![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।
***জীবনে যেখানেই যান না কেন কিছু লোক আসবে যারা আপনাকে ভূগোলের অংক শিখাবে!
আদত জিওলজিকাল ম্যাথ নেই! যেটা হওয়ার কথা ছিলো জীবন নামের সাধারণ গণিত!
তার মানে ঐ লোকগুলো আপনাকে প্রতারিত করছে!
***আগে দর্শনচারি, পরে গুনবিচারী!
এই বিষের পেয়ালা যে গলাধঃকরণ করবেন তিনি নির্ঘাত মৃত্যুমুখে পতিত হবেন!
রূপ দেখেই পাগল হয়ে যদি নিজের সর্বস্ব বিলিয়ে দেন তাহলে বুঝতে হবে যে আপনি মূল্যবান কিছু হারাচ্ছেন!
তাই আগে গুণ বিচার করে পরে দর্শন নিয়ে চিন্তা করবেন যদিও তা লাগেনা!
***কাউকে কষ্টে ফেলে যদি মনে করেন যে আপনি বিশ্বকে হারিয়ে দিয়েছেন তাহলে মনে রাখবেন যে বিশ্বের স্রষ্টা আপনাকে ভয়াবহ অসম্মানের পুরস্কারে ভূষিত করবেন!
***প্রেমিকার সাথে সারারাত কথা বলে যে মোবাইল গরম করছেন তার ইফেক্ট হলো যে আপনি খুব শীঘ্রই মানসিক অবসাদ আর হিয়ারিং প্রবলেম এর কাছে নিজেকে সমর্পণ করলেন!
২| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪২
মাহবুবুল আজাদ বলেছেন: কথা সত্য ।
৩| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:১৬
Fokroul Hasan বলেছেন: কিছু বলার নেই, এক কথায় দারুন লিখেছেন
৪| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯
এম আর তালুকদার বলেছেন: ভাল লাগলো।
৫| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৯
শরীফুর রায়হান বলেছেন: আপনিতো দেখি অভিজ্ঞ
৬| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫
রাজীব নুর বলেছেন: অল্প কথায় সুন্দর পোস্ট।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৩
জগতারন বলেছেন:
এত সুন্দর বাস্তব জীবন অভিজ্ঞতা ও দর্শন অথচ কোন মন্তব্য নেই ! পাঠক-পাঠীকারা কই।
নাকি পাঠক-পাঠীকারা আগে কোথায়ও পড়েছেন এমন কথা।
পোষ্ট দেয়ায় ব্লগার অদৃশ্য প্রতিভা-এর প্রতি সুভেচ্ছা জ্ঞাপন করছি।