নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

পথে পথে হয়রানি, পুলিশের দৌড়ানি.......

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩১

আজিব এক দেশে বাস করি আমরা।
দেশটির নাম বাংলাদেশ।
এই দেশটির মানুষগুলো অত্যন্ত কষ্ট সহিষ্ণু, অথিতিপরায়ণ আর হুজুগে।
মানুষগুলো চায় শান্তি আর নিচ্ছিদ্র একটি ঘুম যাতে আগামীকালের সোনালি সকালটা ঘুম হতে উঠে সাচ্ছ্বন্দে উপভোগ করতে পারে।
এই শান্তিপ্রিয় মানুষগুলোর নিরাপত্তার দায়িত্বে আছে "পুলিশ"।
কিন্তু যেখানে এই পুলিশকে দেখলে মানুষ একটু নিরাপত্তার আশ্রয় খুজবে সেখানে সে তথাকথিত পুলিশই মানুষের জন্য আতংক হয়ে দাঁড়িয়েছ।
আগে যেখানে পুলিশ দেখলে মানুষ তাদের পিছু নিত সেখানে এখন এই অতি ভয়ংকররূপী পুলিশকে দেখলে দৌড়ে পালায়!!
কারণে-অকারণে সাধারণ মানুষকে হয়রানি করছে "পুলিশ"।
দূরনীতির অগ্রে অবস্থানকারী বাংলাদেশের এই পুলিশ বিভাগ ইতোমধ্যেই বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে তাদের অপকর্ম -এর জন্য।
রাস্তাঘাটে মানুষের কাছ থেকে টাকা ছিনতাই করে নিচ্ছে এই "পুলিশ"।
এমনকি ডাকাতিতেও এদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে।
অনৈতিকতার চরম অবস্থানে অবস্থান বাংলার এই দূরনীতিগ্রস্ত "পুলিশ " বিভাগের যা আমরা চট্টগ্রাম-কলেজের এক অসহায় ছেলের ঘটনা থেকে জানতে পারি।
সাধারণ মানুষ আজ এই পুলিশের কাছে অনেকটা "জিম্মি" বলে মনে হয়।
বাংলাদেশের পুলিশের অপকর্ম সম্পর্কিত রচনা কাউকে লিখতে হয়তো সে এক বছরেও তা লিখে শেষ করতে পারবেনা !!

জানিনা এর সুরাহা কোন দিন পাব????

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪৯

আমি মিন্টু বলেছেন: ভালো তো দৌড়ালে সাস্থের জন্য ভালো । এবং ভালো ব্যয়াম হয় । :)

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৪

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে নিকৃস্ট অদক্ষ মহা দুর্ণি..আনট্রেইনড, দুর্বিনীত, অযোগ্য, নৈতিকতাবিহীন, দুশ্চরিত্র পু... হল বাং পু..শ।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৮

আনিসুর র বলেছেন: এরা পুলিশ না পুলিশগীগ। আপনার গুম হয়ে যায়ার সম্ভাবনা উরিয়ে দেয়া যায় না।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৩

অদৃশ্য প্রতিভা বলেছেন: যুক্তিসংগত বটে @আমি মিন্টু

৫| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৪

অদৃশ্য প্রতিভা বলেছেন: ভাই সত্যি এবং খাটি কথা বলেছেন @আনিসুর ভাই

৬| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:১৫

অদৃশ্য প্রতিভা বলেছেন: আপনার সাথে আমি পুরোপুরি একমত @ ঢাকাবাসী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.