নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

ধর্ষনঃ কে দায়ী? নারী না পুরুষ?

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৪

বর্তমান সময়ের সবচেয়ে প্রচলিত কিংবা সংগঠিত শিরোনাম হলো "ধর্ষন"।
প্রতিদিন ই সংবাদপত্র খুললেই আপনি কোথাও না কোথাও ধর্ষন এর মত ঘটনা ঘটেছে এমন সংবাদ পাবেন।
তার মানে এই ঘটনা এখনকার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

ধর্ষকরা এতটাই জন্তু হয়ে গেছে যে তাদের ছোবল থেকে ১-৮ বছরের বাচ্চারাও রেহাই পাচ্ছেনা।
উপরোক্ত ব্যাপারটিকে আমি নৈতিকতার অবক্ষয়ই বলে বুঝাবো।

কিন্তু সাম্প্রতিকালে ঘটিত ধর্ষন এর ঘটনা গুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করা হয়েছে।
এ নিয়ে মামলা-হামলা, পুলিশ-মোকদ্দমা সবই হয়েছে।
কিন্তু ফলাফল অসার শুন্য।

আমি সেদিকে যাচ্ছিনা। বলছি এই বিষয়টির জন্য দায়ী কে? ছেলে না মেয়ে?

আমি দুজনকেই দোষ দিব। ছেলেরা প্রকৃতিগতভাবে কামুক। তারা তাদের লোলুপ ছোবল মারবে যখন ই তারা সুযোগ পাবে।
আর মেয়েরা প্রকৃতিগতভাবে শারীরিক দিক থেকে দূর্বল যার সুযোগটা ধর্ষক তথা মানুষরূপী কীট বা জানোয়ারগুলো নেয়।

কোন মেয়েকে যখন কোন ছেলে বিয়ের প্রস্তাব দেয়, মেয়েটার তখনই এই বিষয়টা নিয়ে গভীর পর্যালোচনা করতে হবে।
বিয়ের আগে যেই ছেলে শারীরিক সম্পর্কে যেতে চাইবে আর যাই হোক এটা নিশ্চিত যে ছেলেটি মেয়েটিকে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করছে।
আবেগের স্রোতে গা না ভাসিয়ে মেয়েটির উচিৎ হবে ছেলেটিকে বোল্ডলি না করে দেওয়া, প্রয়োজনে সম্পর্কচ্ছেদ করা।

ধর্ষকদের শাস্তি আমাদের দেশে হয়না!
সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড আর সর্বনিম্ন সাজা যাবজ্জীবন রেখে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে পারলেই এই জঘন্য অপকর্মটি এর প্রাদুর্ভাব হয়তোবা কমে যেত।

ধর্ষক যেই হোক না কেন তার শাস্তি নিশ্চিত করতে হবে। জামিন না পায় তার আইন তৈরী করতে হবে।



আবারো বলছি, ধর্ষকের চরম শাস্তি চাই যাতে আমাদের দেশটা পাশের দেশ ভারতের মত @রেপিস্তানি ট্যাগ না পায়!

দেশটা সোনার বাংলাদেশ ই থাকুক।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩৪

গার্থ বলেছেন: নারী কেন দায়ী হবে? কোন নারী কি চায় ধর্ষিতা হতে? ধর্ষনের জন্য পুরুষ দায়ী।

২| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৪৩

অদৃশ্য প্রতিভা বলেছেন: @পার্থ দা, আসলে আমি বুঝিয়েছি এখন সবই কেমন যেন অদ্ভুত রকম!
জানাজানি না হলে সব ঠিক কিন্তু ফাঁস হলেই ধর্ষন বলে চালিয়ে দেওয়া হচ্ছে।

বেশ কয়েকটি ঘটনা দেখেছি এমন।

৩| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৫৯

স্বতু সাঁই বলেছেন: বিষয়বস্তুর উপর আরও গভীরভাবে মাথা ঘামান। "পুরুষ তুমি বেহায়া, সে দোষ চাপাবে নারীর 'পরে?!"

৪| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৮

আশমএরশাদ বলেছেন:
লোলুপ ছোবল এই গুলাতো ফৌজদারী অপরাধের শব্দ - আগে অপরাধীরে ধরেন।
প্রকৃতগত অনাচার অথবা লিকেজ গুলাকে শৃঙ্খলায় আনার জন্যই আইন এবং ধর্ম । ধর্মও কিন্তু মুলত আইন।
সুতরাং নারী একবারে জন্যও দায়ী না। এর বাইরে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে যখন সম্পর্ক হয় তখন ছেলেটার বয়স বেশী থাকে। আর মেয়েটা চালাক চতুর কম থাকায় মেয়েকে ট্রেপে ফেলে। ট্রেপে ফেলাও ফৌজদারী অপরাধ।

৫| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:২৫

তারেক ফাহিম বলেছেন: সহমত

৬| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১০

প্রোলার্ড বলেছেন: http://www.dailymotion.com/video/xxkggc

http://archive.indianexpress.com/news/for-sunny-leone-rape-is-not-a-crime-but-surprise-sex/1068731/

৭| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৪০

নতুন বলেছেন: যদি বিয়ের প্রলোভনে ধষ`ন হয় সেটা আসলেই ধষ`ন না। বয়ফ্রেন্ড/গ্রালফ্রেন্ড সেক্স করে পরে বিয়ে না করলে ধষ`ন হবে না।

এই রকমের মামলা কিছুদিন পরে কো`ট বাতিল করে দেবে। এটাকে ধষ`ন বলে না।

কিন্তু যেটা জোর করে করা হয় সেটা ধ`ষন... সেটাতে নারী কোন দোষ নাই।

যারা সেটাতে নারীর দোষ দেখে তাদের মানুষিক সমস্যা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.