![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
অবশেষে ভাবীর কানের অলংকার বন্ধক রেখে টিউশন ফি এর টাকা দিতে হলো।
পৃথিবীর শত কষ্টের একটি হলো পরিবারের কারো অলংকার বন্ধক রেখে টাকা আনা!
এই উপলব্ধি অনুভূত হচ্ছে নাসিরের মনে।
বাবা,মা, বোন, বড় ভাই, তার স্ত্রী এবং মেজো ভাইয়ের শত কষ্টের সম্মিলন হচ্ছে এই নাসির!
আর দুইটা ধাপ! তারপরেই সফলতার সোপানে পা রাখবে সে ইনশাআল্লাহ। এটাই মনে করে নাসির।
পরিবারের সকলের কষ্টের উত্তম প্রতিদান দিবে সে।
পারবে কি দিতে মা-বাবা, ভাই-বোনদের কষ্টের প্রতিদান দিতে?
সময়ের অপেক্ষা।
২| ২৩ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২২
অদৃশ্য প্রতিভা বলেছেন: @চাঁদগাজী ভাই, এটা কোন বাস্তব জীবনের গল্প!!!! সময় ই সব জটের গিট খুলে দিবে!!
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
আপনিই নাসির, নাকি গল্প লেখার প্রচেস্টা?