মোজাইক ভালো।
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৫
সমকালের গান বলেছেন: সহমত। বাবুটার জন্য শুভকামনা।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯
ভাঙ্গাকুলা বলেছেন: দিশ পাইলাম
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৩
আরজু পনি বলেছেন:
আপনার সাথে একমত হতে পারলাম না।
আপনি যেই কারণগুলো দেখিয়েছেন....
১.বাচ্চা এদিক সেদিক হিসু যেন না করে সে ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। বাচ্চাকে টয়লেট ট্রেনিং দিন , তাহলে সে যেখানে সেখানে হিসু করবে না।
২.টেবিল থেকে নিজে পানি খেতে গিয়ে যদি পড়ে সেক্ষেত্রে তার দিকে নজরদারি বাড়ানো প্রয়োজন যেন সে পানি নিজে নিয়ে খাওয়ার আগেই তাকে পানি দেওয়া হয়।
৩. ভেজা পায়ে বাথরুম থেকে বেরুলেও বাথরুমের সামনে পাপোশ রাখুন যেন পানি বাইরে না যায়।
আমার দুই বাচ্চা, স্বভাবিকভাবেই আমাকে অনেকই সতর্ক থাকতে হয়েছে, এখনও সতর্ক থাকতে হয়.......
আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বললাম।
চেষ্টা করুন, কাজে লাগবে আশা করি।
আপনার বাচ্চার নিরাপদ জীবনের প্রত্যাশায়।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
পাগলামৃদুল বলেছেন: ঠিক কথা।