নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

অধরা স্বাধীনতা

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৩০

বাস্তবতা খুবই কঠিন । যখনই স্বাধীনতা নামক শব্দটি চোখের সামনে চলে আসে তখনই কেমন যেন বোধ অনুভূত হয় । শাব্দিকভাবে স্বাধীনতার অর্থ হল কর্তাব্যক্তির ইচ্ছানুযায়ী গঠনমূলক যে কোন কিছু করা , বলা ।
কিন্তু কষ্ট পাই এই ভেবে আদৌ কি আমাদের দেশে কোন ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে ! আমার কাছে মনে হয় , না ।
এদেশে মুখ খুলে কথা বলার অধিকার নেই । কারো বিরুদ্ধে সমালোচনামূলক কিছু বলার অধিকার নেই ! এরই নাম কি স্বাধীনতা ?
হয়তো তাই । জোর করে কারো মুখ বন্ধ করা কি কোন ব্যক্তির অধিকার খর্ব করা নয় ?
আমি কোন রাজনৈতিক কর্মী নই । নিরপেক্ষভাবে বলছি , আমাদের দেশের সরকারগুলো মনে হয় জনগণের স্বাধীনতা নষ্ট করার তালেই লিপ্ত ।
নামের এ গণতান্ত্রিক দেশে নাগরিকদের স্বাধীকার লুন্ঠন করা হয় বারংবার ।
দেশের প্রত্যেকটি খাতে স্বাধীনতাকে লাত্থি মারা হচ্ছে ।
আর যারা সরকারের প্রিয়ভাজন হয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পাচ্ছেন তারা আবার স্বাধীনতার অপপ্রয়োগ এবং অপব্যবহার করছেন ।
স্বাধীনতা যুদ্ধের পর এ দেশের জনগণ যে দেশ চেয়েছিল স্বাধীনতা পাওয়ার ৪৪ বছর পরও তা পায়নি মানুষ ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.