![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ব্যক্তিগত ভাবে ব্লগার আরিফ জেবতিককে অনেক বেশি পছন্দ করি। কারণ তাঁর মধ্যে ধর্মপরায়ণতা অনেক বেশি দেখেছি। শাহবাগে দেখেছি তাঁর পকেটের পেছনে সব সময় একটি সাদা টুপি থাকে। আমি নিজে একজন মুসলমান তাই অন্য একজন মুসলমানকে দেখলে নিজেকে ভালই লাগার কথা।
কিন্তু যে জন্য আমার এই লেখা। হটাত করেই দেখছি আরিফ জেবতিক কেন যেন সামহোয়্যার ইন ব্লগের বিরুদ্ধে মারাত্মক ক্ষিপ্ত হয়ে উঠেছেন। আজ ২৫/০২/২০১৩ ইং সোমবার সকাল ১২:৪৯মিনিটে তিনি আমার ব্লগে “প্রসঙ্গ অমি রহমান পিয়াল: তুমি কেন ঘষো, আমি তাহা জানি” শিরোনামে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বুঝাতে চেয়েছেন শাহবাগের গণজাগরণ এবং প্রজন্ম চত্বরের জন্মদাতা হিসেবে সামু দাবী করায় তাঁর অনেক ক্ষতি হয়ে গেছে। কেন ফিউশন ফাইভের লেখা স্টিকি করা হলো তিনি জানতে চেয়েছেন।
আরিফ জেবতিক তাঁর লেখার শুরুতেই লিখেছেন, সামু ব্লগের সত্ত্বাধিকারী গুলশান ফেরদৌস জানা একটি অনলাইন পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে দাবি করেছেন যে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলন থেকে সামুর কৃতিত্ব ছিনতাই হয়ে গেছে!! এরকম অদ্ভুত দাবি যে কেউ করতে পারে সেটি আমার বিশ্বাস হচ্ছিল না। আর শেষের দিকে লিখেছেন, এই ঘোলা পানিতে সামু তার স্টিকি পোস্টে অমি রহমান পিয়ালকে শিকার করতে নেমেছে! তাঁদের জন্য আমার একটাই কথা- তুমি কেন ঘষো, আমি তাহা জানি। সোনাব্লগ বন্ধ হওয়ার পর 'বেচারারা' নিরাপদ ভূমি খুঁজছে। সচলে তো ঢুকতেই পারবে না, আমুতে টিকতে পারবে না। তাঁদের জন্য একটা নিরাপদ বাসস্থান দরকার, যেখানে তাঁরা অমি রহমান পিয়ালকে ইচ্ছেমতো গালিটালি দিতে পারবে। সেই বিজ্ঞাপন দেখে আমি তাই চমকিত নই। তোমাদের ট্রাফিক আরো অনেক উচ্চে উঠুক, আমার শুভকামনা থাকল। তবে এটাও মনে রাখতে হবে পিয়ালদের পরিশ্রম বৃথা যায়নি। ছাগুদের নিরাপদ ভূমি তৈরি করতে চাইলেও সেখানে ছাগুদের লাথি দেয়ার জন্য যেসব ছেলেমেয়ে আছে,তাঁরা ছাগুদের শান্তিতে থাকতে দেবে না।
আরিফ জেবতিকের কাছে আমার প্রশ্ন, শাহবাগের গণজাগরণের জন্মদাতা কি আপনি বা আপনার টিম একাই? নাকি অন্যদেরও অবদান ছিল? আমি দেখেছি প্রথম দিনই শাহবাগে প্রথম আলো ব্লগের মোডারেটর নুরুন্নবী হাসিবকে। তিনিসহ আরও অনেকেই এতে অংশ নিয়ে ছিলেন। কেউ ফেসবুকে কেউ বিভিন্ন ব্লগে শাহবাগে আসার জন্য বলেছিল। এরপর আস্তে আস্তে অনেকেই জমায়েত হয়েছে।
এখানে সামুর অবদান নিতান্তই কম নয়। আপনাকে আরও সহজ করে বলি। বাংলাদেশ স্বাধীন করেছে কে? শেখ মুজিবুর রহমান? আপনার দৃষ্টিভঙ্গি অনুসরণ করলে উত্তর হবে “না”। কারণ তিনি মাঠে ময়দানে যুদ্ধ করেননি। কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন। তার সহযোগিতা ছিল বলেই দেশ স্বাধীন হয়েছিল। এখন শাহবাগে যে গণজাগরণের জন্ম হয়েছে তাতে অনেকভাবেই সামু সহযোগিতা করেছে বলে আমরা তার কৃতিত্ব দিতেই পারে। তাতে আপনার এতো লাগে কেন? নিজে নিজে সব মজা নিতে ইচ্ছা করে?
