![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
পৃথিবীর সবচেয়ে দামী দুজন মানুষ হল বাবা আর মা । বৃষ্টিতে ছাতা যেমন আশ্রয়স্থল হিসেবে কাজ করে ঠিক তেমনি সন্তানের বিপদে এই পিতামাতাই আশ্রয়ের কেন্দ্রস্থল হিসেবে কাজ করে । নিজে কষ্টে দিনাতিপাত করলেও সন্তানকে কভু বুঝতেই দেয়না । তাদের মুখের ঐ মিষ্টি হাসি বিধাতা নিজ থেকেই দিয়েছেন ।
তারা কত যে দামী তা বুঝা যায় যখন তারা আমাদের ছেড়ে পরপারে চলে যান ।
আজ মা-বাবাকে খুব মিস করছি ।
২| ২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:০১
অদৃশ্য প্রতিভা বলেছেন: হ্যা ভাই #সেলিম ভাই
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার । বাবামার তুল্য কেউ নেই পৃথিবীতে ।