নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেহেদী হাসান৭৫

মেহেদী হাসান৭৫ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ কবে জানিনা

০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

বিশ্বকাপ ফুটবল কবে তা জানিনা। সত্যি বলছি জানিনা। কারণ খেলা মেলার খবরতো দূরের কথা হেডলাইনও পড়িনা এবং খবরও শুনিনা। তবে ব্রাজিলে হবে তা জেনেছি। তাও হয়ত জানতমানা। একটি কারনে জেনেছি। খেলার খবর জানতে গিয়ে নয়, জেনেছি খেলার বিরুদ্ধে ব্রাজিলে প্রতিবাদ সংক্রান্ত একটি খবরের হেডলাইনে চোখ আটকে যাওয়ায়। ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের বিরুদ্ধে প্রতিবাদ করছে সে দেশেরই কিছু মানুষ। হায় হায় কয়কি। ফুটবল পাগল দেশে এ কি কথা? আমি বিস্মিত হয়ে খবরটা পড়ার চেষ্টা করলাম। তাতে জানতে পারলমা ব্রাজিলে এই বিশ্বকাপের আয়োজনে ফিফার সহায়তায় ৮৮ হাজার কোটি টাকা খরচ করছে দেশটি। প্রতিবাদকারিরা দাবি জানাচ্ছে ব্রাজিলসহ বিশ্বের অভুক্ত শিশু ও মানুষের খাবারের পেছনে ব্যয় করা হোক এ টাকা। মানুষকে অভুক্ত রেখে তারা খেলার পেছনে এভাবে অর্থ খরচের বিরুদ্ধে জোর প্রতিবাদ করছেন তারা।



ছোটবেলায় বৃষ্টিতে ভিজে হাটু সমান কাদা পানির মধ্যেও ফুটবল খেলেছি, চোখের ভেতর কাদা ময়লার কারনে লাল চোখ নিয়ে রাতে ঠিকমত ঘুমাতে পারিনি। এরপর বড় হয়ে ক্রিকেটের প্রতি ভক্ত হলাম। তখন এত টিভি ছিলনা এবং সব টিভিতে সব চ্যানেলও ছিলনা। তাই ভারত পাকিস্তান খেলার জন্য যেখানে যেতে হয় সেখানে যেতাম। পত্রিকায় কুইজের জবাব দিয়ে পুরস্কারও পেয়েছি। কিন্তু এখন আর এসব খেলা মেলা তেমন তাকিয়েও দেখিনা। অফিসে কাজের সময় টিভি খোলা থাকে। তাই তেমন উত্তেজনাপূর্ণ খেলা হলে মাঝে মাঝে গিয়ে সবার সাথে টিভির সামনে দাড়াই। এর বেশি নয়। খেলা দেখা এবং এ বিষয়ে খোঁজ খবর রাখা বাদ দেয়ার কারণ খেলা মানে এখন জুয়া, যৌনতার আসর, রাজনীতি, অর্থনীতি এবং রমরমা বানিজ্য । বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে সারা বিশ্বের পতিতারা ভিড় জমায় সেদেশে। এসব এখন বিরাট বিরাট খবর । খেলা নয় চিয়ার্স গার্লসই বিনোদন। । আছে আরো অনেক কিছু যা খবর হয়না। খেলা এখন আর কোন খেলা নেই। সে এখন অন্য কিছু। তাই বাদ দিয়েছি । এসব বিষয় আমার চেয়ে অনেকে হয়ত আরো ভালো জানেন এবং ভালভাবে প্রকাশও করতে পারেন।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ৮:০২

রিজভী খান রাজ বলেছেন: খেলা মানে এখন জুয়া, যৌনতার আসর, রাজনীতি, অর্থনীতি এবং রমরমা বানিজ্য সঠিক বলেছেন। অপ্রিয়, কিন্তু দুঃখজনকভাবে তা সত্য। আর, আপনিও যথেষ্ট ভালভাবে প্রকাশ করতে পেরেছেন।

০২ রা জুন, ২০১৪ রাত ৮:১২

মেহেদী হাসান৭৫ বলেছেন: Thanks

২| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:৩৪

করিম মিয়া বলেছেন: ১) ব্রাজিল বিশ্বকাপের অপেক্ষায় ১৫ লক্ষ পতিতা: ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলে যৌন ব্যবসা রমরমা হবে। ১ মাস ধরে চলবে। ব্রাজিলে যৌন ব্যবসা বৈধ। ব্রাজিলের অন্ধকার গলিতেই শুধু নয়, এই বিশ্বকাপে রাস্তার মোড়ে মোড়ে পর্যটকদের স্বাগত জানাতে অপেক্ষায় থাকবেন ১৫ লাখ পতিতা।

২) বিকিনি বিশ্বকাপ জেতায় ব্রাজিলের টিকিট: ব্রাজিল বিশ্বকাপে স্টেডিয়ামের একটি অংশের কয়েকটি আসন সংরক্ষিত থাকবে বিকিনি গার্লদের জন্য। সেই বিকিনি গার্লদের মধ্যে কোন দেশের সুন্দরীরা থাকবে সেটা ঠিক হয় লটারির মাধ্যমে।

৩) সাম্বা নৃত্যে‘এ মাতবে ব্রাজিল বিশ্বকাপ: বিশ্বকাপের ৬৪ ম্যাচকে ঘিরে সাম্বা নাচের উৎসবের আমেজে চার সপ্তাহ ফুটবল মেতে থাকবে।

...মিশকাত ও আবু দাউদ শরীফের হাদীছ অনুসারে, “পৃথিবীর এক প্রান্তে যদি কেউ নেক কাজ করে এবং অপর প্রান্ত থেকে তা সমর্থন করে তবে সেও সমান নেকী পাবে।
আবার এক প্রান্তে যদি কেউ গুনাহ করে আর অপর প্রান্ত থেকে যদি কেউ তা সমর্থন করে তবে তারও সমান গুনাহ হবে।”

হাদীস শরীফ কখন মিথ্যা নয়, তাই যে সকল মানুষ বাংলাদেশ থেকে সুদূর ব্রাজিলের বিশ্বকাপকে সমর্থন করছে, পতাকা উড়াচ্ছে, তাদের আমলনামায় অবশ্যই ঐ বিশ্বকাপ ও তার সংশ্লিষ্ট যত কবিরা গুনাহ হচ্ছে বা হবে, তার সবটাই জমা পড়বে।

আমি জানি, এখনো অনেকে বুক ফুলিয়ে বলছে, উড়িয়েছি তো কি হয়েছে? কিন্তু মনে রাখবেন, বেঁচে আছেন বলে বুক ফুলিয়ে বলতে পারছেন, কিন্তু মৃত্যুর পর কিন্তু কিয়ামতের ময়দানে বুক ফুলিয়ে সে কথা বলতে পারবেন না। তখন অবশ্যই অবাক হয়ে যাবেন, পাহাড় পাহাড় গুনাহর বোঝা দেখে। তখন বাঁচার জন্য এদিক ওদিক দৌড়াবেন, কিন্তু নিস্তার পাওয়ার কোন উপায় থাকবে না। কারণ মহান আল্লাহ তালায়া অবশ্যই কোন না কোন উপায়ে হারাম কাজ হতে হবে বিরত থাকতে আগেই আপনাকে সতর্ক করেছিলেন।

তাই লক্ষ কোটি কবিরা গুনাহ থেকে বাঁচতে আজই নিজের ছাদ থেকে পতাকা নামিয়ে ফেলুন।

০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:০৬

মেহেদী হাসান৭৫ বলেছেন: Thanks

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.