আর সব শেষে সামুতে স্টিকি লেখা নিয়ে তিনি যে এতো বিশেদাগার করেছেন তার জবাব দেই। ব্লগার কি লিখবেন আর কি লিখবেন না তা কখনও ব্লগ কর্তৃপক্ষ নির্ধারণ করে দেন না। কর্তৃপক্ষের দায়িত্ব একটি প্লাটফর্ম তৈরি করে দেওয়া। এছাড়া তাদের প্রত্যেকটি লেখার নিচে লেখা আছে “বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর”। তারপরেও আপনার এতো মিথ্যা অভিযোগ কেন? এটা লেখার পরেও যদি এর দায়ভার কর্তৃপক্ষের ওপরে পড়ে তাহলে আপনার কাছে শেষ প্রশ্ন? দেশের বিভিন্ন রম্য ম্যাগাজিনে ফানি অনেক কিছু লেখা হয় এবং বলা হয় এটা কল্পকাহিনী বা এরসাথে বাস্তবের কোন মিল নেই (যদিও মিল রেখেই সব লেখা হয়!!) আপনি যদি এখান থেকে কোন একটি লেখা সত্য বা বাস্তব মনে করে হৈচৈ শুরু করেন তাহলে মানুষ আপনাকে কি ভাববে? এখানেও আপনি যে তথাকথিত গল্প লিখেছেন তা অনেকটা ওইরকমই মনে হয়! আরিফ জেবতিক আপনার জন্য শুভ কামনা
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: হলেও
হতে
পারে!!
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
মদন বলেছেন: দু:খজনক।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: তা তা তাই
মনে
হচ্ছে!
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
নিয়েল ( হিমু ) বলেছেন: হুম
আন্দলন চলছে চলবে
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: কে
চালাবে?
কার
বিরুদ্ধে?
জানা
আছে?
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
সীমান্তে অসীম বলেছেন: সামুর ৪০% শেয়ার রাজাকারের দখলে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: জাক
বাঁচা
গেল।
৮০%
মুক্তিযোদ্ধাদের
দখলে।
স্বাধীনতা
আর
বেশি
দূরে
নেই
বুঝি!
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
অজানাবন্ধু বলেছেন: নায়ক সাজার দেখি সবার খুব আগ্রহ। লজ্জা লাগেনা।
এখানে আমরা সবাই রাজা।
সবাই নিজের তাগিদে স্লোগান দিচ্ছি
চাই চাই ফাসিঁ চাই
রাজাকারে ফাসিঁ চাই।
ধিক তাদের যারা এনিয়ে কথার লড়ায়ে নেমেছে।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: ভাইজান
সবাই
স্বার্থপর।
কেউ
স্বার্থ
আপন
না!!
তাই
তিনি
খেপেছেন!
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
ফয়েজ ০৮ বলেছেন: অমি পিয়াল তার বেডরুমের ভাষায় কথা বলে.. তাতে কার কি?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: আরিফ
জেবিতেকের
অনেক
কিছু!!
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ভুল উচ্ছাস বলেছেন: আশ্চর্য লাগে, বছরের পর বছর সামুর ব্লগাররা যা নিয়া আন্দোলন করলো সেখানে আজ সামুর ব্লগারদের কিভাবে তারা অস্বীকার করে?
