নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

অপরাধীর বিপক্ষে দাড়ালেও অপরাধ পক্ষে দাড়ালেও অপরাধ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২

৪/৯/২০১৩

আমরা এমন একটি অন্ধকার, অসভ্য এবং বর্বর যুগে আছি যখন অপরাধীর বিপক্ষে দাড়ালেও অপরাধ পক্ষে দাড়ালেও অপরাধ। সিরিয়ার শাসক বাশার আল আসাদ মানবতার একজন চিহ্নিত দুশমন, আমার দৃষ্টিতে। অন্তত আমেরিকা কর্তৃক হামলার পরিকল্পনার আগে অনেকেই তার বিরুদ্ধে ছিলেন। তবে সেসময়ও কেউ কেউ বাশারের পক্ষে ছিলেন অবশ্য। ইরান এবং হিযবুল্লাহ কর্তৃক বাশারের পক্ষাবলম্বনকে আমি কোন যুক্তি দিয়ে সমর্থন করতে পারিনি। অনেকে করেছে। কোন কূটনীতি, কোন রাজনীতি, কোন কৌশল, কোন হেকমতের নামে আমি নিরপরাধ মানুষ হত্যা এবং হত্যাকারীর পক্ষে নই। বাশার একজন নরাধম আমার দৃষ্টিতে এবং আমেরিকা কর্তৃক সিরিয়া আক্রমনের পরিকল্পনার পরও আমি বাশারের পক্ষে নই। তাহলে কি আমি আমেরিকার পক্ষে? না তাও নই। কারণ এখন অপরাধীর বিপক্ষে দাড়ানোও অপরাধ, পক্ষে দাড়ানোও অপরাধ।



আজ বাশারের পক্ষে, সিরিয়ার পক্ষে অনেককে দেখছি। কিন্তু হায়! গোটা দেশ এবং জাতিকে দিনের পর দিন যখন সে ছারখার করে দিয়েছে, নির্বিচারে তার নাগরিকদের ওপর পৈশাচিক হত্যাকান্ড পরিচালনা করেছে তখন এদের কাউকে কোন শব্দ করতে দেখিনি। মানুষ, মুনষ্যতা মানবতা এদের কাছে মূল্যহীন। ধিক্কার কূটনীতি, কৌশল এবং হেকমতের নামে এই রাজনীতিকে ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

তানজিব বলেছেন: সাবাস ভাই। সহমত

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৭

মেহেদী হাসান৭৫ বলেছেন: thanks

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

মুহাই বলেছেন: Bashar Obama duitai ibliser bachcha

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৫

রাখালছেলে বলেছেন: তাহলে আমরা কার পক্ষ নিব একটু বলে দিন ..?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.