নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তার বহিঃপ্রকাশ করতে ভালবাসি বলেই একটু আধটু লিখি ।

অদৃশ্য প্রতিভা

কুটিল আমি। তাই জটিলকে সহজ করিয়াই দিবা যাপন করি। ভালো লাগে লিখতে, তাই লিখি।

অদৃশ্য প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

তন্ময় সাহাঃএকজন শিক্ষাগুরু এবং বন্ধুপ্রতিম বড়ভাই

২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

গত সেমিস্টারের শুরুতে সাবজেক্ট টিচার কে তা নিয়ে কনফিউজড ছিলাম! পরে জানতে পারলাম তন্ময় সাহা নামে একজন বুটেক্স ফেরত শিক্ষক ক্লাস নিবে! কৌতুহলী ছিলাম তখন থেকেই!

ক্লাস শুরু হওয়ার পরেই বসে অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম দেখতে কেমন এই তন্ময় সাহা!

অপেক্ষার প্রহর শেষে শ্যামল বর্ণের একজন ভদ্রলোক ক্লাসে প্রবেশ করলেন! বুঝতে বাকি রইলো না যে উনিই সেই তন্ময় সাহা!

পরিচয় পর্ব শেষে টেক্সটাইল সেক্টর রিলেটেড অনেক তথ্য দিলেন!
শুরুতেই মুগ্ধ হলাম।

ক্লাস শেষে উনাকে পজিটিভলি ইভালুয়েট করলো!
আর হ্যা আমি কিন্তু শুরুতেই আমাকে আকৃষ্ট করতে সমর্থ হয়েছিলাম!
কারণ, ইংরেজীটা ভালো পারি আর বেসিক মোটামুটি ভালো!
স্যার আগ্রহ পেয়েছিলো মনে হলো!
পরবর্তীতে যেকোন প্রশ্নের উত্তর ই আমার কাছে জানতে চাইতো স্যার!

এই সময়ে স্যার আমার অনেক আপন হয়ে গেছে! যখনই সমস্যায় পড়ি স্যারকে বলি!
সমাধান তো দেয় ই, অনুপ্রেরণাও দেয়!
আমার পারসোনাল, একাডেমিকাল সকল সমস্যাই এখন সমাধান করেন উনি!

উনার এথিকস অনেক উচু মানের!
সবসময় পজিটিভ থাকে! মানুষকে সহায়তা করে উনি প্রশান্তি পান!

এত কম সময়ে যেই জনপ্রিয়তা উনি পেয়েছেন আমার মনে হয় না কেউ পেয়েছেন!

ভার্সিটি লাইফের শেষ সময়ে আছি! উনার মত একজন শিক্ষাগুরুর সরাসরি সান্নিধ্য পাবোনা, ভাবতেই পারিনা!

উনার আর আমার এথিকস একই! ছাত্র হিসেবেও দুজনেই ভালোর কাতারে!

স্যার বলতে কেন যেন ভালো লাগেনা!
ভাই বলতে মন চায়!
উনাকে বলেও দিছি আমি!

আদর, শাসন দুইটাই চাই আমি উনার কাছ থেকে!


ভালো থাকুক আমার বড় ভাই!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.