নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

বিশ্বজিৎ হত্যাকাণ্ডের রায়ঃ বিচার না প্রহসন

০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

রায়ে ২ জনকে খালাস দিয়ে বাকিদের মোটামুটি শাস্তি দিয়েছে মাননীয় আদালত!

কিন্তু ব্যাপারটা কেমন জানি হয়ে গেল!
আদালত নাকি প্রমাণ চায়!!! যেখানে প্রকাশ্যে ৫-৬জন বিশ্বজিত কে কোপালো সেখানে ২ জনের ফাঁসির রায় হলো!
মানে হলো, কোথায় মামলায় ঝামেলা হইয়া গেছে!

প্রমাণ থাকার পরও কেনো এই রায় দেয়া হলো, বুঝলামনা!
আড়ালে কিছু ঘটেছে কিনা, সময় ই বলে দিবে!

আসামীদের সবাই মোটামুটি পলাতক! আমাদের প্রশাসন তথা আইন শৃঙ্খলা বাহিনীর বিশাল অর্জন! উনাদের সামনে আসামীরা ঘুরে বেড়ালেও নাকি তাহারা পলাতক!

ভাই বিশ্বজিৎ, তোমার সমস্যা তুমি কোন দল না করেও রাজনৈতিক কারণে কিছু ঘৃণ্য পশুর দ্বারা নির্মমভাবে জীবন দিয়েছো!
এদেশের সবকিছুতেই এখন নাটক-প্রহসন!

কেউ তেলবাজি করে নমিনেশন নিচ্ছে, কেউ আবার কান্নার অভিনয় দ্বারা নিজেকে রোল মডেল হিসেবে দাবি করছে!

সবকিছুতেই বাংলাদেশ এখন রোল মডেল!
চুরি,চুট্টামি,দুর্ণীতি,গুম,ক্ষমতার অপব্যবহার,রডের বদলে বাঁশ, কিসে রোল মডেল নয়!!!

জনগণের গলা চিপে ধরা ৫৭ ধারা বাস্তবায়ন আর ভোটাধিকার হরণেও কিন্তু রোল মডেল বাংলাদেশ!


তোমার কাছে ক্ষমা চাই! মাফ করে দিও ভাই! এদেশের আইন ক্ষমতাধরদের জন্য! তোমার আমার মতো গরীবের জন্য নয়!

গরীবেকে কহি, """এদেশের বিচার তোমা তরে নহে
বৃথা রোদন তোমার, তাই পিছিয়াই যাও বাহে """

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫১

তিতাস৮১ বলেছেন:
তোমার কাছে ক্ষমা চাই! মাফ করে দিও ভাই! এদেশের আইন ক্ষমতাধরদের জন্য! তোমার আমার মতো গরীবের জন্য নয়!

২| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৬

অদৃশ্য প্রতিভা বলেছেন: কি আর করার আছে আমাদের !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.