নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

কথিত "মুক্তমনা" ব্লগারদের বলছি..........

১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:১৪

আমরা অনেকেই বলতে অনেক ব্লগারই নিজেকে মুক্তমনা হিসেবে দাবি করি!!!!!
এখন দেখার বিষয় হল তা কতটা যৌক্তিক এবং প্রাসঙ্গিক ।
"মুক্তমনা" বলতে তাদেরকে বুঝায় যারা মুক্ত তথা স্বাধীনচেতা এবং যে কোন ব্যাপারে স্বাধীনভাবে নিজস্ব মতামত প্রকাশ করে।
এ বিষয় থেকে এতটুকু পরিস্কারভাবে বুঝা গেল যে "মুক্তমনা" ব্লগার সকল ব্যাপারে গঠনমূলক মতামত প্রকাশ করবে। কোন নির্দিষ্ট জাতি কিংবা ধর্মকে নয়।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে অনেক মুক্তমনা প্রকৃতির ব্লগার জঘন্যভাবে হত্যার শিকার হয়েছে।
কিন্তু প্রশ্ন হল কেন তাদেরকে হত্যা করা হল?

সকল ঘটনার পেছনে ঐ একই কারণ।
আর কারণটা হল ঐ সমস্ত কথিত ব্লগার যারা নিজেকে সেক্যুলার কিংবা মুক্তমনা বলে দাবি করত তারা সবাই সরাসরি কোন নির্দিষ্ট ধর্ম এবং ঐ ধর্মের নিয়ম-কানুনকে আঘাত করে কথা বলেছে। এমনকি ঐ ধর্মের মানুষের বিশ্বাস এবং তাদের সৃষ্টিকর্তা, ধর্মের প্রবর্তক এর উপর সরাসরি আঘাত হেনেছে!

কিন্তু কেন তা করতে হবে? এটা কন ধরনের মুক্তমনার পরিচয়?
তুমি যদি মুক্তমনা হয়ে থাকো তাহলে অন্য বিষয় নিয়ে মাথা ঘামাও। অন্যদিকে তোমার মুক্তমননশীলতার পরিচয় দাও।

কোন নির্দিষ্ট ধর্মের পেছনে লাগবে কেন?

নিরপেক্ষতা থেকে বলছি,
"মুক্তমনা" ব্লগারদের এই বাজে মনমানসিকতাই হয়ত তাদেরকে নিজের বিপদ নিজেকেই ডেকে আনতে সাহায্য করছে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৩:৫৪

মোঃ তালেব বলেছেন: Right

২| ১৫ ই মে, ২০১৫ বিকাল ৫:০৫

অদৃশ্য প্রতিভা বলেছেন: ধন্যবাদ একমত হওয়ার জন্য @তালেব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.