নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

মাঈনউদ্দিন মইনুল

মুখোশই সত্য!

মাঈনউদ্দিন মইনুল › বিস্তারিত পোস্টঃ

এ সরকার তো ফেইলও করতে পারলো না!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

প্রথম রায়ে মৃত্যুদণ্ড, দ্বিতীয় রায়ে যাবজ্জীবন, তৃতীয় রায়ে কি তবে মৃদু তিরস্কার করে ছেড়ে দেওয়া হবে?



স্বাধীন দেশে একুশের মাসে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে স্বাধীনতার শত্রুরা হরতাল দিচ্ছে। কার জন্য? রাজাকার আলবদর আশশামস এর প্রধান আর গণধর্ষক আর গণহত্যাকারীদেরকে মুক্তি দিতে হবে! এ লজ্জা কোথায় রাখি?



পদ্মা সেতু, হলমার্ক, শেয়ারবাজার ইত্যাদি ইস্যুতে ‘কৃতীত্বের সাথে’ ব্যর্থ হবার পর বাঙালি পথ চেয়ে বসেছিলো যোদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াটিতে তাদের অবস্থান দেখার জন্য। সরকার এখানেও ব্যর্থ হয়েছে। শুধু তা-ই নয় সকল নৈতিক শক্তিকে পদদলিত করে চরম ডিগবাজি খেয়েছে! এরা যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলো সেটাই বিশ্বাস করতে পারছি না।



যোদ্ধাপরাধের বিচারের ইস্যু নিয়ে এমন একটি লেজে-গোবরে অবস্থায় এসে উপনীত হবে, তা কে আশা করেছিলো এই আওয়ামীলীগ সরকারের কাছ থেকে?



তাই বলছি এতো ব্যর্থতা নিয়ে এ দল কীভাবে জনগণের কাছে গিয়ে দাঁড়াবে আবার নির্বাচিত হবার জন্য? এরা তো ভালো মতো ফেইলটাও করতে পারলো না! সরাসরি ব্যর্থতা/অনিচ্ছা স্বীকার করলে হয়তো জাতি আশা করতো না তাদেরকে নিয়ে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

শার্লক বলেছেন: এদের লজ্জা নাই ঠিকই বলবে বাকি যুদ্ধাপরাধীদের বিচার কাজ শেষ করার জন্য আরেক বার বালকে ভোট দিন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “বালকে ভোট দিন” হাহাহা!
বাংলাদেশ আওয়ামী লীগ-এর চমৎকার সংক্ষেপ করেছন শার্লক ভাই!

শুভেচ্ছা!

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

শ্যামল নওশাদ বলেছেন: মানুষ এখন বুঝতে পারছে যে তারা ইচ্ছে করলে অনেক কিছু বুঝতে পারে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: একমত।

শুভেচ্ছা, প্রিয় শ্যামল নওশাদকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.