নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

র্আন্তজাতকি রাজনীতরি আও তারা বোঝনো

১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৬

যারা বলছে বর্তমান সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে, অমুক তমুক ; আমার মনে হয় তারা বেকুফ, নাদান। আমার বিশ্বাস আন্তর্জাতিক রাজনীতির আও তারা বোঝেনা এবং তাদের আসলে নতুন করে রাজনৈতিক পাঠ নেয়া উচিত। আমারতো বিশ্বাস আন্তর্জাতিক লুটেরা চক্র এখন মুখিয়ে আছে এ সরকারকে কত বেশি ব্ল্যাকমেইল করে কত বেশি স্বার্থ আদায় করতে পারে সেজন্য। তাদের জন্য এর চেয়ে মওকা ভবে আর নেই। হা হা হা.....। আন্দোলন করেছে বিএনপি জামায়াত এর এখন তার ফসল ঘরে তুলবে আন্তর্জাতিক লুটেরা চক্র। বাংলাদেশে কাকে মসনদে বসালে কার কত বেশি লাভ হবে, কে কাদেরকে কত বেশি ছাড় দিতে পারবে, কে কত বেশি দেশকে বিলিয়ে দিতে পারবে এ নিয়ে দীর্ঘদিন ধরে অন্দরমহলে নানা হিসাব নিকাশ চালাচালি চলছে। কিন্তু বাংলাদেশ থেকে স্বার্থ আদায় এবং লুটপাট করে নেয়ার এমন মহান সুযোগ যে তাদের কাছে এভাবে ধরা দেবে তা মনে হয় তারা স্বপ্নেও ভাবেনি।

আমার আরো বিশ্বাস এখনো তারা ঘন ঘন বেগম খালেদা জিয়ার বাসায় যাচ্ছেন তাদের স্বার্থ আদায়ের রেট বাড়ানোর জন্য। এবং এ সরকারের বিরুদ্ধে মিউ মিউ করে টুকটাক যা কিছুই তারা বলবে তা সবই ভাগের রেট বাড়ানোর জন্য। আর বিএনপি জামায়াতপন্থী কিছু নাদান পত্রপত্রিকা সেইগুলারে খুব বড়বড় ট্রিটমেন্ট দিয়া ছেপে জনগনকে দেখাতে চাইবে এই যে দেখ অমুক বাবা, অমুক প্রভু এ সরকারের বিরুদ্ধে এই বলেছে। অমুক দেশের অমুক পত্রপত্রিকা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে এই এই বালছাল লিখছে। এইগুলা ছেপে তারা মনোকষ্ট ভুলে থাকতে চাইবে আর কি। আওয়ামী লীগের তাতে বালও আসবে যাবেনা।







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪০

হাসিব০৭ বলেছেন: ১০০% সইত্য কতা............................ তয় এত কষ্ট না কইরা আমেরিকা বা রাশিয়ার কাছে দেশটা বিক্রি কইরা দিলেই ত হয়। তাইলে আমরা আমেরিকার সিটিজেনশীপ পামু =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~


আর ভারতে কাছে বিক্রি করা যাই কিন্তু ভারত তো ফকিন্নি নিজেদের টয়লেটই নাই আবার বাংলাদেশ কিনব =p~ =p~ =p~ =p~ =p~ =p~

বিক্রিহোক অর্জিত স্বাধীনতা, বিক্রি হোক দেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.