নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

যার মা নেই ......

০৬ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪১

হাছিব অঝোরে কাঁদছে । কিছুই বুঝতে পারলাম না । কিছুক্ষণ আগে একটা কল এসেছিল । তারপর থেকেই কান্না করছে । জিজ্ঞেস করলাম , কিরে কি হয়েছে ? কান্না করছিস কেন ? উত্তরে যা বলল তাতে নিজেই কাঁদতে শুরু করলাম ।
ওর মা মারা গিয়েছে । কথাটা শুনতেই কেমন যেন বোধহীন হয়ে গেলাম । হাছিবকে কি বলে স্বান্তনা দিব বুঝতে পারছিলাম না । চাপা স্বরে বললাম , দোস্ত কাঁদিসনা । ও আমাকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগল ,
আমার মা ছাড়া আমার আর কেউ ছিল না । বাবাকে হারিয়েছি অনেক আগে । আজ মা ও চলে গেল । আমার আর আপন কেউ রইলো নারে ।
ও কাঁদছে ....অঝোরে কাঁদছে ।
মুখ থেকে একটা কথাই বের হল আমার , দোস্ত , আমি আছিনা ।
কি বলব খুজেই পাচ্ছিলাম না ।
দেরি না করে বেরিয়ে পড়লাম ওকে সাথে নিয়ে । ওর বাড়ি ছিল পূর্ববঙ্গে । পুরো রাস্তায় আমার কাঁধে মাথা রেখে ঢুকরে কেঁদেছে হাছিব ।
ওর বাড়িতে পৌঁছে যা দেখলাম তা সত্যিই হৃদয় বিদারক । একটা খাটে হাছিবের আম্মাকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে । হাছিব তার আম্মুকে ধরে কাঁদতে লাগল আর বলতে লাগল , মা তুমিও আমাকে ছেড়ে চলে গেল । আমি কার আঁচলের ছায়া পাবো গো মা ।
বন্ধুর আহাজারি দেখে নিজেকে আর স্থির রাখলাম না । নিজেও কান্না করতে শুরু করলাম ।
গ্রামের কিছু লোক আমাকে বলল , বাবা তুমিও কান্না করলে কি চলবে । তোমার বন্ধুর মায়ের দাফনের সবকিছু তোমাকেই করতে হবে ।
নিজেকে শক্ত করে হাছিবের আম্মুকে কবর দিয়ে মাটিতে ঘুমোতে দিয়ে আসলাম ।

হাছিব আজ গ্রিসে আছে । প্রায়ই আমাকে ফোন করে আর তার মায়ের কথা বলে কান্না করে । আর বলে তোকে খুব মিস করি ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমারে চোখেও এখন জল, কিন্তু সত্যকে মিথ্যা করা যায় না।
সব মা বাবা সুস্থ থাকুন এই দোয়া করি।

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮

অদৃশ্য প্রতিভা বলেছেন: সত্যিই ভাই , পৃথিবীতে এ দুজন লোকের তুলনা হয় না #আব্দুল হক

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: মা এক অনুভূতির নাম এক আস্থার নাম।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১২

অদৃশ্য প্রতিভা বলেছেন: নামটি এত মধুর #রাজপুত্র

৫| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২১

কলমের কালি শেষ বলেছেন: পৃথিবীর সকল সন্তান মায়ের আচলে মাথা রাখুক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.