আজকে বাংলাদেশ প্রতিদিনে একটা রিপোর্ট আসছে ব্লগারদের আন্দোলনে সব সিদ্ধান্ত নিচ্ছে যারা সেখানে কোন ব্লগার নাই। লুল রে লুল, মহা মহা লুল।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: আজকে বাংলাদেশ প্রতিদিনে একটা রিপোর্ট আসছে ব্লগারদের আন্দোলনে সব সিদ্ধান্ত নিচ্ছে যারা সেখানে কোন ব্লগার নাই। লুল রে লুল, মহা মহা লুল।
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
লেজকাটা বান্দর বলেছেন: হালারা খালি ক্যাচাল বাঁধায়।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: কারন
কি
?
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
বাংলাদেশী আইডল বলেছেন: Personal jogra korar somoy akon noy
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: কার?
আমার?
আপনার?
নাকি
আরিফের?
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সমকালের গান বলেছেন: পুরো ঘটনা জানি না। তবে এটুকু বুঝি, এখন যুদ্ধাবস্থা চলছে। এবং যেকোন মূল্যে স্বাধীনতার পক্ষের সবার ক্ষুদ্র বিবাদ, ঝগড়া ভুলে এক সংগে কাজ করতে হবে।
জয় বাংলা।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: জয়
বাংল! !
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
আকাশ৮৬ বলেছেন: ধর্মপ্রাণ(!) আরিফ জেবতিক এর টুইটার..".প্রভু এখন টুইটারে"
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: তাই
নাকি?
লিংক
টিংক
আছে
বস?
১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
নেক্সাস বলেছেন: আরিফ জেবতিকরা হল সাপের মত। সুযোগ পেলেই ছোবল মারবে। আরে চৌদ্দ গুষ্টি একসময় বিএনপি করতো। বিএনপির থেকে অনেক সুযোগ সুবিধাও নিয়েছে। এখন বিএনপির ঘরে খাওয়া নাই বলে সুর পাল্টেছে।
এই লোক অনেক আগে থেকে সামুর উপর ক্ষেপা। এখন সুযোগ বুঝে ছোবল মারছে।আমার কেন যেন মনে হয় এরাই ভিবিন্ন মাল্টিনিকে এসে সামুতে ক্যাঁচাল লাগাতো। রিভার্স খেলতো।
আরিফ সাহেব যত বড় লিখিয়ে আপনি হোন না কেন? আমরা তার তোড়াই কেয়ার। সামুর ব্লগার ছাড়া ব্লগারদের ব্যানারে কোন আন্দোলন সফল হয়নি হবেওনা। সামুর ব্লগার সবাই আম জনতা কোন নেতা বা সস্তা জনপ্রিয়তা লোভি মানুষ নয়।
সামুর কোন ক্ষতি হবেনা। আমরা আছি সামুর সাথে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: সামুর
কোন
ক্ষতি
হবে
না।
আমরা
আছি
সামুর
সাথে।
১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
নােয়ফ চৌধুরী বলেছেন: উনি এখন নিজেকে খুব গুরুত্বপুর্ন মনে করে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: হ
তা
ঠিক
কয়েছে!
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
লক্ষ্যভেদী বলেছেন: আরিফ জেবতিক সামুর হাত ধরে ব্লগার হয়েছিলেন-তারই প্রতিদান দিচ্ছেন একজন "মোনাফেকের প্রতিকৃতি" আরিফ জেবতিক"!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: ঘটনাকি
সত্য
আরিফ
ভাই?
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫
একজন ঘূণপোকা বলেছেন: একমত না বলেছেন: অমি পিয়াল মনে হয় চটি ভালো সাপ্লাই দেয়নাই। তাই তার মাথা একটু গরম। আর গরম মাথায় এরকম দুই তিনটা পোস্ট আসতেই পারে।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: হলেও
হতে
পারে!!
১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
মদন বলেছেন: ৭১ এ রাজাকার ছিলো কিন্তু এখন আওয়ামলীগ করে এরকম লোক দেখবেন বেশি বেশি জয়বাংলা বলে
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
এম. মিজানুর রহমান সোহেল বলেছেন: হা
হা
হা!
আমারও
তাই
মনে
হয়!
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
একমত না বলেছেন: অমি পিয়াল মনে হয় চটি ভালো সাপ্লাই দেয়নাই। তাই তার মাথা একটু গরম। আর গরম মাথায় এরকম দুই তিনটা পোস্ট আসতেই পারে।