নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

স্পন্দনের আরেক নাম "মা"

০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

আলহামদুলিল্লাহ গতকাল বাড়িতে এসে পৌছেছি ।
আমার একটা অভ্যাস হল বাড়ির ঘাটে থাকতেই চিৎকার করে মাকে ডাক দেওয়া । যথারীতি গতকালও একই কাজ করলাম ।
মা রান্নাঘর হতে বের হয়েই জড়িয়ে ধরল আমাকে আর বলল "আমার বাবা এসেছে" ।
বলতে লাগল , তোর জন্য অনেক চিন্তায় ছিলাম । যদি ঝড়ে পেয়ে বসে ! আল্লাহর কাছে এটাই বলেছিলাম যাতে তোকে ঝড়ে না পায় ।

হয়তোবা মার দুয়া কাজে লেগেছিল । আমি বাটি আসার পরেই ঝড় ও বৃষ্টি শুরু হয়েছিল ।
অবাক লেগেছিল তখন যখন দেখেছি মা আমাকে দেখে পেটে ভরবে না পিঠে নিবে এহেন অবস্থা দেখে ।
সেই একই কথা , "তুই শুকিয়ে গেছিস , ঠিকঠাক মত খাবার খাস নাই , চেহারার একি হাল করেছিস" ।
মা বারবার চুলে স্নেহের পরশ বুলিয়ে দিচ্ছিল আর অনেক কথা বকেছিল ।
এই বয়সে এসেও মায়ের আদর খাওয়ার মজাই আলাদা ।
আরও অবাক হলাম আজ সকালে ।
গতকাল এসে শুতে যেয়েই দেখলাম এক ঘুমে ঘুমিয়ে গেলাম ।
মা , তুমি সত্যিই অসাধারণ !
Hates off to you MOM.

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

মনিরা সুলতানা বলেছেন: মা শব্দ টাই একটা অন্য রকম অনুভুতি :)

২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:০৯

অদৃশ্য প্রতিভা বলেছেন: R8 u are !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.