নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

সংরক্ষিত ছড়া ও কবিতাসমূহ .....

১০ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫২

প্রকৃতির বিচরণ

মোঃ মহিউদ্দিন মিয়া





রৌদ্রজ্জ্বল দিনের কোন এক বিকেল বেলা

হাঁটিতেছি একা ,

দেখছি প্রকৃতির যত রূপ-মায়াময় খেলা ।



কাঁপিছে দ্বিচরণ মোর হাঁটিতে

কিসের যেন তরে ,

ওহে সে ঝিঝি পোকার

বিদঘুটে আওয়াজ ;

ডাকছে ভয়াল সকল সুরে ।



দেখিতেছি কত পাখি

তাদের দলবল ,

প্রকৃতিতে কেহ নেই যেন আজ

শুধু তাহাদেরই কোলাহল ।



কিযে মধুর সুর ঐসব বিহংগ হতে ,

হাঁটিতেছি তবুও শুনিতেছি

মোর দু কর্ণ পেতে ।



পুলকিত মোর লোচন দেখিয়া

প্রকৃতির আজব সকল খেলা ,

আরও পুলকিত !

দেখিয়া প্রকৃতির বিচিত্র সব

নব সাজের মেলা ।



কত অজানা অচেনা ফুটিয়াছে ফুল ,

দুলিতেছে তাহারা সুরভীসহ

হইয়া প্রকৃতির দুল ।



শুনিতেছি আমি বিচিত্র শত সকল

পাখির গান ,

আহা! কি এ শুধা ! জুড়ায় মোর

মন-প্রাণ ।



ঘরেতে নাহি যাইব আজ

দেখিব প্রকৃতির বাঁধভাঙ্ঘা সকল উল্লাস ।

শুনিব পুলকে কোকিলের কুহুকুহু তান

জুড়াবে মোর আখিঁ দেখিয়া

কাকের অতৃপ্ত স্নান ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ++

২| ১০ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৭

অদৃশ্য প্রতিভা বলেছেন: কি বুঝিয়েছেন #বঙভূমির রঙমেলায়

৩| ১২ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:২৯

আদম_ বলেছেন: ওহে কপি, নিচির দিকি তাকিয়ি তাকিয়ি হাটিস, নইলে বিচি তে চিপা খাবি।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৪

অদৃশ্য প্রতিভা বলেছেন: He who spits against the wind spits against his own face, brother Adam.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.