![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২টা অতি উচ্চমানের ভদ্র ছাত্র!!! গরমের মাঝে রাত জেগে বারান্দায় পড়ছিল। ১জন জিজ্ঞেস করলো “কয়টা বাজেরে?” আরেকজন একটা পাথর নিয়ে প্রতিবেশীর টিনের চালে মারল । সেখান থেকে এক মহিলা বের হয়ে বলল…”হারামির দল রাত ৩টা বাজে…এখনো ঘুমাসনি ?
৩ জন মাতাল রাতে একটা গাড়িতে উঠল
ড্রাইভার বোঝতে পারল
যে তারা মাতাল!!
ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল
এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর
তাদেরকে বলল
যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গেছে.
৩ মাতাল গাড়ি থেকে নামল তারপরঃ-
১ম মাতালঃ ধন্যবাদ.
২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল
একটা থাপ্পর। ড্রাইভার মনে করল
যে লোকটা বোধ হয়
মাতাল না, হয়ত সবকিছু বোঝে ফেলেছে.
তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস
করলঃ থাপ্পর মারলেন কেন??
৩য় মাতালঃ শালা, এত স্পীডে কি কেউ
গাড়িচালায়! মাইরাই তো ফালাইছিলি
২৫ শে জুন, ২০১৪ সকাল ৯:২০
এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।
২| ২৩ শে জুন, ২০১৪ রাত ৯:২০
মামুন রশিদ বলেছেন: দুইটাই মজার ।
২৫ শে জুন, ২০১৪ সকাল ৯:২০
এম এম কামাল ৭৭ বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই।
৩| ২৫ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
না পারভীন বলেছেন: আগে পড়িনি জোকসগুলো। তাই ভীষণ ভাল লাগলো।
২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:১৫
এম এম কামাল ৭৭ বলেছেন: অনেক ধন্যবাদ আপা। খুব ভাল লাগলো।
৪| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৫৭
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০০
এম এম কামাল ৭৭ বলেছেন: এহসান সাবির ভাই, খুবই সরি আপনার কমেন্টের জবাব দিতে পারি নাই। আপনার শুভেচ্ছা গ্রহন করেছি। অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ রাত ৯:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: শালা, এত স্পীডে কি কেউ
গাড়িচালায়! মাইরাই তো ফালাইছিলি --পুরা বেহেড