নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

পুলিশ তবে পাক্কা ছিনতাইকারী ....

১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩১


স্মরণকালের সবচেয়ে বাজে
অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজ ।
ঘটনাটা ঘটেছে রাজধানীর
মালিবাগে ।

বাংলাদেশে পুলিশের বর্তমান
অবস্থা যে কোন পর্যায়ে চলে গেছে
তা আর নাই বললাম ।

আজকাল মোবাইলে ইসলামীক সংগীত
কিংবা পবিত্র কুরআনের সূরাও রাখা
যায়না !
শুয়োরের বাচ্চা পুলিশ যে কত খারাপ
তা আজ বুঝলাম ।
আমি নাকি রাজনীতি করি ! আবার
শিবির করি ! আরও কত কি ! যদি
রাজনীতি নাই করতাম তাহলে আমার
মোবাইলে ইসলামীক সংগীত কেন? ????

আমি আমার স্টুডেন্ট আইডি কার্ড
দেখানোর পরেও কুত্তার বাচ্চারা
আমাকে জেরার পর জেরা করে গেছে

সবশেষে আমার সাথে কুলিয়ে উঠতে
না পেরে আমার কাছে থাকা ৭০০০
টাকা আর ২টি মোবাইল ছিনিয়ে
নিয়ে যায় ।
কি করব বুঝতে পারছিলাম না । পরে
বললাম ভাই টাকা নিয়েছেন
ভাল করেছেন । আমাকে আমার
মোবাইল আর বাড়িতে যাওয়ার
ভাড়ার টাকা দেন ।
ওরা আমার কথায় রাজি হল । ৫০০ টাকা
দিল শুধু আর বাকি টাকা নিয়ে গেল ।

"সাদমান" এই কুত্তার বাচ্চার নামটা
জীবনেও ভুলব না । এই কুত্তা আজকে খুব
বার্গেইনিং করছে । খালি একবার সুযোগটা আসুক ।
অরে বুঝামু কত চাউলে কত ধান ।

কি আর বলব বিমর্ষ মনেই আজ বাড়িতে
ফিরতে হয়েছে ।

বলেনতো এই কোন দেশে বাস করছি
আমরা? ??????
সাবাস বাংলাদেশ ! তোমা তরে পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয় ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেন কি????

ইসলামী গান শোনা কি রাষ্ট্রীয় ভঅবে নিষীদ্ধ নাকি!????

আর কি বলব! অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে এমনই হয়- তারা গদি রক্ষায় লাঠিয়াল বন্দুকবাজদের দরকার! আর সেই সুযোগো লাঠীয়াল বন্দুবাজরা করে স্বেচ্ছাচার!!!! চক্রাবর্ত!

দু:খজনক! আপনি থানায় যান। মামলা না নিলে কোর্টে অভিযোগ করেন! আইনগত ভাবেই দুস্কৃতিকারীদের মোকাবেলা করুন।

২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮

রাজ হাসান বলেছেন: কিচ্ছু বলার নাইরে ভাই,অফিস থেকে নিজের ব্যবহারের জন্য কাপড় নিয়ে পুলিশের হাতে হলাম চোর।অবশেষে দাবী করল ১০০০০৳ তারপর ১০০০৳ টাকায় ২ ঘন্টা ৩০ মিনিটের জুলুমবস্থা রফাদফা করে রাত ১১:৩০ এ বাসায় প্রবেশ।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩

কেএসরথি বলেছেন: বর্তমানে দেশে সবচেয়ে "স্বনামধন্য" পেশা হলো চুরি-চামারি। খেয়াল করে দেখবেন যারাই চুরি করছে, তারাই সফল।

হয়ত সেটা ভেবেই আমাদের পুলিশের এতটা অধ:পতন।

৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১

সাদী ফেরদৌস বলেছেন: খুব ই দুঃখ জনক । আমি পুলিশের সর্বউচ্চ পর্যায়ের ফ্যামিলির একজন হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ।আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন ।

যেকোনো জনসাধারণ যে কোন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দের সাথে দেখা করে তার অভিযোগ জানাতে পারেন ।

আপনি মিন্টু রোডে ডি বি কার্যালয়ে গিয়ে ডিসি ডি বি কিংবা এ ডি সি ডিবির কাছে আপনার অভিযোগ জানান ।( এপোয়েনটমেনট নিয়ে আপনি সহজেই তাদের সাথে দেখা করতে পারেন , ভয় নেই )

৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৪

অদৃশ্য প্রতিভা বলেছেন: বাংলাদেশে আমি কিংবা আপনি দুষ্কৃতিকারী হতে পারি কিন্তু পুলিশরা কখনো নয় । ওরা আমাদের সরকারের পরম ধন. ।
#বিদ্রোহী ভৃগু

৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৬

অদৃশ্য প্রতিভা বলেছেন: এভাবে পুলিশের জুলুমবাজি যে কত দিন চলবে? ???????? #রাজ হাসান ভাই

৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৯

অদৃশ্য প্রতিভা বলেছেন: ভাই #কেএসরথি পুলিশের শুধু অধঃপতনই হয় নাই! !!!!!!'এর নিচু স্তরের যদি কিছু থাকে তা হয়েছে ।

৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩০

অদৃশ্য প্রতিভা বলেছেন: ধন্যবাদ #সাদী ভাই । কিছুটা স্বান্তনা দেওয়ার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.