নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

ব্লগার সমীপেষু .........

৩১ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৩৬

একের পর এক ব্লগার খুন হচ্ছে তাও আবার প্রকাশ্যে ! কিন্তু এসব খুন হওয়ার নেপথ্য কারণ ঘুরে ফিরে একই দেখা গেছে ।
মেনে নিলাম আপনি একজন ব্লগার । বাঁধভাংগা মত প্রকাশের মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা দুটোই আপনার আছে । কিন্তু দুঃখের বিষয় হল মত প্রকাশের স্বাধীনতা আপনাকে অন্য এক জগতে নিয়ে গেছে । আপনি সরাসরি আঘাত করছেন কারো ধর্মকে , ঐ ধর্মের রীতিনীতিকে । কেন ভাই এমনটা কেন ? আপনি যে মানুষ তাকি ভুলে গেছেন ? এমনটা মনে হচ্ছে যে আপনি ঘাড়ে পুকুর পাড় ঠেলে আপনার জ্ঞানের পরিসীমাকে বিধাতার উপরে অবস্থান দিতে চাচ্ছেন । যা পুরোপুরি অনভিপ্রেত. ।
আপনি নাস্তিক ঠিক আছে তাও মেনে নিলাম । কিন্তু লাগাম দিয়ে কথা বলুন ।

এমন এক আজব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বাস করছি যে দেশে সংখ্যাগরিষ্ঠ লোকদের কোন অধিকারই নেই । তারা আজ পুরোপুরি অবহেলিত ।
ধর্ম নিয়ে কটুক্তি করে যে কেউ পার পেয়ে যায় । যদিও আইন রয়েছে এ ব্যাপারে তবে তা অনেকটাই ডুমুরের ফুলের মত ।
যথাযথভাবে আইন প্রয়োগ করলে হয়তোবা এসব হত্যাকাণ্ড হতোনা ।
আমাদের ব্লগারদের উচিত যা কিছুই লিখিনা কেন যেন এর ভবিষ্যৎ চিন্তা করে লিখি । কি বলছি তার যথার্থতা চিন্তা করে লিখি ।
এসব হত্যাকাণ্ড আমরা চাই না । সরকারকে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে হবে ।
সেকুলারিজমের অনুসারীরাও মুখে লাগাম দিয়ে কিছু লিখতে হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.