![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
ছেলেটা খুব কান্না করছে । কাউকে বলছেওনা বা বুঝতেও দিচ্ছেনা । চিন্তার ভাঁজ চোখেমুখে ফুটে উঠেছে ছেলেটির । কোন একটা বিষয় নিয়ে হয়তোবা চিন্তিত । হয়তোবা খুব চাপা কান্না করছে ।
ছেলেটির নাম নবী । অত্যন্ত মেধাবী ছাত্র । দেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে । ব্যাচের ফার্স্ট বয় । সব বিষয়েই হাইয়েষ্ট মার্ক পায় ।
আজ নতুন সেমিস্টারের রেজিষ্ট্রেশন চলছে । সকল স্টুডেন্টসই রেজিস্ট্রেশন করে ফেলেছে । নবীও এডভাইজিং করেছে কিন্তু রেজিষ্ট্রেশন করতে পারে নি ।
কারণ তার কাছে রেজিস্ট্রেশন করার মত কোন টাকা নেই । কৃষক বাবার ছেলে সে । তাছাড়া খুবই গরীব ঘরের । তাই টিউশনি করে চলতে হয় তাকে । কিভাবে রেজিস্ট্রেশন এর টাকা ম্যানেজ করবে তা সে ভেবে কূল পাচ্ছেনা । টাকা জোগাড় না করতে পারলে সেমিস্টার ড্রপ পড়বে ।
এহেন চিন্তা করে কান্না করছে সে । ভার্সিটির অনেক বন্ধুর কাছে টাকা ধার চেয়েছে কিন্তু কারো কাছ থেকে পায়নি । তাই কান্না করছে ।
ও ভাবছে তার ভবিষ্যৎ পড়াশোনা হয়তোবা কোন এক বিদঘুটে অন্ধকারের অতলে নিমজ্জিত হতে যাচ্ছে ।
©somewhere in net ltd.