![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
বরাবরের মতোই আমি বেড়ানো খুব কমই পছন্দ করি কিন্তু কষ্মিনকালে কোথাও বেড়াতে গেলে অনেক কষ্টে রাত টা কাটিয়ে আসি।
একটা মশা কিংবা পিঁপড়ার কামড় ই আমার ঘুম ভাঙার জন্য যথেষ্ট।
তার উপর আবার নতুন শত্রুর তালিকায় যোগ হয়েছে "ছাঁড়পোকা"।
৩টা রাত নির্ঘুম কাটিয়েছি ছাঁড়পোকার কামড়ে। এক রাত গাবতলীর এক আবাসিক হোটেলে আর বাকি ২ রাত নির্ঘুম গেছে বন্ধু রাকিবের রুমে।
যথারীতি গতকাল গিয়েছিলাম বন্ধু রাকিবের বাসায়। বিকেলটা ভালো গেলেও রাত যে আমার জন্য মধুর হয়ে অপেক্ষা করছে বোধ হয় টের পাই নাই।
রাত ১২টায় ঘুমুতে গেলাম। ঘুমাতে গিয়ে টের পাইছি যে কোন এক সৈন্যদল আমাকে আক্রমণ করছে।
প্রথমে ভাবছিলাম যে হয়তো মশা ই কামড়াচ্ছে! কিন্তু অনবরত কুটুর কুটুর কামড় খেয়ে শেষ অবধি শয়ন থেকে উঠে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দেখি ১৫-২০ সদস্যের ছাঁড়পোকার ন্যাটোবাহিনী আমার বালিশ আর ফ্লোর দিয়ে রক্ত খাওয়ার মিছিলে শামিল হয়েছে।
গুণে গুণে ১৫টা মারছি!
পরে ১ ঘন্টা বসে মেডিটেশন করে ভোর ৪টার দিকে আবার ঘুমাইতে গেলাম।
আর কি ঘুম হয়!!!!
ছাঁড়পোকাদের আমার বিরুদ্ধে যুদ্ধাবস্থান আর তাদের অমৃতমাখা আক্রমণ আমার রাতটিকে ঘুমহীন বানিয়ে ছাড়লো।
পাশে দুই বন্ধু দিব্যি ঘুমুচ্ছিলো! কেবল আমার ই ঘুম হলোনা!
মনে মনে ভাবলাম, শালার ছাঁড়পোকা তুই কেবল আমারেই খুজে পেলি, ঐ দুই শালারে চোখে দেখলিনা।
২| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৬
শামচুল হক বলেছেন: দারুণ অভিজ্ঞতা।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৭ সকাল ৯:৪৮
রাজীব নুর বলেছেন: ছারপোকা ভয়াবহ জিনিস। জীবন তছ নছ করে দেয়। ছয়টা মাস ঠিক করে রাতে ঘুমাতে পারিনি।