![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবি, দার্শনিক ফরহাদ মজহার বলেছেন, সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি-ঘাদানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট, শাহবাগ গণজাগরন মঞ্চ একাত্তরের রাজাকার, আল- বদর, আলশামসের ভূমিকায় অবর্তীন হয়েছে হেফজতে ইসলামের লংমার্চের বিরুদ্ধে হরতাল ঘোষনার মাধ্যমে। কারণ ১৯৭১ সালে রাজাকার, আল-বদর, আল- শামসারা গণমানুষের বিরুদ্ধে গিয়ে গণবিরোধী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিল। আজও সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাদানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ অন্য যারা হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত ঘোষনার জন্য হরতাল ডেকেছে তারাও ফ্যাসীবাদী গণবিরোধী সরকারের পক্ষে অবস্থান নিয়েছে গণমানুষের বিরুদ্ধে গিয়ে। তাদের উভয়ের ভূমিকা এক ও অভিন্ন।
ফরহাদ মজহার আরো বলেছেন, শাহবাগ গনজাগরন মঞ্চ ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী। মুক্তিযুদ্ধের কোন চেতনা শাহবাগে নেই। মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ইনসাফ। এর একটির সাথেও শাহবাগ নেই। শাহবাগে এর একটিও নেই। তিনি বলেন, তারা দিনরাত বলত দেশের ১৬ কোটি মানুষ তাদের সাথে আছে। শাহবাগই গোটা বাংলাদেশ। তারাই গোটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। কিন্তু হেফাজতের মিছিলের পর দেখা গেল শাহবাগের বাইরে দেশে আরো তরুন আছে।
ত শুক্রবার রাত ১২টায় বাংলা ভিশনের লাইভ টকশোতে তিনি একথা বলেন। তার সাথে লাইভ টকশোতে আরো ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
২| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা মুরগী সাপ্লাই আর কলকাতার বিশেষ এলাকায় ৯ মাস থেকে এসে মুক্তিযুদ্ধের কৃতিত্ব ছিনতাই করছেতো- তাই তাদের কাছে চেতনার বিকৃত ব্যখ্যাই বিরাজমান।
তারা গণমানুষের মনের বোধ কে প্রাণের বিশ্বাসকে তাই দলিত করতে চায়!!!!!
একাত্তরের রাজাকাররা যেমন ঘৃন্য আজ তারাও তেমনি ঘৃন্য!!!
৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
ইয়াশফিশামসইকবাল বলেছেন: ফরহাদ মজহার সাহেবের বুড়ো বয়সে বাম বিচ্যুতি ঘটল কেন?
৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
_উল্লাস_ বলেছেন: ঘাদানিক এর মানুষজন এর ভারতের সাথে কি সম্পর্ক এই ব্যাপারে তদন্ত করা উচিত। এদেরকে দেখলেই ভারতের পক্ষের শক্তি বলে মনে হয়।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১
দাস্তান বলেছেন: দেশের
১৬৫ কোটি মানুষ তাদের সাথে আছে।???????????? এত মানুষ কোত্থেকে পেলেন?
৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
আস্তবাবা বলেছেন: ফরহাদ মজহার আস্থিক। বাম মানেই নাস্থিক এটা হল কিছু লোকের ধারনা।
মাওলানা ভাসানি আস্থিক ছিলেন। বামও ছিলেন।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
মামুন রশিদ বলেছেন: ফরহাদ মজহার একজন স্বঘোষিত নাস্তিক । তার ফাঁসি দাবী না কইরা হেফাজত গোষ্ঠি তার কাছ থেকে দর্সে তালিম নিতাছে । হায়রে ভন্ড মৌলবাদির দল
৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
অেসন বলেছেন: ফরহাদ মজহার জামাতী টাকায় বিক্রি হয়ে গেছেন।
গনজাগরন এর সমাবেশ ঠেকানোর জন্য হেফাজত যখন হরতাল ডাকে তখন উনার কোন আপত্তি থাকে না। উনি পুলিশের উপর নৃশংস হামলা দেখেন না উনি গনহত্যা দেখেন।
৯| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আশফাক সুমন বলেছেন:
"৭১ এর রাজাকার আলবদর আল শামসের ভূমিকায় সেক্টর কমান্ডারস, ঘাদানিক, সাংস্কৃতিক জোট, শাহবাগ---
ফরহাদ মজহার ঠিক বলসেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
বাঙ্গাল৭১ বলেছেন: ফরহাদ মাজহার আস্তিক না নাস্তিক?