নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

বাটপারে ভরা এই পৃথিবী ! সেই সকল বাটপারদের উদ্দেশ্যে আমার এই কবিতা !

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০৩

সুরেতে সামিয়ানা , কি যে মধুর গুঞ্জন !
এক মুখে বহু সুর, যাচেও বহুজন ।

ভ্রমর সাজিয়া ঘুরে ফুল বাগিচায়
কখনো এই ফুল কখনো ঐ ফুল
মধু করিয়া আহরণ;
যাযাবর সে , এহেন বেলা যে কাটায় ।

ফুলেরা ভাবে ভ্রমর তুমি কত ভালো !
গুণগুণিয়ে গাও হে গান, মধুও কর আহরণ !
সুবাস ছড়াই তোমা তরে তাই
জ্বালিয়ে স্বীয় পুলকের আলো ।

মধু বেশী, সুবাসের বাহার
খুজে ভ্রমর কোন সে ফুলে,
যাচিয়া আগে সেই ফুলেরেই ভ্রমর
ভিড়ায় তাহার দলে !

কিছু বেলা গেলে কাটিয়া
যেইনা সেই ফুলেতে সুবাস আর মধু কমিয়া যায়
ছাড়িয়া সেই ফুল ভ্রমর সে যে
নতুন কোন ফুলের দ্বারে বেড়ায় ।

খানিক পরে মোহ ভাঙ্গে ফুলের
ওহে !
ভ্রমর সে তো যাযাবর !
লুটিছে আমার সকল সুবাস
ভাগিয়াছে তাহার স্বার্থ হনন শেষে,
ইহাই যে তাহার কারবার ।

ফুল !
তাহার আজিকে সুবাসও নাই ! মধুও নাই !
ক্রন্দিয়া অগোচরে কয়েক লয় ভাবিয়া ,
চক্ষু আড়াল করিয়া বাগিচার
ফুল যে আহা !
মৃত্তিকায় পড়ে ঝরিয়া ।

উড়িয়া নাচিয়া ভ্রমর
যায় ফুলে ফুলে,
লীলা ! ভ্রমর যে আটকাইলো
মাকড়সার জালে !
প্রাণেতে বাঁচিবার কয়েক বৃথা চেষ্টা !
প্রাণটাই গেল ভ্রমরের স্বীয় সৃজিত ছলে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: বাহ! চমৎকার ঠাট্টার ছলে বেশ রম্য কবিকা লিখেছেন তো ভাই।আপনাকে নমঃস্কার জানাই।।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

অদৃশ্য প্রতিভা বলেছেন: ধন্যবাদ প্রকাশ দা ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:১২

বিজন রয় বলেছেন: দারুন লিখেছেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

অদৃশ্য প্রতিভা বলেছেন: ধন্যবাদ বিজন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.