![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Truth is everybody is going to hurt you: you just gotta find the ones worth suffering for
এই বেশিদিন নয় গত সপ্তাহে হবে হয়ত। আমি এমনিতেও হিন্দি বা তেলেগু মুভি কম দেখি। মহেশবাবুর স্পাইডার মুভিটা হুট করেই দেখছিলাম। আমার একটা প্রিয় টপিক ছিলো হিউম্যান ইঞ্জিনিয়ারিং। ওই যে সেটাই যেটাকে আমরা কারো মনের তথ্য সংগ্রহ করতে যা করি আর কি। যদিও অনেক জটিল বিষয়। সে যাই হোক। মুভিটায় প্রথম দিকেই দুটো খুন হয় মেরে ফেলার ধরনটা এমন ছিলো তাদের মেরে টুকরো টুকরো করে একসাথে মিশিয়ে রাখা হয়েছে। প্রথমে ভাবছিলাম মুভিটা আর দেখবো না। পরে একটা মেয়ের ইন্টারেস্টিং ক্যারেক্টার দেখে মুভিটা দেখি। এমুভি দেখার সময় আমার Final destination 5 মুভির কথা মনে হচ্ছিল তাই আমি আর দেখতে চাইছিলাম না। কোন এক অজানা কারণে আমি Final destination 5 দেখতে পারি না। তারপর হুট করেই মাথায় স্যাডিজমের ব্যাপারটা ঘুরপাক খাচ্ছিলো। যদিও সেখানে ভিলেনকেও স্যাডিস্টই দেখানো হয়। কাল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার ঘটনাটা আমাকে খুব কষ্ট দিচ্ছিলো।
স্যাডিস্ট হলো তারাই যারা অন্যদের কষ্ট দিয়ে আনন্দ পায়। মনোবিজ্ঞানে এটি মনোরোগের আওতায় পড়ে।
মজার ব্যাপার হলো এ রোগে আক্রান্ত প্রচুর মানুষ পৃথিবীতে বিদ্যামান। যদিও দূর্ঘটনার পূর্বে এ রোগ চিহ্নিত করা প্রায় অসম্ভব। দশটা মানুষের মত তাদেরও চলাফেরা স্বাভাবিক। হুট করে আমার এটাকে অন্ধকার দর্শন বলা ঠিক না ভুল আমি সে বিষয়ে জ্ঞান কপচাতে আসি নি। দর্শনে জগৎ, জীবন, মানুষের সমাজ, জ্ঞানের পরিধি আলোচনা করা হয়। মানুষের চেতনার বিকাশে একটা স্তরে মানুষ তার পরিবেশ সম্পর্কে চিন্তা করে। ঠিক এই চিন্তাধারাতেই যদি মানুষ তার আনন্দ অপরকে কষ্ট দিতে পায়। কিংবা এই আনন্দের মাত্রা যদি কাউকে খুন করে কিংবা সম্প্রদায়কে খুন করে তাহলে কি আমাদের উচিত না এই স্যাডিস্টদের আলাদা দলভুক্ত করা। এরা অনেকটা বিভিন্ন ধর্ম থেকে এসে নিজেরা নিজেদের মতাদর্শে বিশ্বাসী থাকে। কিন্তু এদের মুখ্য উদ্দেশ্য থাকে অন্যকে কষ্ট দেয়ায় আনন্দ লাভ করা। তাহলে এরাও একটা নিজেদের সম্প্রদায়ের মধ্যে দলভুক্ত। হতে পারে সেটা ISIS, হতে পারে কোন শেতাঙ্গ উগ্র সম্প্রদায় যারা বিভিন্ন ধর্ম থেকে এসে নিজেরা একটা ধর্মের মত মতবাদ তৈরি করেছে।
তাহলে এই স্যাডিস্টদের চেনার উপায় কি?
বাকেল'স এবং তার দল Short Sadistic Impuls Scale (SSIS) নামে একটি স্কেল ব্যবহার করেছিলো। যদিও এই ধরনের টেস্ট করার আগে কয়েকটি স্টেপ ফলো করা লাগে। এরপর কিছু কোশ্চিন থাকে।
কোশ্চিনগুলো নিম্নরূপ:
10 questions from the SSIS. Each one is rated simply as “describes me/this person” or “does not describe me/this person”:
1.I enjoy seeing people hurt.
2.I would enjoy hurting someone physically, sexually, or emotionally.
3. Hurting people would be exciting.
4. I have hurt people for my own enjoyment.
5.People would enjoy hurting others if they gave it a go.
6.I have fantasies which involve hurting people.
7.I have hurt people because I could.
8. I wouldn’t intentionally hurt anyone.
9.I have humiliated others to keep them in line.
10.Sometimes I get so angry I want to hurt people.
এই প্রশ্নে যেগুলো উত্তর হ্যা হবে সেগুলো যোগ করে এর স্কোর বের করতে হবে। তবে বয়সের রেঞ্জ হতে হবে ১৮ থেকে ৬৫ এবং শিক্ষিত ব্যক্তি। যদি স্কোর চার হয় তাহলে এটা স্বাভাবিক কিন্তু যদি চার থেকে পাঁচ কিংবা তার বেশি হয় আপনি স্যাডিস্টদের অন্তর্ভুক্ত হবেন এবং মাত্রাও বেশি হবে।
আমি বলছি না এটা পুরো পুরি সত্য কিন্তু ইদানিং কালে হালের COC, PUBG মতো গেমও স্যাডিজম তৈরী করছে কি না আমাদের ভেবে দেখা উচিত। আমি শুধু একটা ধারণার প্রেক্ষিতে নিজের অভিজ্ঞতা আর জ্ঞান শেয়ার করলাম। যদি এথেকে আপনার মনে কিছুটা ধাক্তা দেয়ার বৃথা চেষ্টা এর বেশি কিছু নয়। এর ওপর পর্যাপ্ত আর্টিকেলও নেই। যা আছে অনেকগুলোই সেক্সুয়াল ডিসফাংশন রিলেটেড। জানামতে ২০১৭সালে এ নিয়ে একটা রিসার্চ হয়েছিলো এর বেশি কিছু পড়েছি কিংবা সময় হয়ে ওঠে নি পড়ার মত। হুট করেই আমার চিন্তায় এর অবকাশ। আমার কাছে এটা একটা as part of the human experience.
৩| ১২ ই মে, ২০১৯ দুপুর ১২:২৫
হাসান রাজু বলেছেন: আপনার প্রশ্নোত্তর লিস্ট পড়ার পর শুধু মনে হচ্ছে ইউটিউবে "FailArmy" টাইপের ভিডিও দেখি। যেখানে অন্যের ব্যাথা লাগলেও আমার দেখতে ভালই লাগে। আমার স্কোর ৭।
৪| ১২ ই মে, ২০১৯ রাত ১১:১৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৯ রাত ৯:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: গেমগুলো এভাবেই ডিজাইন করা হয়। একটু একটু করে খারাপ জিনিস ঢুকানো হয় এগুলোতে। যেমন অনেক আগে থেকেই হলিউড মুভিগুলোতে কিছু বিশেষ দৃশ্য যোগ করা লাগতো। এর একটি রূপ মনে হয় গেম অব থ্রোনস।