![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
স্মরণকালের সবচেয়ে বাজে
অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজ ।
ঘটনাটা ঘটেছে রাজধানীর
মালিবাগে ।
বাংলাদেশে পুলিশের বর্তমান
অবস্থা যে কোন পর্যায়ে চলে গেছে
তা আর নাই বললাম ।
আজকাল মোবাইলে ইসলামীক সংগীত
কিংবা পবিত্র কুরআনের সূরাও রাখা
যায়না !
শুয়োরের বাচ্চা পুলিশ যে কত খারাপ
তা আজ বুঝলাম ।
আমি নাকি রাজনীতি করি ! আবার
শিবির করি ! আরও কত কি ! যদি
রাজনীতি নাই করতাম তাহলে আমার
মোবাইলে ইসলামীক সংগীত কেন? ????
আমি আমার স্টুডেন্ট আইডি কার্ড
দেখানোর পরেও কুত্তার বাচ্চারা
আমাকে জেরার পর জেরা করে গেছে
।
সবশেষে আমার সাথে কুলিয়ে উঠতে
না পেরে আমার কাছে থাকা ৭০০০
টাকা আর ২টি মোবাইল ছিনিয়ে
নিয়ে যায় ।
কি করব বুঝতে পারছিলাম না । পরে
বললাম ভাই টাকা নিয়েছেন
ভাল করেছেন । আমাকে আমার
মোবাইল আর বাড়িতে যাওয়ার
ভাড়ার টাকা দেন ।
ওরা আমার কথায় রাজি হল । ৫০০ টাকা
দিল শুধু আর বাকি টাকা নিয়ে গেল ।
"সাদমান" এই কুত্তার বাচ্চার নামটা
জীবনেও ভুলব না । এই কুত্তা আজকে খুব
বার্গেইনিং করছে । খালি একবার সুযোগটা আসুক ।
অরে বুঝামু কত চাউলে কত ধান ।
কি আর বলব বিমর্ষ মনেই আজ বাড়িতে
ফিরতে হয়েছে ।
বলেনতো এই কোন দেশে বাস করছি
আমরা? ??????
সাবাস বাংলাদেশ ! তোমা তরে পুরো পৃথিবী অবাক তাকিয়ে রয় ।
২| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:০৮
রাজ হাসান বলেছেন: কিচ্ছু বলার নাইরে ভাই,অফিস থেকে নিজের ব্যবহারের জন্য কাপড় নিয়ে পুলিশের হাতে হলাম চোর।অবশেষে দাবী করল ১০০০০৳ তারপর ১০০০৳ টাকায় ২ ঘন্টা ৩০ মিনিটের জুলুমবস্থা রফাদফা করে রাত ১১:৩০ এ বাসায় প্রবেশ।
৩| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:২৩
কেএসরথি বলেছেন: বর্তমানে দেশে সবচেয়ে "স্বনামধন্য" পেশা হলো চুরি-চামারি। খেয়াল করে দেখবেন যারাই চুরি করছে, তারাই সফল।
হয়ত সেটা ভেবেই আমাদের পুলিশের এতটা অধ:পতন।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১
সাদী ফেরদৌস বলেছেন: খুব ই দুঃখ জনক । আমি পুলিশের সর্বউচ্চ পর্যায়ের ফ্যামিলির একজন হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ।আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন ।
যেকোনো জনসাধারণ যে কোন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা দের সাথে দেখা করে তার অভিযোগ জানাতে পারেন ।
আপনি মিন্টু রোডে ডি বি কার্যালয়ে গিয়ে ডিসি ডি বি কিংবা এ ডি সি ডিবির কাছে আপনার অভিযোগ জানান ।( এপোয়েনটমেনট নিয়ে আপনি সহজেই তাদের সাথে দেখা করতে পারেন , ভয় নেই )
৫| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৪
অদৃশ্য প্রতিভা বলেছেন: বাংলাদেশে আমি কিংবা আপনি দুষ্কৃতিকারী হতে পারি কিন্তু পুলিশরা কখনো নয় । ওরা আমাদের সরকারের পরম ধন. ।
#বিদ্রোহী ভৃগু
৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৬
অদৃশ্য প্রতিভা বলেছেন: এভাবে পুলিশের জুলুমবাজি যে কত দিন চলবে? ???????? #রাজ হাসান ভাই
৭| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:২৯
অদৃশ্য প্রতিভা বলেছেন: ভাই #কেএসরথি পুলিশের শুধু অধঃপতনই হয় নাই! !!!!!!'এর নিচু স্তরের যদি কিছু থাকে তা হয়েছে ।
৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:৩০
অদৃশ্য প্রতিভা বলেছেন: ধন্যবাদ #সাদী ভাই । কিছুটা স্বান্তনা দেওয়ার জন্য ।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বলেন কি????
ইসলামী গান শোনা কি রাষ্ট্রীয় ভঅবে নিষীদ্ধ নাকি!????
আর কি বলব! অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় থাকে এমনই হয়- তারা গদি রক্ষায় লাঠিয়াল বন্দুকবাজদের দরকার! আর সেই সুযোগো লাঠীয়াল বন্দুবাজরা করে স্বেচ্ছাচার!!!! চক্রাবর্ত!
দু:খজনক! আপনি থানায় যান। মামলা না নিলে কোর্টে অভিযোগ করেন! আইনগত ভাবেই দুস্কৃতিকারীদের মোকাবেলা করুন।