![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক তরফা হামালা এবং ধাওয়া শেষ পর্যন্ত গণমাধ্যমের কল্যানে হয়ে গেল পাল্টা ধাওয়া এবং উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ।
সুপ্রীম কোর্টের প্রধান ফটক দিয়ে লাঠিসোটা হাতে সরকার সমর্থক বহিরাগত সন্ত্রাসীদের ভেতরে প্রবেশ এবং সরকার বিরোধী আইনজীবীদের ধাওয়া ও হামলার ঘটনা সরাসরি বেশ কয়েকটি টিভিতে দেখেছি। তাতে স্পষ্ট দেখা গেছে কিভাবে পুলিশের সামনে এবং প্রশ্রয়ে সুপ্রীম কোর্টের প্রধান গেট খুলে তারা হিংস্র উন্মত্ততা নিয়ে ভেতরে প্রবেশ করেছে। তাদের আসতে দেখে সরকার বিরোধী আইনজীবীরা দৌড়ে ভবনের দোতলায় এবং তিনতলায় আশ্রয় নেয়। যেসব মহিলা আইনজীবী দৌড়ে নিরাপদ আশ্রয় নিতে পারেনি তাদের ওপর ঝাপিয়ে পড়ে হামলাকারীরা। এছাড়া দোতলা এবং তিনতলায় আশ্রয়গ্রহণকারীদের প্রতিও হামলাকারিরা নিচ থেকে ইট ছুড়েছে, আর নিচে বসে তান্ডব চালিয়েছে, মটরসাইকেলে আগুন দিয়েছে। টিভিতে প্রচারিত সরাসরি এসব দৃশ্যের কোথাও সরকার বিরোধী আইনজীবী কর্তৃক পাল্টা ধাওয়ার কোন দৃশ্য দেখলামনা। ধাওয়া এবং হামলার পুরোটাই ছিল একতরফা। আর ভবনের মধ্যে আশ্রয় নেয়াদের ইট ছোড়ারও কোন সুযোগ ছিলনা। নিচ থেকে তাদের প্রতি ছুড়ে মারা কিছু ইট অবশ্য তারা কুড়িয়ে ছুড়ে মেরেছে।
কিন্তু রাতে বাসায় গিয়ে টিভিতে এ খবর প্রচারের সময় দেখি তারা বলছে সুপ্রীম কোর্টে সরকার সমর্থক এবং বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। অবশ্য অতি কষ্টে অন্তত একবারের জন্য হলেও তারা বলতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ সমর্থকরা সরকার বিরোধী আইনজীবীদের ধাওয়া দেয় এবং হামলা করে।
এরপর সকালে বিভিন্ন পত্রিকার খবরে দেখলাম তাদেরও প্রায় সকলে ধাওয়া এবং হামলাকে পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ করে ফেলেছে ঠিক রাতের টিভির খবরের মতই।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
উড়োজাহাজ বলেছেন: ধাওয়া -পাল্টা ধাওয়া শব্দটা মিডিয়া মুখস্ত করে নিয়েছে তো!
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ইহাকে বলে হলুদ সাংবাদিকতা।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
মুহসিন বলেছেন: ভাই, শুধু ধাওয়া বললে ঐ সাংবাদিককে পিটিয়ে বের করে দেয়া হবে।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪
উপপাদ্য বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: ইহাকে বলে হলুদ সাংবাদিকতা।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
উদাস কিশোর বলেছেন: ওদের স্বভাব বসতই বলে ফেলেছে থাওয়া পাল্টা ধাওয়া !
তাছাড়াও জারজলীগের কন্যানে তো তারা হলুদীয়া আভা ছড়াচ্ছেই
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বিএনপি সমর্থিত আইনজীবীদের ওপর হামলা শেষে অস্ত্র তাক করে সাংবাদিকদের হুমকি দিয়েছে এক আওয়ামী লীগ কর্মী।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
বিদ্রোহী ভৃগু বলেছেন: হলুদের জন্ডিসতো আগেই পেরিয়ে গেছে!
এখন চলছে অন্ধ লেজুরবৃত্তির লাল সাংবাদিকতা!!!!!!
অথচ যদি খঅলি দৃশ্য পট উল্টো হতো- তারাই হেডলাইনে রক্থ ঝড়িয়ে লিখত-
পবিত্র হাইকোর্টে ইতিহাসের নৃশংসতম হামলা!!! ..র সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালীয়ে হইকোর্টকে কলংকিত করল!!!!!
অথচ আজ তারা এমন ভাবে লিখছে এটাও এইতো সামান্য ঘটনার একটি!!!
ধিক তাদের প্রতি!
ধিক অন্ধ দলীয় লেজৃরবৃত্তির!!
ধিক বিবেকহীনতার!!!!
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
সেমিবস বলেছেন: হাম্বা লীগ
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
বাঙলি বলেছেন: বিএনপি-জামাত সমর্থিত আইনজীবীরা সুপ্রিম কোর্ট চত্বরের ভিতর থেকে বীরত্বের সাথে জলকামান উপেক্ষা করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিল, কোর্ট বন্ধ তো কি হয়েছে? জাতীয়তাবাদীরা প্রয়োজনে আদালত প্রাঙ্গণকেও রাজনৈতিক ময়দান বানাবে.........তাই বলে আওয়ামী লীগ সমর্থিত অচ্ছূতরা কেন লাঠি নিয়ে তাদেরকে দাবড়ানি দেবে?
ইমানি জজবায় বলিয়ান জাতীয়তাবাদীরা অবরোধের নামে মাসের পর মাস শত শত নয় প্রয়োজনে হাজারে হাজারে গাড়ি পোড়াবে, মানুষ পোড়াবে, মহিলা-শিশু হত্যা করবে..... সন্ত্রাস এবং সহিংসতার একমাত্র দাবিদার বিএনপি-জামাতের জাতীয়তাবাদীরা........... আওয়ামী লীগ সমর্থকরা কেন মটর সাইকেল পোড়াবে...........
কোট-টাই পরা ভদ্র-শিক্ষিত জাতীয়তাবাদী আইনজীবীদের কিনা দাবড়ানি দেবে লুঙ্গিপরা, অশিক্ষিত বহিরাগত আওয়ামী সমর্থকরা...... এটাও কি সহ্য করা যায়? অবশ্যই এই ধৃষ্টতার বিচার হতে হবে এবং ওইসব বহিরাগতদের শাস্তি দিতে হবে যাদের নোংরা পদভারে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ ময়লা হয়েছে.......
১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মো ঃ আবু সাঈদ বলেছেন: সব টিভি == বিটিভি
১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২১
সাইবার অভিযত্রী বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: ইহাকে বলে হলুদ সাংবাদিকতা।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এটা হল হাম্বা লীগের কল্যান ভাই।