![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতাকেন্দ্রিক বিএনপির রাজনৈতিক কর্মকান্ড থেকে এতদিন আমাদের উপলব্ধি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরোপীয় ইউনিয়নভুক্ত কোন কোন দেশ হল তাদের প্রভু। জনগণ আনন্দোলন ফান্দোলন এসব কিছুনা এবং এগুলোতে তারা বিশ্বাসীও নয়। প্রভুদের ম্যানেজ করতে পারলে তারাই তাদের ক্ষমতায় বসাবে এমন ভাবটাই তো দেখেছি তাদের কর্মকান্ডে। আন্দোলন বা জনগণ নয় ব্যর্থ ম্যানেজ গেমের রাজনীতি করেই তারা পার করেছে ক্ষমতার বাইরে থাকা অবস্তায় বিগত বছরগুলোতে।
কিন্তু এখন দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগও তাদের এখন প্রভুর জায়গা দখল করেছে। গোলাম আযমের মৃত্যুতে বেগম জিয়ার কাছ থেকে কোন শোকবার্তা না আসা এবং বিএনপির কোন নেতার জানাজায় শরীক না হওয়ার মাধ্যমে অন্তত সেই বার্তাই পেলাম আমরা নতুন করে। জামায়াতের সাথে জোটের কারনে বিএনপির প্রতি কারা সবচেয়ে বেশি নাখোস? আওয়ামী লীগ এবং বামপন্থী এবং কথিত কিছু সুশীলরাতো? এরা সকলেই দীর্ঘদিন ধরে নানা রাজনৈতিক ইস্যুতে বারবার বলে আসছে বিএনপিকে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে তাহলে অমুক অমুক........তমুক তমুক.......ব্ল্যা ব্ল্যা .......হবে।
তাই এদের খুসী করতেই বুঝি বিএনপির এমন কৌশল? তবে নয়তো আর কি? গোলাম আযমের জানাজায় গেলে কি আমেরিকা অখুসী হবে? তাতো নয়? ৭১ সালে আমেরিকা তো জামায়াত এবং গোলাম আযমের পক্ষেই ছিল আর এখনোতো জামায়াত আমেরিকার গুডনোটবুকেই রয়েছে। তাহলেও? কাদের অসন্তোষ থেকে, কাদের সমালোচনার ভয়ে বিএনপির এমন অবস্থান? সাহস থাকলে মুখ ফুটে বলুক তারা। জামায়াত তো তাদের জন্য করতে কোন কিছু বাকী রাখেনাই?
আর জামায়াতেরই বা কবে হুশ হবে?
©somewhere in net ltd.