নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

ত্বকী হত্যা বিষয়ে তার পিতা যা বললেন

১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭



নারায়নগঞ্জে নির্মম হত্যাকান্ডের শীকার স্কুল ছাত্র তানভীর মুহম্মদ ত্বকীর পিতা রফিউর রাব্বি বলেছেন, তিনি মেয়র নির্বাচনে সেলিনা হায়াত আইভির পক্ষ নেয়ার কারনে শামীম ওসমানের শত্রুে পরিণত হন। এছাড়া দীর্ঘদিন ধরে রেলের জমি লুটপাট এবং দখলের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনের কারনে আগে থেকেই তিনি শামীম ওসমানের রোষানলে পড়েন। সেজন্য শামীম ওসমান তার ওপর প্রতিশোধ নেয়ার সুযোগে ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু সে সুযোগ পাচ্ছিলনা। এখন শাহবাগ আন্দোলনের কারনে এমন একটি সময় সামনে আসল যখন তার ছেলেকে হত্যা করলে এর দায়ভার সম্পূর্ণভাবে জামায়াত শিবিরের ওপর দিয়ে চালিয়ে দেয়া যাবে। তাই এ সময়টিকে বেছে নিয়েছে শামীম ওসমান তার ওপর প্রতিশোধের জন্য। রাফিউর রাব্বি আরো বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু নারায়নগঞ্জের একজন পুলিশ অফিসারকে ফোন করে বলেছেন ত্বকী হত্যার ঘটনা নিয়ে যেন কোন বাড়াবাড়ি না করেন।

গতকাল রাতে ইটিভির নিউজে ত্বকীর পিতার এ সাক্ষাৎকার দেখার সুযোগ হল। মেয়র সেলিনা হায়াত আইভিও এ ঘটনার জন্য শামীম ওসমানকে দায়ী করলেন। যারা ত্বকী হত্যার জন্য জামায়াত শিবিরকে দায়ী করেছিল ঘটনার পরপরই তারা এখন কি জবাব দেবেন?



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

জননেতা বলেছেন: ত্বকীর হত্যার পরপরই গণজাগরন মন্ঞ থেকে ঘোষনা দিল জামায়াত-শিবির এই কাজ করেছে।উত্তাল অনলাইন,জামাত নিষিদ্ধ হোক,এন করতে হবে, ত্যান করতে হবে ,উফফ ! !
কিন্তু,এখন হত্যাকান্ড ফাঁস হলো ,নারায়নগন্ঞের পরাজিত মেয়র শামীম ওসমানই করেছে এই নিশৃংস হত্যাকান্ড।সরাসরি ত্বকীর বাবা ও সেলিনা আইভি বলেছেন,প্রথম আলো সহ প্রায় সব পত্রিকাতেই এসেছে।কিন্তু এখন গণজাগরন চুপ হয়ে গেল কেন?আওয়ামী নেতা বলেই তো চুপ ,তাই নইকি ?এটা কি আরো প্রমান হতে হবে যে, এটা একটা আওয়ামী আন্দোলন ?

২| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২

ঢাকাবাসী বলেছেন: গনজাগরণ যে আম্লীগের সাইড বিজিনেস তা তো এস্টাবলিশড।

৩| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

২০১৩ বলেছেন: এরা রাক্ষস নিজের মায়ের রক্ত খেতেও এদের বাধবেনা।
এরা আম্লিগ
ধিক
এদের ধিক

৪| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

চোখের দেখা বলেছেন: জননেতা বলেছেন:এখন গণজাগরন চুপ হয়ে গেল কেন?আওয়ামী নেতা বলেই তো চুপ ,তাই নইকি ?এটা কি আরো প্রমান হতে হবে যে, এটা একটা আওয়ামী আন্দোলন ?

আমি বলিঃ- কবি ওখানেই নীরব ।

৫| ১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

0গাংচিল বলেছেন: রাফিউর রাব্বি আরো বলেছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল ইসলাম টুকু নারায়নগঞ্জের একজন পুলিশ অফিসারকে ফোন করে বলেছেন ত্বকী হত্যার ঘটনা নিয়ে যেন কোন বাড়াবাড়ি না করেন।

মানবাদিকার রক্ষার জন্য মখা সাহেব কে আরো একটা পুরষ্কার দেওয়া দরকার... X(( X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.