নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

এই গানটি "মা" জাতিকে উৎসর্গ করলাম ।

২৪ শে মার্চ, ২০১৫ সকাল ১০:১৮

মা
মোঃ মহিউদ্দিন মিয়া

ছোট্ট ছেলে ওমা তোমার ছোট্ট
ছেলে
আজকে বড় হয়েছি ,
নামটি ধরে ডাকো না মা ডাকোনা ।
তোমার পায়ে দাওনা গো মা ঠাঁই
দাওনা গো মা তোমার কোলে একটু
ঘুমাই ,
কাছে তুমি ডাকোনা মা
কাছে তুমি ডাকো না ।

মধুর তোমার মুখের হাসি
যায়না কভু ভোলা ,
নয়তো কারো
ওমা তোমার স্নেহের আঁচল
সবসময়ই খোলা ।

তোমার মুখের হাসি সদা আমি চাই
তোমার চরণদ্বয়ে যেন গো ঠাঁই পাই ,
স্নেহ তুমি করোনা মা
স্নেহ তুমি করোনা ।

চিন্তা তোমার মনেতে মা
আমি আছি কেমন !
ভালো আছে তোমার দোয়ায়
আমার শরীর ও মন ।

তুমি চোখের আড়াল হলে গো মা
আমি তোমায় ছাড়া থাকতে
পারবোনা ,
দূরে তুমি যেওনা মা
দূরে তুমি যেওনা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.