![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভিন্ন ঘটনায় অনেকের মন খারাপ হয়ে আছে। চলেন আপনাদের বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। হয়তো একটু ভাল লাগতে পারে।
১. আম বাগান। ’ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে’ । কবি গুরুর মত আম যে সবাইকে পাগল করে এই ব্যাপারে কারো সন্দেহ নাই।
২. প্রিয় ফল তালিকায় আছে কলা আর তরমুজ। চলেন কলাবাগানে।
৩. জাতীয় ফল বলে কথা, আর তালিকায় জাতীয় ফল থাকবে না, তা কি হয়!
৪. দেখুন তো এই পেপের বাগানটা কেমন লাগে? আমার তো ছবি দেখেই মন ভাল হয়ে যায়।
৫. আহ্ স্ট্রবেরী, যেমন রং তেমন স্বাদ। বাগান টাও সুন্দর।
৬. ওয়াও! আপেল বাগান।
৭. আঙ্গুর বাগান।
অনেকে কালো আঙ্গুর বেশী পছন্দ করেন।
৮. বর্ষা কালের রঙ্গীন ফল জামরুল।
৯. এক সময় আতা ফল খুব পছন্দ করতাম।
১০. আপুদের তো চালতা ফল খুব পছন্দের। সেটা কাঁচা হোক বা পাকা হোক।
১১. সফেদা -র বাগান। এই ফলটা গন্ধ অনেক সুন্দর, তবে আমার আছে অতটা মজার মনে হয় না।
১২. জীভে জল আনা লটকন ফল।
১৩. আমলকী ।
১৪. গাছে ঝুলে আছে কামরাঙা। আর কিছু দিনের মধ্যে রঙিন হয়ে উঠবে।
১৫. লিচু বাগান। ছোট বাচ্চাদের লিচু খাওয়া দেখতে আমার খুব মজা লাগে।
১৬. বরিশালের ভাইরা বলবেন আমাদের আমড়া কই?
১৭. সরিষার তেল, মরিচ আর লবন দিয়ে জাম্বুরা খেতে কেমন লাগে?
১৮. কমলা বাগান।
১৯. এটা হলো মানব বাগান। দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে।
ধন্যবাদ।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৩
এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ গারো হিল ভাই।
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬
বিডি আমিনুর বলেছেন: চমৎকার
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
এম এম কামাল ৭৭ বলেছেন:
বিডি আমিনুর ভাই এর হেড ফোনে এক দিন গান শুনতে মন চায়।
ধন্যবাদ 'চমৎকার' বলার জন্য।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
শিরিষ গাছ বলেছেন: কলাবাগানটা সুন্দর হয়েছে।
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭
এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ শিরিষ গাছ ভাই।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮
সািহদা বলেছেন: অসাধারণ !!! আমার কাছে স্ট্রবেরী বাগান টা খুব মন কেড়েছে । অন্য সব গুলো ও অনেক সুন্দর ।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ। ভাল থাকবেন।
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২
এম এম কামাল ৭৭ বলেছেন:
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৭
এসএমফারুক৮৮ বলেছেন: +++++
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
এম এম কামাল ৭৭ বলেছেন: এসএমফারুক৮৮ ভাই, এতোগুলো প্লাস দেওয়ার জন্য।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
আহলান বলেছেন: এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানিই,
খোদা, তোমার মেহেরবাণী ....
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০
এম এম কামাল ৭৭ বলেছেন:
ধন্যবাদ আহলান ভাই। সবই খোদার মেহেরবানী। ভাল থাকবেন।
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
s r jony বলেছেন: ধুর মিয়া!
তরমুজের ছবি দেন নাই কেন?
আমার প্রিয় হল তরমুজ, তাই তরমুজের ছবি না পাইয়া আপনেরে মাইনাস
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
এম এম কামাল ৭৭ বলেছেন:
নীচে আপনার জন্য তরমুজ এর বাগান দিয়ে দিলাম। আবার বাংলা লিঙ্ক তরমুজ কেটে ও দিলাম খাওয়ার
৮| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
এম এম কামাল ৭৭ বলেছেন: s r jony রাগ কইরেন না। আপনার জন্য
৯| ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪
রায়হান চৌঃ বলেছেন: ১৪. গাছে ঝুলে আছে কামরাঙা..!!!!!!
ভাই জান মনে হচ্ছে কামরাঙা গাছ আর কামরাঙা কখনো ই দেখেন নাই...!!
২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০০
এম এম কামাল ৭৭ বলেছেন:
জ্বী ভাই জান ঠিকই বলেছেন। আসলে এক এক সময়ে দেখার দৃষ্টি ভঙ্গী ভিন্ন ভিন্ন রকম হয়। মনে হয় এই জিনিষ এবারই প্রথম দেখলাম। পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২০
গারো হিল বলেছেন: সুন্দর।